Tuesday, 2025-07-01, 8:30 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 3 Guests: 3 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 15 » কবর-মাযার-দরগায় দান বা ভোগ দেয়া :
5:21 AM কবর-মাযার-দরগায় দান বা ভোগ দেয়া : |
তরীক বিন শিহাব হতে বর্ণিত যে, রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একটি মাছির কারণে এক ব্যাক্তি জান্নাতে গিয়েছে এবং একটি মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে গিয়েছে। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসুল! এটা কিভাবে? রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ
"দু’ব্যক্তি এক গোত্রের নিকট দিয়ে যাচ্ছিল, আর তাদের একটি মূর্তি ছিল, সে মূর্তিকে ... কিছু না দিয়ে কেউ অতিক্রম করতে পারতনা। অতঃপর তারা (মাজারের খাদেমরা) দু’জনের একজনকে বলল , কিছু দিয়ে যাও।সে বলল, আমার নিকট কিছুই নেই যা আমি পেশ করব। তারা তাকে বললঃ একটি মাছি হলেও দিয়ে যাও। অতঃপর সে একটি মাছি দান করল; আর তারা তার রাস্তা ছেড়ে দিল। অতঃপর সে জাহান্নামে প্রবেম করল। তারা মাযারের খাদেমকে বললঃ কিছু দিয়ে যাও। লোকটি বলল, আমি মহান আল্লাহ ব্যতীত কাউকে কিছু দান করি না। তারা লোকটিকে হত্যা করল। অতঃপর লোকটি জান্নাতে প্রবেশ করল। (মুসনাদে আহমাদ, কিতাবুত তাওহীদ ৫২ পৃঃ)
|
Views: 344 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|