
১. ভারতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রী মারা গেছে। মাত্র ১০ দিনের ভেতরে তিন-তিনবার অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয় নি। বেঁচে থাকলে হয়তো এই মেয়েটি একদিন অনেক মানুষের জীবন বাঁচাত, হয়তো তাঁদের ভেতরে থাকত ধর্ষকদের কোন পরম আত্মীয়ও।
২. সেদিন সকালে বাসে করে ল্যাবে যাচ্ছি। প্রচণ্ড ভীড়ের ভেতর এক লোক বারবার মহিলা সিটে ঝুঁকে পড়ছে। দুইবার তাকে ভদ্রভাবে বলার পরেও কাজ হলো না দেখে... তৃতীয়বার বেশ জোরেই ধমকে উঠলাম, আশেপাশের সমস্ত আপু-ভাইয়ারা আমার পক্ষ নিয়ে কথা বললো এবং ম্যাজিকের মত ফল হলো।
* বিদেশে নির্জন রাতে ধর্ষণ নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় হচ্ছে। অবশ্যই তা তোলপাড় হবার হবার মত ঘটনা। কিন্তু দেশের ভেতর দিনে-দুপুরেও যে অশ্লীলতা হা করে মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই খবর ক'জন রাখেন?
* ভারতের ঘটনা যে আমাদের দেশেও পুনরাবৃত্তি হবে না তার গ্যারান্টি কে কে দিতে পারেন?
* দেশে কতজন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে?
* উত্যক্ত হয়ে ধলপুরের স্কুলছাত্রী এই সেদিন আত্মহত্যা করলো, সেই বখাটেদের কোন শাস্তি হয়েছে কি?
* পরিমলের মত শিক্ষক এখন দেশেই তৈরি হয়, বাইরে থেকে আমদানী করার প্রয়োজন পড়ে না। এই পরিমলরা বছরে কতগুলো ধর্ষণ করে তার হিসেব রাখে কেউ?
** ঢাকা বিশেবিদ্যালয়ের বাসে থাকা ছাত্রীদের ছবি মোবাইলে তোলার কারণে বাসের ভাইয়ারা নেমে গিয়ে রিকশা পাকড়াও করে দুটো ছেলেকে সেইরকম সাইজ করে, সেদিন আমিও বাসে ছিলাম। আপনার সন্তান পরিমল হচ্ছে না এই বাসের ছেলেদের মত কিছুটা বিবেকসম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠছে, সে খবর আপনি রাখছেন তো