Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 24
আব্দুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: তোমাদের কেউ যখন খায় সে যেন ডান হাতে খায়, যখন পান করে যেন ডান হাতে পান করে। কেননা: শয়তান বাম হাতে খায় ও পান করে।" (সহীহ মুসলিম)
Views:
327
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
এই কালিমার সঠিক অর্থ অনুধাবন করা জরুরী। এর মর্মার্থ না বুঝে শুধু মুখে মন্ত্রের মত উচ্চারণ করায় কোন স্বার্থকতা নেই বরং তার শর্তাবলীকে সামনে রেখে তা মুখ উচ্চারণের সাথে সাথে তা বাস্তবায়ন করা অপরিহার্য। সেই সকল শর্তসমূহ প্রত্যেক মুসলমানের জানা জরুরী। তাই আসুন, আমর াএ বিষয়টি নিম্নের লিংক থেকে জানার চেষ্টা করি
মালিক আল হারিস আল আশয়ারী রা. হতে বর্ণিত। তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: والحمد لله تملأ الميزان "আল হামদুলিল্লাহ (আমলনামা মাপার) দাঁড়িপাল্লাকে ভরে দেয়।" (সহীহ মুসলিম, হাদীস নং ২১৩)
Views:
858
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ والْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ যে ব্যক্তি (রোযা রেখে) মিথ্যা কথা, মিথ্যার কারবার ও মূর্খতা পরিত্যাগ করল না, তার খানা-পিনা পরিহার করারমাঝে আল্লাহর কোন দরকার নেই। [বুখারী, অধ্যায়: ছিয়াম, অনুচ্ছেদ: ছিয়াম রেখে যে ব্যক্তি মিথ্যা এবং তার কারবার পরিত্যাগ করে না। হাদীছট...ির বাক্য ইবনু মাজাহ্ থেকে নেয়া হয়েছে।] সম্মানিত ভাই ও বোনেরা, রামাযান মাসের সিয়াম সাধনার উদ্দেশ্য শুধু সারাদিন খানা-পিতা ইত্যাদি থেকে দূরে থাকা নয়। বরং এর একটি মৌলিক উদ্দেশ্য হল, মানুষকে আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ দেয়া। সেই সাথে তার নৈতিক চরিত্রকে মজবুত করা। যদি আমরা রোযা থাকার পরও মিথ্যা কথা, মিথ্যা স্বাক্ষ্য, অন্যায়-অপকর্ম, দূর্ণীতি, অশ্লীলতা এবং অন্য সব মূর্খতা সূলোভ আচরণ পরিত্যাগ করতে না পারি তবে আল্রাহ তায়ালা আমাদেরকে এই ক্ষুধা তৃষ্হা দ্বারা কষ্ট দিতে চান না। আসুন,আমরা প্রতিজ্ঞা করি, রামাযান হোক আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদ
...
Read more »
Views:
370
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
]مَنْ نَسِيَ صَلَاةً أو نام عنها فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ[ যে ব্যক্তি ছালাত আদায় না করে ঘুমিয়ে থাকে বা ভুলে যায়, তবে স্মরণ হলেই সে তা আদায় করবে। এটাই তার কাফ্ফারা। (মুসলিম, অধ্যায়ঃ মসজিদ ও নামাযের স্থান, অনুচ্ছেদঃ ছুটে যাওয়া নামায কাযা আদায় করা।)
Views:
328
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
আল্লাহ তা‘আলা মানুষকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন একটি গাইড বুক দিয়ে। কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু শয়তানের ধোঁকায় পড়ে মানুষ বারংবার বিপথে পা বাড়াচ্ছে। মায়ের গর্ভ হ’তে দুনিয়ার আলো-বাতাসে এসে দুনিয়ার মোহজালে আটকা পড়ে কবরের চিরন্তন তিনটি প্রশ্নের ব্যাপারে মানুষ একেবারে গাফেল হয়ে পড়েছে। অথচ তাকে কবরের পরীক্ষায় পাশ করেই তবে জান্নাতের সার্টিফিকেট হাছিল করতে হবে। অন্যথায় চিরস্থায়ী জাহান্নামে ন...িক্ষিপ্ত হ’তে হবে। সে তিনটি প্রশ্ন ও উত্তরগুলো শুধু মুখস্ত স্ত করা যথেষ্ট নয়। বরং বাস্তব জীবনে এ তিনটি প্রশ্নের আলোকে প্রস্তুতি গ্রহণ করা জরুরী। অন্যথায় সেগুলো যতই মুখস্ত করা হোক তা কাজে লাগবে না। আল্লাহ তায়ালা যেন আমাদেকে কবরের প্রশ্নগুলোর উত্তর প্রস্তত করে কবরে নেন। তার কাছে এটাই প্রার্থন। আল্লাহ তুমি কবুল কর।আমীন।
Views:
1081
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (1) যাবতীয় প্রশংস...া আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। (2) যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। (3) যিনি বিচার দিনের মালিক। (4) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। (5) আমাদেরকে সরল পথ দেখাও, (6) সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। (7)
Views:
309
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
 {كل المسلم على المسلم حرام ماله وعرضه ودمه) رواه مسلم في صحيحه (كتاب البر والصلة: باب تحريم ظلم المسلم وخذله واحتقا...ره). অর্থ: "প্রত্যেক মুসলিমের উপর অপর মুসলিমের সম্পদ (অন্যায়ভাবে আত্মসাৎ করা), মান-ইজ্জত ও সম্ভ্রম (নষ্ট করা) এবং রক্ত (অর্থাৎ মারামারির মাধ্যমে রক্তপাত এবং অন্যায়ভাবে হত্যা করা) হারাম।” (সহীহ মুসলিম (কিতাবুল বিররি ওয়াসসিলাহ: মুসলমানের প্রতি জুলুম করা, তাকে অপমান করা ও তুচ্ছ মনে করা হারাম- অনুচ্ছেদ)। প্রিয় ভাই ও বোন, আমাদের কারো অজানা নয় যে, বর্তমানে আমাদের সমাজে নুনের চেয়ে খুন সহজ। মারামারি, রক্তপাত, হত্যাকাণ্ড, চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী ঠকিয়ে অর্থ আত্মসাৎ করা ইত্যাদি নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনুরূপভাবে মানুষের মান-মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলা, অপবাদ ও মিথ্যা অ
...
Read more »
Views:
302
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
অনেক মুসল্লীকেই দেখা যায় ইমামের আগেই রুকু সিজদায় যাচ্ছে, এমনকি সালাম ফিরাবার ক্ষেত্রেও। এটি যদিও অনেকের নিকট তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু রাসূল সাল্লাল...্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছেঃ "যে ব্যক্তি ইমামের পূর্বেই মাথা উঠায় তার কি এ ভয় করে না যে, আল্লাহ তাআলা তারা মাথাকে গাধার মাথায় রুপান্তরিত করে দিবেন।” (মুসলিম ১/৩২০-৩২১)
Views:
293
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
একবার কয়েকজন মহিলা এলেন এক সুবিখ্যাত ইমামের কাছে, তারা এলেন একটি গুরুত্বপুর্ণ প্রশ্ন নিয়ে, প্রশ্নটি হলো, একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রী রাখার অনুমোদন আছে, কিন্তু একজন স্ত্রী একসঙ্গে দুজন স্বামী গ্রহন করতে পারে না, এর কারণ কি? গুরুতর প্রশ্ন, ইমাম সাহেব সে মুহুর্তে এর উত্তর দিতে পারলেন না, তিনি ঘরে এলেন, আর তাঁর বিদুষী ও বুদ্ধিমতী কন্যার কাছে প্রশ্নটি উথ্থাপন করলেন, কন্যা বললেন, আপনি যদি আপনার নামের সঙ্গে আমার নামটি যুক্ত করেন, তাহলে আমি এর সন্তোষজনক উত্তর দিতে পারি, পিতা তাঁর প্রস্তাবে রাজি হয়ে গেলেন, বললেন, মহিলাদের তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি মা, তুমি তাদের বিষয়টি বুঝিয়ে দেবে, তাই হলো মহিলারা তাঁর কাছে এলেন, তিনি তাঁদের সবাইকে একটি করে পেয়ালার কিছু দুধ আনতে বললেন, দুধ আনা হলো, এবার অন্য একটি বড় পেয়ালার প্রত্যেকের আনা দুধ ঢালতে বললেন, এরপর সব দুধ মিশে যাবার পর বললেন আপনারা আপনাদের দুধগুলো এবার আলাদা করে দিন, তাঁরা বললেন, তা কি সম্ভব? তিনি বললেন, তা যদি সম্ভব না হয়, তাহলে আপনারা বলুন, কোন মহিলার একাধিক স্বামী থাকলে আর সন্তান ভুমিষ্ট হলে তা কোন স্বামীর সন্তান তা চেনবার উপায় কী
...
Read more »
Views:
292
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
আবূ হোরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি দুনিয়াতে কোন মুমিনের দুঃখ দূর করে দেয়, আল্লাহ্ কেয...়ামতের দিন তার দুঃখ দূর করে দিবেন। যে ব্যক্তি কোন বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ্ দুনিয়াতে ও আখেরাতে তার বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোন মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখবে, আল্লাহ্ দুনিয়া ও আখেরাতে তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। যে বান্দা আপন ভাইকে সাহায্য করবে, আল্লাহ্ সে বান্দাকে সাহায্য করবেন। যে ব্যক্তি জ্ঞান লাভের জন্য কোন রাস্তা গ্রহণ করে, তার অসীলায় আল্লাহ্ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যেসব লোক আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন ঘরে (অর্থাৎ মসজিদে) সমবেত হবে, কুরআন পড়বে, সকলে মিলিত হয়ে তার শিক্ষা নেবে ও দেবে, তাদের
...
Read more »
Views:
610
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
হযরত আয়েশা [রাযি] বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে "দব" (মরুভূমির গিরগিটি জাতীয় একটি প্রাণী) ... রান্না করে পেশ করা হল। তিনি তা খেলেন না, কাউকে খেতে নিষেধও করলেন না। তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি তা মিসকীনদেরকে খাওয়াতে পারি? উত্তরে তিনি বললেন- ﻻ ﻢﻫﻮﻤﻌﻄﺗ ﺎﻤﻣ ﻻ ﻥﻮﻠﻛﺄﺗ তোমরা নিজেরা যা খাও না তা গরীবদেরকে খাওয়াবে না। {মুসনাদে আহমদ, হাদীস-২৪৬১৭}
Views:
308
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
আল্লাহ তোমার ভয়ে নিজেকে পবিত্র রেখেছি , তোমার ভয়ে দীনের হুকুম-আহকাম মানতে নিজেকে সচেষ্ট রেখেছি , তুমি সকল প্রকার বিপদ-আপদ ও ফিতনা থেকে আমাকে হেফাজত কর , আমার জীবন কে সহজ ও সুন্দর করে দিয়ে তোমার সন্তুষ্টিতে পরিপূর্ণ করে দাও । আল্লাহ তখন বান্দার অশ্রুজরিত ওই দুই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। যদি বান্দার দুনিয়াবি চাওয়া আল্লাহ দুনিয়ায় পূরণ না করেন ত...খন বুঝতে হবে তা ওই বান্দার জন্য পরম সৌভাগ্য । আখেরাতে ক্ষমা ও আল্লাহ্র সন্তুষ্টির বিনিময়ে বান্দার দুনিয়াবি কিছু চাহিদা আল্লাহ অপূর্ণ রেখেছেন । এর চাইতে 'মহা-সাফল্য' একজন মুসলিমের জন্য আর কি হতে পারে । তাই আল্লাহ থেকে কি চেয়ে কি পেলাম সেটা মুখ্য বিষয় নয় , আসল ব্যাপার হচ্ছে চাওয়া-পাওয়া নিয়ে আল্লাহ কত্রিক কতোটুকু সন্তুষ্টি নিহিত ছিল । আল্লাহ বলেন , "হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।" -- [সূরা আল বাক্বারাহ - ১৫৩] হুযায়ফা (রা) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে সালাতে মশগুল হয়ে যেতেন।
...
Read more »
Views:
313
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
আল্লাহ সুবাহা'নাহু তা'আলা কোরানুল কারীমে (অধিকাংশ) মানুষের যে কয়েকটি বিষয় নিয়ে সমালোচনা করেছেন তার একটি হলো, সবকিছুতেই তাড়াহুরা করা। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন মনে করি, সমস্ত মানুষের মধ্যে আমার বিপদটাই সবচাইতে বড় এবং এ নিয়ে আল্লাহর কাছে দু'আ না করে, সাহায্য পার্থনা না করে দিনরাত অমুক আর তমুকের কাছে কম্প্লেইন করে বেড়াই, হাহুতাশ করে আমার ভাগ্য সবচাইতে খারাপ - এই কনক্লুশানে চলে আসি। এই কথাগুলো কিন...্তু আমি অন্য কাউকে উদ্দেশ্য করে বা অন্য কারো অবস্থা দেখে বলছিনা, নিজের জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তবে শুধুমাত্র অল্পসংখ্যক আল্লাহর কিছু নেক বান্দা এর ব্যতিক্রম (আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন)। দুনিয়াতে মানুষ কাফির হোক আর মুমিন হোক, সবাইকে কোনো না কোনোভাবে পরীক্ষা করা হবে। অনেক কাফের আছে যারা প্রাচুর্য আর ভোগ-বিলাসের সমুদ্রে ডুবে আছে। তাদের জন্য পরীক্ষা হলো, তাদেরকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা ইউটিলাইজ করে তারা আল্লাহকে চিনতে পারে কিনা, তার দীনের প্রতি ঈমান আনে কিনা? আর এমন অনেক আল্লাহর নেক বান্দা আছেন, যাদেরকে আল্লাহ একের পর এক বিপদ আপদে ফেলে পরীক্ষা করেন। এর দা
...
Read more »
Views:
322
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
কেউ জানে না আগামিকাল কি হবে, কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না? আমরা আর কতকাল এইভাবে জীবনযাপন করব। আজ অনেকেই সালাত আদায় করার ব্যাপারে চিন্তা করে না, সব কাজ করতে পারে কিন্তু এক ওয়াক্ত সা...লাত আদায় করার ইচ্ছে হয় না। পরকালে কি জবাব দিতে হবে না, অনেকের ধারনা যে বয়স বেশি হলে সালাত আদায় করে ক্ষমা চেয়ে নিব। এটা আসলেই ভুল কথা আপনি যে কালকে বাঁচবেন এর নিশ্চয়তা বা কি? মুসলিম এবং কাফেরের মধ্যে তফাৎ হল সালাত। তাই সালাত পরলে আপনি মুসলিম না পরলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কে না জান্নাত পেতে চায়, তাই সেই জান্নাত পেতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ আমারা সালাতের ব্যাপারে মনযোগী হব। এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করব। এমন যেন না হয় ৪ ওয়াক্ত পরি কিন্তু ফজর পরি না। ৫ ওয়াক্ত পরতে হবে কারন আমাদের জন্য ৫ ফরজ করা হয়েছে, ৪ নয়। ইনশাল্লাহ আমরা এখন থেকে সব সময় সালাত আদায় করব। সালাত পরিত্যাগের কারনে আগুনে দগ্ধ করা হবে। কারন কুরআনে বলা আছে, তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবেঃ আমরা নামায পড়তাম না। [আল-মুদ্দাসিরঃ ৪১-৪৩] হাদিসে এসেছে, "ব্যক্তি এবং শিরক ও কুফরের মা
...
Read more »
Views:
305
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
আজকাল কিছু অপদার্থ শ্রেণীর পুরুষদের আবির্ভাব হয়েছে, যারা স্ত্রীদের আত্মীয় সজনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখে, কিন্তু নিজের চাচা, ফুফু বা রক্ত সম্পর্কের আত্মীয়দের কোনো খোজ খবরই রাখেনা। স্ত্রীর আত্মীয় সজনদের সাথে ভালো ব্যবহার করা ইসলামের বিধান, কিন্তু নিজের রক্ত সম্পর্কের ঘনিষ্ঠ আত্মীয় সজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা ফরজ। রাসুলুল্লাহ (সা:) বলেছেন, "আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেনা।" আহমাদ, ইবনে হিব্বান।
Views:
327
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
আসুন আমরা যথাযথভাবে যাকাত আদায় করি। যাকাত দিলে সম্পদ কমেনা, বরং বৃদ্ধি পায়। যদি আমাদের হাতে নগদ অর্থের পরিমাণ কম থাকে, তবুও আমাদের উপর ফরয হিসেবে যা যাকাত আসে, আল্লাহর উপর ভরসা করে তা আদায় করলে, ইন শা আল্লাহ, তিনি আমাদের সম্পদ আরো বাড়িয়ে দেবেন। হাদীসে কুদসীতে আল্লাহ বলেন, "হে আদম সন্তান, তুমি আমার রাস্তায় ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করবো।” পক্ষান্তরে,... যাকাত না দেওয়া আল্লাহ মুশরিকদের গুণ হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ তা’আলা বলেন - "আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। (মুশরিক হলো তারাই) যারা যাকাত দেয়না ও পরকালকে অস্বীকার করে।” সুরা হা-মীম-সাজদাহ, আয়াত ৬-৭। ইসলামের প্রথম খলীফা ও সমস্ত নবী ও রাসুলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আবু বকর সিদ্দীক (রাঃ) বলেন, "আল্লাহর কসম! যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি অবশ্যই তার সাথে যুদ্ধ করবো। কারণ, যাকাত হচ্ছে সম্পদের হক্ক। আল্লাহর কসম, তারা যদি আমাকে একটা উটের রশি দিতেও অস্বীকার করে যা তারা রাসুলুল্লাহ (সাঃ) এর যামানা পর্যন্ত দিয়ে এসেছে, তাহলে আমি তাদের এ অস্বীকৃতির জন্য তাদের সাথে যুদ্ধ করবো।” সহীহ বুখারী
...
Read more »
Views:
255
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
রাসুলুল্লাহ (সাঃ) এর আল-"আদবা” নামে একটা উটনী (মাদী উট) ছিলো, যাকে অন্য কোন উট কখনো কোনো দৌড় প্রতিযোগিতায় পরাজিত করতে পারেনি। একদিন এক বেদুইন একটা উটের পিঠে চড়ে আসলো যা দৌড় প্রতিযোগ...িতায় আদবাকে হারিয়ে দিলো। এই ঘটনায় সাহাবারা খুব কষ্ট পেলো। রাসুল (সাঃ) যখন বুঝতে পারলেন, তাঁর উট হেরে যাওয়ায় সাহাবারা কষ্ট পেয়েছেন, তখন তিনি বললেন, "এটাই হলো আল্লাহর রীতি, দুনিয়াতে যা সর্বোচ্চ চূড়ায় উঠে, একসময় আল্লাহ তার পতন ঘটান।” সহীহ আল-বুখারী। এই হাদীস থেকে দুটি শিক্ষাঃ ১। আল্লাহর রাসুল (সাঃ) কে ভালোবাসা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি (সাঃ) বলেছেন, "তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান, পিতা-মাতা বা দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমাকে বেশী ভালোবাসবে।” রাসুল (সাঃ) কে ভালোবাসার একটা উপায় হলো, তাঁর সীরাহ বা জীবনীর উপরে লেখা বই পড়া বা লেকচার শোনা, তাঁকে নিয়ে আলোচনা করা, তাঁর সুন্নাত কি তা জানতে চেষ্টা করা ও যতটুকু সম্ভব তার উপর আমল করা। আজকে আমাদের তরুণ-তরুণীরা কেনো মেসি, রোনাল্ডো বা হলিউড বা বলিউডের নায়ক নায়িকাদের এতো ভালোবাসে? এর কারণ একটাই
...
Read more »
Views:
379
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
উইন্ডোজ সেটাপের পর যেসব সফটওয়্যার অতি প্রয়োজনীয়<<< কালেকশনে রাখার জন্য পোস্টটির পিডিএফ ফরম্যাট ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে- লিঙ্কঃ http://www.mediafire.com/view/?4uye47o6db87n3l বিভিন্ন কারণে আমাদেরকে মাঝে মধ্যে উইন্ডোজ সেটআপ দিতে হয়। এছাড়া নতুন পিসি কিনলেও কিছু অতি প্রয়োজনীয় সফটওয়্যার লাগে যেগুলো না হলে পিসি পরিপূর্ণ হয় না। নিচে এসব সফটওয়্যারে নাম এবং সেই সাথে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম। সেসব সফটওয়্যার ফ্রি সেগুলোর ল্যাটেস্ট অফিসিয়াল ডাউনলোড লিঙ্ক দিয়েছি। আর যেগুলো ফ্রি নয় সেগুলোর সিরিয়াল কী/ক্র্যাক সহ ঝামেলাহীন ডাউনলোড লিঙ্ক দিয়েছি- ১. মাদারবোর্ড ড্রাইভার: মাদারবোর্ড ড্রাইভার ইন্সটল দেয়া খুবই গুরুত্বপূর্ণ যা আমি আগেও বলেছি। তাই পিসি কেনার সময় মাদারবোর্ডের যে সিডি পেয়েছেন তা দিয়ে মাদারবোর্ডের ড্রাইভার ইন্সটল দিন। সিডি না থাকলে মাদারবোর্ড কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ম্যানুয়ালি ডাউনলোড করে নিন। ল্যাপটপ ব্যবহারকারীগণ ল্যাপটপ কোম্পানির ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করতে পারবেন। মাদারবোর্ড ড্রাইভার হিসেবে প্রধানত Chipset, Sound এবং Video ড্রাইভা
...
Read more »
Views:
556
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
(হে মুহাম্মাদ!) ‘আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন। যখন সে তার পরিবারের লোকজন হ’তে পৃথক হয়ে পূর্বদিকে একস্থানে আশ্রয় নিল’ (মারিয়াম ১৬) । ‘অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর... আমরা তার নিকটে আমাদের ‘রূহ’ (অর্থাৎ জিব্রীলকে) প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল’ (১৭) । ‘মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহভীরু হও’ (১৮) । ‘সে বলল, আমিতো কেবল তোমার প্রভুর প্রেরিত। এজন্য যে, আমি তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করে যাব’ (১৯) । ‘মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই’ (২০) । ‘সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমরা তাকে (ঈসাকে) মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হ’তে বিশেষ অনুগ্রহরূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা (পূর্বথেকেই) নির্ধারিত বিষয়’ (মারিয়াম ১৯/১৬-২১) । অতঃপর জিব্রীল মারিয়ামের মুখে অথবা তাঁর পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তাঁর গর্ভ সঞ্চার হ’ল
...
Read more »
Views:
235
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হ’ল। তারা বলল, হে মারিয়াম! তুমি একটা আশ্চর্য বস্ত্ত নিয়ে এসেছ’। ‘হে হারূণের বোন ! তোমার পিতা কোন অসৎ ব্যক্তি ছিলেন না কিংবা তো...মার মাতাও কোন ব্যভিচারিণী মহিলা ছিলেন না’ (মারিয়াম ১৯/২৭-২৮) । ‘অতঃপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলব’? (মারিয়াম ২৯) । ঈসা তখন বলে উঠল, ‘আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব (ইনজীল) প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন’ (৩০) ।‘আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি, ততদিন ছালাত ও যাকাত আদায় করতে’ (৩১) । ‘এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি’ (৩২) । ‘আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব’ (মারিয়াম ১৯/২৯-৩৩) । ঈসার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ‘ইনিই হ’লেন মারিয়াম পুত্র ঈসা। আর ওটাই হ’ল সত্যকথা, যে বিষয়ে লোকেরা (অহেতুক) বিতর্ক করে থাকে’ (মারিয়াম ৩৪
...
Read more »
Views:
321
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা , আপনি যদি কাউকে বড়দিনের শুভেচ্ছা (মেরী ক্রি....স) জানান তাহলে আপনি এই সাক্ষ্য দিচ্ছেন যে ২৫ শে ডিসেম্বর আল্লাহ সুবহানা ওয়া তা'আলার পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছিল। [নাউযুবিল্লাহ]।
মুসলিম হিসেবে আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে সদ্ভাব বজায় রাখব। কিন্তু কোনক্রমেই শিরকে তাদের অংশীদার হব না। আল্লাহর প্রতি সর্বনিকৃষ্ট গালি দেয়া হল তাঁর প্রতি সন্তান আরোপ করা। আর এই জঘণ্য মিথ্যা আরোপ করে যারা উৎসব পালন করে তাদেরকে এই দিনে শুভেচ্ছা জানানো কত বড় গুনাহ আপনারা হয়তো সহজেই অনুমান করতে পারছেন।
আসুন, আমরা নিজেরা এই গর্হিত কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকি এবং অন্য মুসলিম ভাই বোনদেরও সাবধান করি।
Views:
352
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
যে ব্যক্তি জেনে-বুঝে বাতিলের পক্ষ নিয়ে বিতর্ক করবে, সে আল্লাহ'র অসন্তুষ্টিতে থাকবে যে যাবত সে ঐ কর্ম থেকে ফিরে না আসবে, আর ব্যক্তি কোন মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কটূক্তি করবে যা তার মাঝে প্রকৃত পক্ষে নেই, আল্লাহ তাকে "রাদগাতুল খাবাল" তথা জাহান্নামীদের গলিত রক্ত-পূজের স্তুপে বসবাস করাবেন।''
[ আবূ দাউদ, বিচার অধ্যায়, ৩১২৩ নং হাদীস ]
Views:
326
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
|
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আভির্ভাব হবে। সে চল্লিশ -আমি জানি না চল্লিশ দিবস, না মাস, না বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামীন ঈ...সা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কে পাঠাবেন। তাকে দেখতে উরওয়া ইবনে মাসউদের মত মনে হবে। তিনি দাজ্জাল-কে খোজ করবেন ও হত্যা করবেন। এরপর মানুষ সাত বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোন শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামীন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন। যাদের অন্তরে অনু পরিমাণ ঈমান রয়েছে তারা সকলে এতে মৃত্যু বরণ করবে। ঈমানদার ও ভাল মানুষের কেহ বেঁচে থাকবে না। যদি তোমাদেরকেহ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এ বাতাস পেয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আরো শুনেছি যে, দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মত দ্রুত আর বাঘের মত হিংস্র। তারা ভালকে ভাল হিসাবে জানবে না আর মন্দ-কে মন্দ মনে করবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে তোমরা ভাল কাজে সাড়া কেন দাও না? তারা বলবে তুম
...
Read more »
Views:
423
|
Added by:
Jahir
|
Date:
2012-12-24
|
| |
|