আসসালামু আলাইকুম◄
প্রিয় ভাই আমার, আপনি নিশ্চই জানেন, কোন দেশের ১০০ ভাগ মানুষ যদি বিদআত করে তবে কিয়ামত পর্যন্ত তা সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত হবে না।
ভেবে দেখুন,
যেসব সাহাবী (রা) গণ হাদিস বর্ণনা করতে গিয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোন আমল বাদ দেননি তারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পিছনে বছরের পর বছর নামায আদায় করার পরেও নামায শেষে সম্মিলিত মুনাজাত করার পক্ষে একটি হাদিসও বর্ণনা করলেন না !
অথচ আমরা এটি নামাযের অপরিহার্য একটি রীতি বানিয়ে ফেলেছি। কোন মসজিদ এমন নেই যেখানে প্রতি ফরজ নামাযের পর ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেন না।
হাদিসের বইতে এমন একটি সহীহ বা দুর্বল হাদিস পাবেন না যেখানে এই আমল এর প্রমাণ আছে।
আল্লাহ্ আমাদের বুঝার তোউফিক দিক।
প্রিয় ভাই আমার, আপনি নিশ্চই জানেন, কোন দেশের ১০০ ভাগ মানুষ যদি বিদআত করে তবে কিয়ামত পর্যন্ত তা সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত হবে না।
ভেবে দেখুন,
যেসব সাহাবী (রা) গণ হাদিস বর্ণনা করতে গিয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোন আমল বাদ দেননি তারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পিছনে বছরের পর বছর নামায আদায় করার পরেও নামায শেষে সম্মিলিত মুনাজাত করার পক্ষে একটি হাদিসও বর্ণনা করলেন না !
অথচ আমরা এটি নামাযের অপরিহার্য একটি রীতি বানিয়ে ফেলেছি। কোন মসজিদ এমন নেই যেখানে প্রতি ফরজ নামাযের পর ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেন না।
হাদিসের বইতে এমন একটি সহীহ বা দুর্বল হাদিস পাবেন না যেখানে এই আমল এর প্রমাণ আছে।
আল্লাহ্ আমাদের বুঝার তোউফিক দিক।
রাসুল (সা.) বলেন, "যে বেদাত আবিষ্কার করে বা যে বেদাতিকে আশ্রয় দেয় তার প্রতি আল্লাহর, তার ফেরেশতাগণের ও সমস্ত মানব জাতির অভিশাপ।" বুখারী ১২/৪১, মুসলিম ৯/১৪০।