উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী বললেন, ‘এটি ঈমানদারের জন্য স্বস্তি ও শান্তির কারণ। আর অক্ষম (পাপাচারীর) জন্য দুঃখ ও আফসোসের কারণ।’
{মুসনাদে আহমদ, হাদীস : ২৪৯২৩}
{মুসনাদে আহমদ, হাদীস : ২৪৯২৩}
রাসূলুল্লাহ্
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন:‘মানুষ যখন মরে যায় তখন তার
কাজের ধারাও বন্ধ হয়ে যায়,
তবে তিনটি বিষয় ব্যতীত। (ক)
সাদাকায়ে জারিয়াহ বা চলমান দান,
(খ) এমন জ্ঞান যা দ্বারা উপকৃত
হওয়া যায়। (গ) আর এমন নেক সন্তান-
সন্তুতি যারা তার জন্য দো‘আ
করে।’ [ মুসলিম : ১৬৩১]
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন:‘মানুষ যখন মরে যায় তখন তার
কাজের ধারাও বন্ধ হয়ে যায়,
তবে তিনটি বিষয় ব্যতীত। (ক)
সাদাকায়ে জারিয়াহ বা চলমান দান,
(খ) এমন জ্ঞান যা দ্বারা উপকৃত
হওয়া যায়। (গ) আর এমন নেক সন্তান-
সন্তুতি যারা তার জন্য দো‘আ
করে।’ [ মুসলিম : ১৬৩১]
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।"
[সূরা আল বাক্বারাহ -২৮৬]
[সূরা আল বাক্বারাহ -২৮৬]
1-----1
একবার হযরত আবু সায়ীদ খুদরী রা. হযরত আলী রা. কে জানাযা সংক্রান্ত বিষয় জিজ্ঞাসা করলেন। হযরত আলী রা. বললেন, আবু সায়ীদ, যখন আপনি আপনার মুসিলম ভাইয়ের জানাযার সাথে চলবেন তখন নিশ্চুপ থাকুন, এবং মনে মনে ভাবুন আপনার অবস্থাও তার মতো হয়েছে। সে ছিল আপনারই ভাই, যে আপনার সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল। আজ সে নিঃস্ব-বিপর্যস্ত হয়ে বিদায় নিয়েছে, নেক আমল ছাড়া আজ তার কোনো পুঁজি নেই।
{মুসনাদে বাযযার, হাদীস : ৮৩৯}
{মুসনাদে বাযযার, হাদীস : ৮৩৯}