Wednesday, 2025-07-02, 5:50 AM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Calendar |
---|
« January 2013 » |
Su |
Mo |
Tu |
We |
Th |
Fr |
Sa |
| | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2013 » January » 03
নুহ (আঃ) এর সম্প্রদায়ে বেশ কিছু পুন্যবান ব্যক্তি মারা গেলে শয়তান তাদের সম্প্রদায়ের কাছে এসে প্রথমে বলে যে এদের ''স্মরণার্থে, ''সম্মানার্থে'' এদের প্রতিকৃতি নির্মান কর। যাতে তাদের প্রতিকৃতি দেখলে তাদের কথা স্মরণ হয়, তারা যে অনেক ঈমানদার ছিল তা যেন স্মরণ হয়ে তারাও বেশি ইবাদত করতে পারে। তখন সম্প্রদায় ওই পুন্যবান লোকদের সম্মানার্থে '' প্রতিকৃতি'' নির্মান করে। এভাবে কয়েকযুগ পার হবার পরে পরবর্তী প্রজন্মের কাছে শয়তান আগমন করে। সেই প্রজন্মের কাছে শয়তান এসে বলে তোমাদের পূর্ব পুরুষেরা এই পুন্যবান ব্যক্তিদের প্রতিকৃত সম্মান করত, তাদের কাছে চাইত । এভাবে শয়তান সেই প্রজন্মকে আরো গভীর শিরকে পতিত করে। সেই সম্প্রদায় ওই পুন্যবান লোকদের প্রতিকৃতির সম্মান জানানো শুরু করে এবং আল্লাহকে বাদ দিয়ে তাদের কাছে চাইতে শুরু করে। এর তার পরবর্তী প্রজন্মকে সম্পূর্ণ গোমরাহী করে সরাসরি মূর্তি পূজায় লিপ্ত করিয়ে ছারে। আজকে আপনি খোজ নিন । সম্ব্ভবত গত বছর একটি চ্যানেল এ একটি সংবাদ প্রচারিত হয়েছিল যে এই প্রজন্মের মডার্ন ছেলেপুলেরা জানেই না ভাষা আন্দোলন কি! শহীদ মিনার কি! কেন শহীদ মিনার
...
Read more »
Views:
403
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
|
সুরা ফাতিহা সম্পর্কে আল্লাহ হাদিসে কুদসি তে বলেছেন- আমি সালাত (সুরা ফাতিহা) আমার ও আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি, আর, আমার বান্দা যা চাইবে তাই তাকে দেওয়া হবে। বান্দা যখন বলেঃ আলহামদুলিল্লাহি রাব্বিল ‘আলামিন বা সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ‘আলামীনের জন্য, আল্লাহ তখন বলেনঃ আমার বান্দা আমার প্রশংসা করল। যখন বান্দা বলেঃ আর রহমানির রহীম বা পরম করুনাময় অতি দয়...ালু, তখন আল্লাহ বলেনঃ আমার বান্দা আমার গুণগান করল। যখন বান্দা বলেঃ মালিকি ইয়াওমিদ্দীন বা প্রতিফল দিবসের মালিক, তখন আল্লাহ বলেনঃ বান্দা আমার মর্যাদা বর্ণনা করল। যখন বান্দা বলেঃ ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্ তা’ঈন বা আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, তখন আল্লাহ তায়ালা বলেনঃ এটা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত এবং বান্দার জন্য তা-ই রয়েছে যা সে চাইবে। অতঃপর যখন বান্দা বলেঃ ইহদিনাস সিরাতাল মুস্তাকীম; সিরাতাল্লাযীনা আন’আমতা ‘আলাইহিম গইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লীন বা আমাদের সরল পথ দেখাও। তাদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছ, তাদের পথ নয় যারা গজবপ্
...
Read more »
Views:
301
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
|
"ইবনে আবু মারিয়াম (র)...উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী(সাঃ) এর নিকট কিছু সংখ্যক বন্দী আসে। বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল (তার শিশু সন্তান হারিয়ে গিয়েছিল যদিও পরে তাকে খুঁজে পেয়েছিল)। সে বন্দীদের মধ্যে কোন শিশু পেলে তাকে ধরে কলে নিত এবং নিজের দুধ পান করাত। নবী (সাঃ) আমাদের বল্লেনঃ তোমরা কি মনে কর এ মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে? আমরা বললামঃ না ফেলার ক্ষমতা রাখলে সে কখনও ফেলবে না। তারপর তিনি বল্লেনঃ এ মহিলাটি তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ তাঁর বান্দাদের উপর তদাপেক্ষা অধিক দয়ালু।” (সহীহ বুখারি ৯ম খণ্ডঃ ৫৫৭৩)
Views:
431
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
|
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :"তোমরা কেউ যখন তাশাহুদ পড় তখন চারটি জিনিষ থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করো। এই বলে দু’আ করবেঃ
আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন আযা-বি জাহান্নামা, ওয়া মিন আযা-বিল ক্ববরী, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল। (অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মসীহ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।) [মুসলিমঃ ১২১১; ইফা]
Views:
794
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
|
 আলহামদুলিল্লাহ্, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ'র। আপনাদের এই প্রিয় পেজটির ফ্যান এখন ১৬,১০০+ গত একটি বছর ধরে আমরা এডমিনরা সবসময় চেষ্টা করি পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে রেফারেঞ্চসহ পোস্ট দিতে। আমরা এডমিনরা যেহেতু মানুষ তাই, মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে আমাদের পোস্টে কিছু ভুল ভ্রান্তিও হতে পারে। মানবীয় এই সীমাবদ্ধতার কারণে আল্লাহ্ আমাদেরকে ক্ষমা করুন। আপনারা আমাদের পোস্টে কোন ভুল ভ্রান্তি পেলে দলিলসহ ধরিয়ে দিলে আমরা সেটা সংশোধন করে নিতে প্রস্তুত। আল্লাহ্ আমাদের সবার ভালো কাজগুলোকে কবুল করুন, আমীন। আর, আমাদের পেজের পোস্ট গুলো আপনাদের ক্যামন লাগছে?? অথবা আমাদের পেজের দ্বারা আপনারা সামান্যতম কোন উপকার পাচ্ছেন কি?? দয়া করে জানাবেন। জাযাকাল্লাহ।
Views:
495
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
|
সন্তান লালন-পালনে পিতা-মাতার করণীয় প্রতিটি মানুষই বিবাহিত জীবনে প্রবেশের পর সন্তান কামনা করেন। অধিকাংশ দম্পতিই হন সন্তানের গর্বিত পিতা-মাতা। কিন্তু মনে রাখতে হবে শুধু সন্তান জন্ম দিয়ে পিতা-মাতা হওয়াই যথেষ্ট নয়। সবাইকে হতে হবে দায়িত্বশীল পিতা বা মাতা। অন্যথায় দুনিয়াতে যেমন রয়েছে ভোগান্তি, আখিরাতেও রয়েছে তেমনি অশান্তি এবং অপেক্ষমান নিচ্ছিদ্র জবাবদিহিতা। কারণ, সন্তান হলো পিতা-মাতার কাছে প্রদত্ত আল্লা...হর আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, «كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ. الإِمَامُ رَاعٍ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ, وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهْوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ, وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ». ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর সবাই তোমরা জিজ্ঞাসিত হবে নিজ দায়িত্ব সম্পর্কে। ইমাম একজন দায়িত্বশীল; তিনি তাঁর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। পুরুষ দায়িত্বশীল তার পরিবারের
...
Read more »
Views:
363
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
|
আবদুল্লাহ্ ইবনু মাসউদ রাদি’আল্লাহু আনহু বলেন: "তিনজন লোকের ফিরাসাহ্ (অন্তর্দৃষ্টি) সবচেয়ে তীক্ষ্নতম। যে মিশরীয় ইউসুফ আলাইহি সালাম কে খরিদ করেছিল আর তার স্ত্রীকে বলেছিল, "একে সম্মানে রাখ। সম্ভবতঃ সে আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। "[সুরা ইউসুফ: ২১]।
অন্যজন হলেন শোয়াইব তণয়া, যে তার পিতাকে মুসা আলাইহি সালাম সম্পর্কে বলেছিল, "একে বরং তুমি (তোমার) কাজে নিয়োগ করো। [সুরা কাসাস:... ২৮]”। এবং আবু বকর, কেননা তিনি উমারকে তার উত্তরসূরী নিযুক্ত করেছিলেন।”
অন্য বর্ণনায় যুক্ত হয়েছে, ফিরআউনের স্ত্রী’র কথা যিনি মুসা আলাইহি সালাম সম্পর্কে বলেছিলেন:” এ শিশু আমার ও তোমার চক্ষু শীতলকারী [হবে], তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি। [সুরা কাসাস: ৯]”
Views:
291
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
|
অনুপ্রেরণাদায়ী ঘটনাঃ ‘ইস্তিতগফার’ তথা ক্ষমাপ্রার্থনা ইমাম আহমদ তখন বার্ধক্যে উপনীত হয়েছেন, তিনি সফরে ছিলেন। যাত্রাপথে রাত হয়ে এলে তিনি অচেনা শহরটিতে অবস্থানের সিদ্ধান্ত নিলেন। তিনি অচেনা শহরে একজন আগন্তুক হিসেবেই থাকার সিদ্ধান্ত নিলেন,অথচ তিনি যদি নিজের পরিচয় প্রকাশ করে নিজেকে কারও কাছে পরিচিত করতেন তখন যে কেউই সর্বোচ্চ চেষ্টা করত তার আতিথেয়তা করে ধন্য হবার। এখানেও একজন মহৎ ব্যক্তিত্ত্ব হিসেবে ইম...াম আহমদের পরিচয় মেলে। তিনি রাতের সালাত শেষ করে তাই সিদ্ধান্ত নিলেন মসজিদ প্রাঙ্গনেই রাতটা কাটিয়ে দিবেন। স্বাভাবিকভাবেই মসজিদের খাদেম তাকে চিনতে পারল না এবং তিনি মসজিদে রাত্রিযাপনের অনুমতিও পেলেন না। তিনি তখন যথেষ্ট বয়স্ক একজন মানুষ, মসজিদের খাদেম তাকে এক প্রকার টেনে হিঁচড়ে বাইরে বের করে দিল। একজন রুটি বিক্রেতা দৃশ্যটি দেখলেন। এভাবে একজন বয়স্ক মানুষকে অপমানিত হতে দেখে রুটি বিক্রেতার মনে দয়া হল। রুটি বিক্রেতা লোকটি ইমাম আহমদের মেহমানদারি করার সিদ্ধান্ত নিলেন। ইমাম আহমদ লোকটির সাথে অবস্থানকালে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। তিনি দেখলেন ঐ রুটি বিক্রেতাটি প্রতি মুহুর্তে আল
...
Read more »
Views:
312
|
Added by:
Jahir
|
Date:
2013-01-03
|
| |
|