Tuesday, 2025-07-01, 4:07 PM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  July 2025  »
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    সুদ হারাম করেছেন।

    আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহিতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন।’
    {সুনানে আবু দাউদ ৪/২১০; জামে তিরমিযী ১/১৫৯; ইবনে মাজাহ ২/৩২৩; সুনানে বায়হাকী ১০/২৬৫; মুসান্নাফ আবদুর রাযযাক ৮/১৪৮}
    যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।

    আল্লাহ তা’আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে”।
    ...
    [সূরা বাকারাহ ২৭৫-২৭৬]

    এখানে একটি পুস্তিকা আকারে ইমাম আয যাহাবী রাহিমাহুল্লাহ রচিত বিখ্যাত গ্রন্থ ‘কবীরা গুনাহ’ হতে ‘সুদ’ নামক অধ্যায়টি আলাদাভাবে সংকলিত করা হয়েছে । আলোচিত বিষয়সমূহঃ
    বইটি ডাউনলোড করি ( 7.4 Mb only)     

    1. সুদ

    2. সুদ প্রথার ভয়াবহ পরিণাম

    3. সুদখোর কবর থেকে মতিচ্ছন্ন হয়ে উঠবে

    4. সুদকে মিটানোর তাৎপর্য

    5. সুদের নিষিদ্ধতা অবতীর্ণের পর পূর্ববর্তী সুদ মওকুফ

    6. সুদের নিষিদ্ধতা অমান্যকারীদের প্রতি আল্লাহর হুমকী

    7. চক্রবৃদ্ধি হারে সুদ উসুল করার ব্যাপারে নিষিদ্ধতা

    8. সুদে মাল বৃদ্ধি পায় না

    9. সুদ খাওয়া কবীরা গুনাহ

    10. সুদখোরের ভয়াবহ পরিণাম

    11. সুদের গুনাহ সাতটি কবীরা গুনাহের অন্তর্গত

    12. সুদখোরের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লা'নত

    13. খেজুর খেজুরের পরিবর্তে হলে সমান হতে হবে

    14. বিদায় হজ্বে সুদ সম্পর্কে রাসূল (সা) এর ভাষণ

    15. এক দিনার বা দিরহামকে দুই দিনার বা দিরহামের বিনিময়ে নিলে সুদ

    16. সুদী লেন দেন করলে তা বাতিল করতে হবে

    17. স্বর্ণকে রূপার বিনিময়ে বাকিতে বিক্রি করলে সুদ হয়

    18. সুদদাতা এবং সুদগ্রহীতার উপর লা'নত

    19. সুদদাতা গ্রহীতা ও লেখক সবাই সমান

    20. যিম্মি সুদে জড়িত হলে যিম্মি হিসেবে পরিগণিত হবে না

    21. যিনার উপার্জিত ও কুকুর বিক্রিলব্ধ অর্থ ও সুদ হারাম

    22. সুদের গুনাহ তিহাত্তর প্রকার

    23. সুদী লেনদেনের ব্যাপকতা দুর্ভিক্ষের কারণ

    24. কিয়ামতের পূর্বে সুদ, যিনা ও শরাব ব্যাপক হবে

    25. কিয়ামতের দিন সুদখোর শয়তান স্পর্শিত ব্যক্তির ন্যায় উঠবে

    26. ঋণদাতা ঋণগ্রহীতার সওয়ারীতে চড়বে না

    27. যে ঋণ মুনাফা টেনে আনে তা সুদ

    28. ক্ষতিকর অর্থ ব্যবস্থার প্রতিরোধ

    29. সুদভিত্তিক কায় কারবারের মাধ্যমে উপার্জন

    30. সুদের নৈতিক কুফল

    31. সুদের সামাজিক কুফল

    32. বিশেষ ধরণের সুদ
    সুদখোরের ভয়াবহ পরিণতিঃ
    মহান আল্লাহ কুরআনুল কারীমে কিয়ামতের দিন সুদখোরদের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেনঃ
    الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنْ الْمَسِّ
    অর্থঃ "যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দন্ডায়মান হবে যেমনভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি যাকে শয়তান আছর করে দিশেহারা করে দেয়। (সূরা বাকারাঃ ২৭৫) অর্থাৎ তারা কিয়ামতের দিন জিনেধরা রোগীর মত দিশেহারা অবস্থায় কবর থেকে উঠবে। ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ সুদখোর কিয়ামতের দিন পাগল অবস্থায় হাশরের ময়দানে হাজির হবে।(তাফসীরে ইবনে কাছীর, প্রথম খন্ড) অন্য নায় আছে, তাদেরকে বড় বড় পেটি বশিষ্ট অবস্থায় হাশরের মাঠে উপস্থিত করা হবে। তারা হাঁটতে চাইলে উল্টে পড়ে যাবে। মানুষেরা তাদের উপর দিয়ে চলতে থাকবে।
    কতিপয় বিদ্বান বলেছেনঃ কিয়ামতের দিন এটা তাদের জন্যে নিদর্শন ¯^iƒc হবে যার মাধ্যমে তাদেরকে চেনা যাবে। অতঃপর তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি।
    ... সহীহ বুখারীতে সামুরা বিন জুনদুব (রাঃ) হতে বর্ণিত হয়েছে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর ¯^‡cœi দীর্ঘ হাদীছে এসেছে,
    فَأَتَيْنَا عَلَى نَهَرٍ حَسِبْتُ أَنَّهُ كَانَ يَقُولُ أَحْمَرَ مِثْلِ الدَّمِ وَإِذَا فِي النَّهَرِ رَجُلٌ سَابِحٌ يَسْبَحُ وَإِذَا عَلَى شَطِّ النَّهَرِ رَجُلٌ قَدْ جَمَعَ عِنْدَهُ حِجَارَةً كَثِيرَةً وَإِذَا ذَلِكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ ثُمَّ يَأْتِي ذَلِكَ الَّذِي قَدْ جَمَعَ عِنْدَهُ الْحِجَارَةَ فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْقِمُهُ حَجَرًا فَيَنْطَلِقُ يَسْبَحُ ثُمَّ يَرْجِعُ إِلَيْهِ كُلَّمَا رَجَعَ إِلَيْهِ فَغَرَ لَهُ فَاهُ فَأَلْقَمَهُ حَجَرًا
    অর্থঃ "আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। দেখলাম নদীতে একটি লোক সাঁতার কাটছে। নদীর তীরে অন্য একটি লোক কতগুলো পাথর একত্রিত করে তার পাশে দাড়িয়ে আছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারায় পাথরের কাছে দাড়ানো ব্যক্তির নিকটে আসে তখন দাড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবার সাঁতরাতে শুরু করে। যখনই লোকটি নদীর তীরে আসতে চায় তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেয়। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেনঃ এরা হলো আপনার উম্মতের সুদখোর।( বুখারী, অধ্যায়ঃ কিতাবুত তা'বীর)