Wednesday, 2025-07-02, 6:24 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2013 » February » 20 » Bangladesh Television (বাংলাদেশ টেলিভিশন), এছাড়াও BTV নামে পরিচিত
5:40 AM Bangladesh Television (বাংলাদেশ টেলিভিশন), এছাড়াও BTV নামে পরিচিত |
, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন নেটওয়ার্ক. এটা সম্প্রচার শুরু করে পাকিস্তান টেলিভিসন হিসাবে, তখন ছিল ২৫ ডিসেম্বর ১৯৬৪ ইস্ট পাকিস্তান। এটি ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিসন নামে নামকরণ হয়। সম্পূর্ণ রঙিন সম্প্রচার শুরু করে ১৯৮০ সালে। প্রায় ২ মিলিয়ন টেলিভিশন সম্প্রচার রিসিভ করতো নেটওয়ার্ক এর ১৭ রিলে স...্টেশন থেকে।
BTV একটি জাতীয় চ্যানেল যা ঢাকা থেকে সম্প্রচারিত হয়। তখন সারা দেশে স্থানীয় স্টেশনের সাহায্যে দেশের প্রধান শহরগুলোতে সম্প্রচারিত করা হতো। এছাড়াও আঞ্চলিক স্টেশন চট্টগ্রামে অবস্থিত যা সন্ধ্যায় স্থানীয় প্রোগ্রাম দেখানো হতো। ১৯৯০ সালের মাঝামাঝি থেকে জাতীয় টিভি চ্যানেল সম্প্রচার শুরু করে বিবিসি এবং সিএনএন এর খবর। ২০০৪ সালে, BTV তার satellite ভিত্তিক শাখা দিয়ে বিশ্বব্যাপী সম্প্রচার শুরু করে BTV WORLD নামে।
প্রাথমিকভাবে BTV টেলিভিশনের লাইসেন্স ফির অর্থ দিয়ে বিভিন্ন দিকে সাহায্য করে থাকতো। এছাড়াও অনেক পুরস্কার প্রোগ্রাম চালু করে।
|
Views: 383 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|