Calendar |
---|
« January 2013 » |
Su |
Mo |
Tu |
We |
Th |
Fr |
Sa |
| | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2013 » January » 01
 স্বল্পবসনা বা যৌন উত্তেজক পোশাক পরিহিতা নারীদের ধরে জেলে পুরছে আফ্রিকার রাজতান্ত্রিক দেশ সোয়াজিল্যান্ডের পুলিশ। কারণ হলো, এই ধরনের পোশাকগুলো ধর্ষকদের এ কাজে উদ্বুদ্ধ করে। ধর্ষণ সংক্রান্ত নতুন এক আইনকে সংবাদমাধ্যমের সামনে এভাবেই ব্যাখ্যা করেন সোয়াজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র। নতুন এই আইন অনুযায়ী, ধর্ষণে প্ররোচণা দেয় বা যৌন উত্তেজনা ছড়ায় এমন পোশাক পরে কোনো মেয়ে জনসম্মুখে আসলেই তাকে আটক করা হবে এবং... জেলের ঘানি টানতে হবে কমপক্ষে ছয় মাস। মিনিস্কার্ট, মিডরিফ টপস বা খাটো জিনস- এরকম পোশাক পরা মেয়েদের আটক করা হবে বলে ওই মুখপাত্র জানান সংবাদ সংস্থা এএফপিকে। তিনি আরও জানান, আমরা দেখেছি যে, যৌন উত্তেজক পোশাক পরিহিতারাই যৌন হেনস্থার শিকার হন। পুরুষ এমনকি মহিলারাও স্বল্পবসনা মেয়েদের দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকান।
...
Read more »
Views:
336
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে বলেছেন, "হে ঈমানদারগণ! তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।" হযরত আলী(আঃ) এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, "নিজেকে, পরিবারকে ও সন্তান-সন্ততিকে উত্তম জ্ঞান শিক্ষা দাও এবং তাদেরকে প্রশিক্ষণ দাও-যাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারো।" সত্যি-সত্যিই বর্তমান বিশ্বের জ্ঞান-বিজ্ঞান এবং প্রশ...িক্ষণের জগতে যে বিষয়টি বেশ আলোচিত তা হলো মানব শিক্ষা ও প্রশিক্ষণ। মানব শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গী হলো-ব্যক্তিত্বের যথাযথ বিকাশের মাধ্যমে ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষে পরিণত করা। তাই জন্ম পরবর্তী সময়তো বটেই, এমনকি জন্মপূর্বকালেও ইসলাম বিভিন্নভাবে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। জন্ম-পূর্ববর্তীকালের প্রশিক্ষণটি হলো একটি সুশৃঙ্খল পরিবার গড়ে তোলা। আর জন্ম-পরবর্তীকালে নবজাতকের প্রশিক্ষণের ব্যাপারেও ইসলাম দিয়েছে চমৎকার কালজয়ী দিক-নির্দেশনা। জন্ম পরবর্তী একটি সন্তানের জীবনকালকে পাঁচটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। যেমন শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, মধ্যবয়স বা বয়োপ্রাপ্তকাল এবং বার্ধক্যকাল। আমরা
...
Read more »
Views:
306
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
অন্যান্য মহৎগুণের পাশাপাশি একজন মুসলিমকে যে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে তা হল সে যেন তার অপর মুসলিম ভাই সম্পর্কে কোন অমূলক সন্দেহের বশবর্তী হয়ে না পড়ে। অপর মুসলিম ভাইকে সন্দেহের দৃষ্টিতে না দেখে তার সম্পর্কে সুধারনা পোষণের ব্যাপারটিকে সর্বদায় অগ্রাধিকার দিতে হবে। অপরের ভুল ধরার জন্য আমরা ওঁতপেতে বসে থাকি। কিন্তু হওয়া উচিৎ ছিল তার উল্টোটা। একজন মুসলিম সবসময...় সুযোগ খুঁজবে কি করে অপর একজন মুসলিম ভাইকে তার দোষ-ত্রুটি কিংবা তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া যায়। বিশেষ করে, যারা ন্যায়নিষ্ঠ মুসলিম এবং যারা আল্লাহ্র পথে মানুষদের ডাকে তাদের দোষ-ত্রুটি অন্বেষণ করা বা তাদের উপর একটুতেই দোষারোপ করা ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে। নিজের দ্বীন সম্পর্কে যত্নবান, জ্ঞানী এবং ন্যায়নিষ্ঠ মুসলিমদের সকলেরই উপরিউক্ত চারিত্রিক গুণাবলী থাকা উচিৎ যারা তাদের প্রতিপালককে ভয় করে থাকে এবং যারা আল্লাহ্র দ্বীনের বিজয়ের ব্যাপারে আশাবাদী। মানুষের সম্পর্কে সুধারনা পোষণ করা যদি ন্যায়নিষ্ঠ মুসলিমদের চারিত্রিক বৈশিষ্ট্য না হত তাহলে পৃথিবীতে একজনও নিষ্কলুষ চরিত্রের ইসলামিক বিশ
...
Read more »
Views:
334
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
আবূ হুরায়রা(রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন। রাসূল(সাঃ) বলেছেন, ‘যার তিনটি কন্যাসন্তান থাকবে এবং সে তাদের কষ্ট-যাতনায় ধৈর্য্য ধরবে, সে জান্নাতে প্রবেশ করবে। (মুহাম্মদ ইবন ইউনূসের বর্ণনায় এ হাদীসে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে) এক ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, যদি দু’জন হয়? উত্তরে তিনি বললেন, দু’জন হলেও। লোকটি আবার প্রশ্ন করলো, যদি একজন হয় হে আল্লাহর রাসূল? তিনি বললেন, একজন হলেও।’ [বায়হাক্বী, শুয়াবুল ঈমান ৮৩১১] —
Views:
330
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
দুটি ঘটনা বলব-
 ১. ভারতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রী মারা গেছে। মাত্র ১০ দিনের ভেতরে তিন-তিনবার অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো সম্ভব হয় নি। বেঁচে থাকলে হয়তো এই মেয়েটি একদিন অনেক মানুষের জীবন বাঁচাত, হয়তো তাঁদের ভেতরে থাকত ধর্ষকদের কোন পরম আত্মীয়ও। ২. সেদিন সকালে বাসে করে ল্যাবে যাচ্ছি। প্রচণ্ড ভীড়ের ভেতর এক লোক বারবার মহিলা সিটে ঝুঁকে পড়ছে। দুইবার তাকে ভদ্রভাবে বলার পরেও কাজ হলো না দেখে... তৃতীয়বার বেশ জোরেই ধমকে উঠলাম, আশেপাশের সমস্ত আপু-ভাইয়ারা আমার পক্ষ নিয়ে কথা বললো এবং ম্যাজিকের মত ফল হলো। * বিদেশে নির্জন রাতে ধর্ষণ নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় হচ্ছে। অবশ্যই তা তোলপাড় হবার হবার মত ঘটনা। কিন্তু দেশের ভেতর দিনে-দুপুরেও যে অশ্লীলতা হা করে মেয়েদের দিকে লোলুপ দৃষ্টিতে তা
...
Read more »
Views:
256
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
আপু !!! তোর মনে আছে কিনা জানিনা, বেশ কয়েকবছর আগে সম্ভবত থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মেয়ে শ্লীলতাহানীর শিকার হয়। রাতের ১২ টা বাজে অর্থাৎ মধ্যরাতে তখন হাজার হাজার যুবক যুবতী যৌবনের আবেগে গা ডলাডলি করে মিলিত হয়েছিল নতুন বছরকে বরণ করে নিতে। সেই নারী পুরুষের অবাধ মিলনমেলার আধুনিকতার বলি হয় সেই মেয়েটি। তার জীবনের সবচে মূল্যবান সম্পদে একটা পশুর ঘন কেশযুক্ত... কালো হাতের স্পর্শ লাগে। আমি শতভাগ নিশ্চিত, কয়েক মুহূর্তের সেই দুঃস্বপ্নটি আজো ঘুমাতে দেয়না মেয়েটিকে। আপু দ্যাখ! সময় বয়ে যায়, মুছে যায় স্মৃতি। সেই দিনের ঘটনা সারা দেশে আলোড়ন তুলেছিল। সোচ্চার হয়েছিল সবাই। কিন্তু ঐ যে, সময় বয়ে গেছে? আমরাও ভুলে গেছি সে দিনের ঘটনা। ভুলে গেছে আমাদের হাজার হাজার লাখ লাখ বোন, যারা আগামী ৩১ তারিখ আবার মিলিত হবে সেই আদিম মিলনমেলায়। ছেলে মেয়ের সীমান্তের কাঁটাতার সেদিন উঠে যাবে। গায়ে গা লাগিয়ে, জড়াজড়ি করে, নেচে গেয়ে আবার নারী পুরুষ একে অন্যতে বিলীন হবে। তারপর ফিরে আসবে সেই কেশযুক্ত কালো হাত। খুঁজে বেড়াবে আমাদেরই কারো বোনের সবচে মূ
...
Read more »
Views:
297
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
আসসালামু আলাইকুম ++ প্রশ্নঃ আমাদের মাঝে অনেককেই দেখি যারা খুব আরাম আয়েশে জীবন কাটায়। আবার কারো কারো জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। এমন হয় কেন ? উত্তরঃ নবী (সা) বলেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। [বুখারী, ৫৬৪৫] অপর এক হাদিসে তিনি বলেন, যদি কারো উপর কোন কষ্ট আসে আল্লাহ তা'আলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন, যেমনভাবে গাছ হতে পাতা ঝরে পড়ে। [বুখারী, ৫৬৮৪] তাই আমাদের কারো জীবনে যদি কোন কষ্ট আসে তবে বুঝে নিতে হবে আল্লাহ এর মাধ্যমে আমাকে সঠিক পথে আনতে চান। আর একই সাথে আমার গুনাহ সমূহ মিটিয়ে দিয়ে আমাকে নিশ্পাপ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চান। সুবহান আল্লাহ।
Views:
348
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
নামাজকে বল না যে আমার কাজ আছে , কাজকে বলুন আমার নামজের সময় হয়েছে । * নবী করিম (সাঃ) বলেছেনঃ "ব্যক্তি এবং শিরক ও কুফরীর মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেয়া।” (মুসলিম হাঃ ১৫৪) * রুরাইদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হলো সালাত, অতএব যে সালাত ছেড়ে দিল সে কুফরী করল।”(নাসাঈ, ই.সে. হাঃ৪৬৪) * একদা নবী (সাঃ) বলেন, আল্লাহর কসম! আমার কখনো ইচ্ছা হয় যে, একজনকে দিয়ে সালাত শুরু করিয়ে দেই এবং তারপর যারা সালাতে হাযির হয়না আমি পেছন দিয়ে গিয়ে তাদের ঘরে আগুন লাযিয়ে দেই। (তিরমিযী হাঃ ২০৮)
Views:
376
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
♥ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ্ִ (সাঃ) ইরশাদ করেনঃ " ইসলামের ভিত্তি পাঁচটি ১) আল্লাহ্ִ ছাড়া (অন্য কোন) ইলাহ্ִ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল- এ কথার সাক্ষ্য দান। ২)সালাত কায়েম করা। ৩)যাকাত দেয়া। ৪)হজ্জ করা এবং ... ৫)রমযানের সিয়াম পালন করা।" [সহীহ আল বুখারী,০৭]।
Views:
299
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
সাধারণ ছুটি:  ২৫ জানুয়ারি (১২ মাঘ): ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)* ... ২১ ফেব্রুয়ারি (০৯ ফাল্গুন): শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৭ মার্চ (০৩ চৈত্র): জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিবস ২৬ মার্চ (১২ চৈত্র): স্বাধীনতা ও জাতীয় দিবস ০১ মে (১৮ বৈশাখ): মে দিবস ২৩ মে (০৯ জ্যৈষ্ঠ): বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)* ০২ আগস্ট (১৮ শ্রাবণ): জামাতুল বিদা ০৯ আগস্ট (২৫ শ্রাবন): ঈদ-উল-ফিতর* ১৫ আগস্ট (৩১ শ্রাবণ): জাতীয় শোক দিবস ২৮ আগস্ট (১৩ ভাদ্র): শুভ জন্মাষ্টমী ১৪ অক্টোবর (২৯ আশ্বিন): দুর্গা পূজা (বিজয়া দশমী) ১৬ অক্টোবর (০১ কার্তিক): ঈদ-উল-আযহা* ১৬ ডিসেম্বর (০২ পৌষ): বিজয় দিবস ২৫ ডিসেম্বর (১১ পৌষ): বড়দিন (যীশু খ্রিষ্টের জন্মদিন) নির্বাহী আদেশে সরকারী ছুটি: ১৪ এপ্রিল
...
Read more »
Views:
4235
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যাবস্থা। অনেক মুসলিম ভাইবোন আছেন যাদের কুর'আন ও হাদিসের জ্ঞান খুব বেশি নেই বলে তারা ইসলামের অনেক বিষয়েই দিধাগ্রস্থ ও বিভ্রান্ত। আমরা সবাই যদি একটু চেষ্টা করি তাহলে দীন ইসলাম শিক্ষা করা আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। শুরুতেই একটি কথা স্পষ্টভাবে বলছি, আমি আল্লাহ্ তা'আলার জন্য ইসলামের চারজন ইমামদেরকে অন্তর থেকে ভালবাসি ও শ্রদ্ধা করি। কাজেই কারও বিভ...্রান্ত হবার কোন কারন নেই এই ভেবে যে, এখানে ইমামদেরকে অশ্রদ্ধা বা খাট করে দেখার চেষ্টা করা হয়েছে। একটি সহজ কথা আমরা যেন ভুলে না যাই। আমাদের জন্য কোন আমল বা কাজটি ফরয তা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করা আছে। এর বাইরে কোন ব্যক্তির পক্ষে আরও কোন বিষয়ে বা আমল ফরয বলার কোন অধিকার নেই। "বেশ কিছু মানুষ বলে" মাজহাব মানা ওয়াজিব বা ফরজ। । যাক আসুন মূল কথায় যাই। => আল্লাহর রাসুল (সাঃ) এর সাথে সব সময় সব সাহাবী থাকতেন না। কেউ নবীর (সাঃ) থেকে একটা হাদিসের বাণী শুনলে সেটা পৌছে দিতেন অন্যের নিকট। যেমন আবু হুরাইরা রাঃ নবীজি (সাঃ) এর অনেক বাণী পৌছে দিয়েছেন অন্যান্য সাহাবী
...
Read more »
Views:
552
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
Ahsanul Karim খৃষ্টীয় নববর্ষ উদ্যাপন: শরিয়ত কি বলে উৎসব পালন জাতি-ধর্ম নির্বিশেষে একটি সামগ্রিক ফিনমিনন। সুনির্দিষ্ট কোনো দিবসকে স্মরণীয় করে রাখার গভীর বাসনা থেকে, অথবা আনন্দ-উল্লাস প্রকাশ, কৃতজ্ঞতা ব্যক্ত করা ইত্যাদি থেকে জন্ম নেয় বর্ষান্তরে উৎসব পালনের ঘটনা। আল্লাহ তাআলা মানুষের এ স্বভাবজাত বাসনা সম্পর্কে সুপরিজ্ঞাত। তাই তিনি তা প্রকাশের মার্জিত ও সম্মানজনক পদ্ধতি বিধিবদ্ধ করে দিয়েছেন। সৃষ্টিসংলগ্ন সাম...গ্রিক প্রজ্ঞাময়তা, পৃথিবীবক্ষে মানবপ্রজন্মের দায়দায়িত্ব, আল্লাহর ইবাদত ও দাসত্বের জিম্মাদারি ইত্যাদি বিবেচনায় রেখেই তিনি দিয়েছেন উৎসব পালনে সম্মানজনক বিধান। আনাস রা. হতে বর্ণিত, তিনি বলেন, ( রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। তাদের ক্রীড়া-উল্লাসের ছিল দুটি দিবস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,’এ দিবস দুটি কি? ‘ উত্তরে তারা বললেন,’ জাহেলী যুগে দিবস দুটি ক্রীড়া-উল্লাসে কাটাতাম।‘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,’আল্লাহ তাআলা এ দিবস দুটির পরিবর্তে উত্তম দুটি দিবস তোমাদেরকে দিয়েছেন- ঈদুল আযহা ও
...
Read more »
Views:
365
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
|
সে ছিলো ভীষণ লাজুক। কৈশোর সবে পেরিয়েছে। ঘর থেকে একা বেরুত না। ঘর-কন্যার সামান্য ব্যাপারেই লজ্জায় মায়ের কোলে মাথা গুঁজে দিত। বাবা আর ভাই ছাড়া কোন পুরুষ মানুষকে স...ে ভালো করে জানতো না। তার বয়স এমন হয়ে গিয়েছিল যে, বাবার আদর আর ভাইয়ের প্রশ্রয় ছাড়াও স্বামী ব্যাপারটি সম্পর্কেও সে জেনে ফেলেছিল আর মনে মনে নিজেকে প্রস্তুত করছিল। বাবা-মা আর ভাইটি তাকে তাদের জীবনের চেয়েও বেশী ভালোবাসতো। আজন্মা লাজুক এ মেয়েটির জন্য তারা ভালো একটি ছেলে খুঁজছিলো। কন্যা আর বোনের আসন্ন বিদায়ের বেদনায় নিকষ কালো রাতে সবার অজান্তে বাবা আর ভাইটি গোপনে অশ্রু ঝরাতো। মেয়েটির নাম ছিলো ফাতিমা। আমার ঘরের বাইরে প্রাকান্ড সাউন্ড বক্সে 'হ্যাপি নিউ ইয়ারের' গান বাজছে- "ঝান্ডু বাম......"। প্রচন্ড শব্দে কান পাতা দায়। পাড়ার ছেলেরা চিৎকার করে করে নাচছে। ফাতিমার ঘরের বাইরেও প্রচন্ড শব্দ হতো, এবং প্রায় প্রতিদিনই। শব্দগুলো ছিলো বোমা আর বুলেটের। তার বাসাটা ছিলো বাগদাদে। সে রাতটিও ছিলো নিকষ কালো রাত। বোনটি স্বামীর ঘরে চলে যাবে এটা ভেবেই ভাইটির চোখ বেয়ে নিরব অশ্রুপাত হচ্ছিলো। বাসার বাইরে কি কোন শব্দ হলো? গাড়ী থামার শব
...
Read more »
Views:
294
|
Added by:
Jahir
|
Date:
2013-01-01
|
| |
|