হযরত যায়েদ (রাঃ) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি মুগিরা (রাঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহাজ্জুদ নামাযে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন যে, তার পা অথবা গোড়ালী ফুলে যেত। এ জন্য লোকেরা তখন বলাবলি করত, আল্লাহর নবীর এত কষ্ট করার প্রয়োজন কি? তখন তিনি তাদের বলেন, আমি কি কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভূক্ত হব না।
– বুখারী