
" ভাই , টাখনুর উপরে প্যান্ট পরা আল্লাহ্র হুকুম এবং এই ব্যাপারে ইসলামে কঠোর নিষেধ আছে । আপনি মানলে ইসলামের কোন লাভ-ক্ষতি নাই , না মানলেও কোন লাভ-ক্ষতি নাই , ইসলাম যেমন আছে তেমন-ই থাকবে । কিন্তু মানা/ না মানার উপর আপনার লাভ-ক্ষতি নির্ভর করে ।
... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম) বলেছেনঃ ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে। (বুখারী শরীফ, পোশাক অধ্যায়, হাদিস নং- ৫৩৭১)
আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে একদা নবী (সাঃ) বললেন,
তিন প্রকার মানুষ আছে, যাদের সঙ্গে আল্লাহ তা’আলা ক্বিয়ামতের দিন কোন কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পাক-সাফ করবেন না । আর তাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রয়েছে । আবু যার (রাযিঃ) এ কথা শুনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাদের জন্য তো অধঃপতন ও ধ্বংস- হে আল্লাহর রাসুল (সাঃ)! তারা কারা? রাসুল (সাঃ) বললেন-
১) যে ব্যক্তি পরিধেয় বস্ত্র পায়ের টাখনুর নীচে পৌঁছায়,
২) যে ব্যক্তি উপকারের খোঁটা দেয়,
৩) আর যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে । (মুসলিম, মেশকাত হাঃ ২৬৭৩)