Wednesday, 2025-07-02, 3:36 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2013 » February » 20 » আমার দেখা বলদা গার্ডেন
6:00 AM আমার দেখা বলদা গার্ডেন |
জোড়ায় জোড়ায় টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে। বয়স কমবেশি সবারই পনের থেকে তিরিশের মধ্যে। ফাঁকে ফাঁকে স্কুল ড্রেসপরা ছাত্রীরাও। পেশাগত পরিচয়ের বাইরে পার্কে ঢুকে বাঁয়ে যেতেই চোখে পড়লো, হাতে হাত ধরে এক যুবক যুবতীকে চুম্বন করছে। ভেতরে যেতেই ভিরমি খাওয়ার অবস্থা, একি দেখছি। পদ্মদিঘীর পাড় ঘেঁষে, শতায়ূ উদ্ভিদের আড়ালে, গোলাপ বাগানে, আঙুর বাগানের পেছনে, বাঁশ ঝাড়ের আড়ালে অন্ত...ত অর্ধশত জোড়া তরুণ-তরুণী উন্মুক্ত হাওয়ায় নিজেদের বিলিয়ে দিচ্ছে। একে অন্যের গায়ে এলিয়ে লুটিয়ে পড়ছে। কপালে চুম্বন আঁকছে। ঊরুতে মাথা রেখে বাদাম চিবোচ্ছে। বুকে জড়িয়ে আছে। একা পার্কের কোথায় হাঁটাচলা যেন অপরাধতুল্য। পুরো দশ মিনিটের হাঁটায় পার্কে এক চক্কর দিতেই চোখ পড়লো নিরাপদ এই প্রেমলীলা কেন্দ্রের নানা দৃশ্য। ভাদ্র মাসের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও প্রিয়জনকে নিয়ে অন্য খেলায় মত্ত এখানে দর্শনাথীরা। ক্যাকটাস বাগানের লম্বা পথের দু’ধারে দৃশ্য দেখলে মনে হবে কোন পরিচালকের স্ক্রিপ্ট মিলিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছে পার্কে আসা কুশীলবরা। ক্যামেরায় ধারণ করতে হবে বাণিজ্যিক এ দৃশ্য। আরেকটু কাছে। আরও নিবিড়ভাবে। হচ্ছে না। আরও একবার।
এ দৃশ্য বর্ণনা পুরনো ঢাকার বলদা গার্ডেনের। যেখানে ভিড় করে আছে ৬৭২ ধরনের নানান ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ। চিরচেনা রাজধানীর বুকে প্রকৃতিপ্রেমিক জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী ১৯০৯ সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেন এ পার্ক। প্রথমদিকে এটি ছিল বাগানবাড়ি। যেখানে প্রায় সন্ধ্যাতেই আসর বসতো নাচ-গানের। ঢাকার খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই বাগানের উন্মুক্ত বৃক্ষতলে বসেই উপভোগ করতেন শিল্পসুধা। যে পার্কে ছেলেবেলা কেটেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে এসে যে পার্কে বসে লিখেছেন তার বিখ্যাত কবিতা ‘ক্যামিলিয়া’। আজ সেখানেই চলেছে প্রেমের নামে, মনের মানুষের সঙ্গে সময় কাটানোর নামে অবাধ মেলামেশা। তরুণ-তরুণীদের কাছে পার্কটি বর্তমানে নিরাপদ ডেটিং কুঞ্জ।
|
Views: 1443 |
Added by: Jahir
| Rating: 2.0/3 |
|