
• ঘর থেকে বের হবার পূর্বে শুধু ২ রাকাত নামাজ পড়ে বের হোন ।
• এটি চাশতের নামাজ (আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশকারীদের নামাজ) ।
• শুধুমাত্র ২ রাকাত নামাজ আদায় করলেই নিম্নোক্ত কাজগুলোর বিকল্প হিসেবে তা যথেষ্ট হয়ে যায় ।
•• রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম বলেছেন:
... "তোমাদের প্রত্যেক ব্যক্তির গ্রন্হির উপর সদকা ওয়াজিব । কাজেই-
> প্রত্যেকবার 'সুবহানাল্লাহ'
বলা সদকা হিসেবে বিবেচিত ।
> প্রত্যেকবার 'আলহামদুলিল্লাহ '
বলা সদকা হিসেবে বিবেচিত ।
> প্রত্যেকবার 'লা-ইলাহা ইল্লাল্লাহ'
বলা সদকা হিসেবে বিবেচিত ।
> প্রত্যেকবার 'আল্লাহু আকবার'
বলা সদকা হিসেবে বিবেচিত ।
> 'সত্ কাজের' আদেশ করা সদকা হিসেবে বিবেচিত ।
> এবং 'অসত্ কাজ' থেকে বিরত
রাখা সদকা হিসেবে বিবেচিত ।
• আর কেউ এসবের বিকল্প হিসেবে চাশতের ২ রাকাত নামাজ (আল্লাহর প্রতি পূর্ণ
মনোনিবেশকারীদের নামাজ) পড়লে তা যথেষ্ট হবে" [মুসলিম]
হাদীসটি আবু যার (রা) থেকে বর্ণিত ।
* চাশতের নামাজের সময়:
সূর্য পুরোপুরি উপরে উঠে গিয়ে চারদিকে আলো ছড়িয়ে পড়ার
পর থেকে সূর্য ঢলে পড়ার (বেলা হয়ে যাওয়া) পূর্ব পর্যন্ত এ নামাজ পড়া বৈধ