Tuesday, 2025-07-01, 6:13 PM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  December 2012  »
Su Mo Tu We Th Fr Sa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
Entries archive
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Blog

    Main » 2012 » December » 28

    ক্লাস ওয়ানের ভর্তি পরীক্ষাতেও জিপিএ সিস্টেম চালু করা উচিত। গোল্ডেন না পাওয়াতে নিশ্চয়ই ৪-৫ বছর বয়সী কেউ না কেউ আত্মহত্যা করবে ! আত্মহত্যা ছাড়া আজকাল আমাদের রেজাল্ট দিবস গুলো অনেকটা আত্মগ্লানিতে ভোগে। আমাদের উচিত রক্ত শপথ নেয়া, জন্মের পরে বাচ্চা কথা বলা ও বোঝা মাত্র তাকে শেখানো হবে "তুই পৃথিবীতে আসছিস জিপিএ ফাইভ পাইতে। যেই স...েই ফাইভ না, গোল্ডেন ফাইভ। পাইলে আদর, না পাইলে দূরে গিয়া মর" !!!!

    ছোট থাকতে আমি ভাবতাম, সবার আব্বু-আম্মু একই রকম। আমি এতো বড় হয়েছি, বাপের হাতে মাইর তো দুরের কথা, বাপ কোনদিন ধমক ও দেয় নাই। কেজিতে থাকতে পরীক্ষার সময় জানালা দিয়ে বাইরে তাকায় ছিলাম, সব পারতাম, লিখতে ইচ্ছা করতেছিলো না (এখনও তাই করি মাঝে মাঝে), ফলাফল ৩১ তম। আব্বা বলছিলো, "ব্যাড হ্যাবিট ! পরেরবার ভালো করতে হবে"। ফাইভে, এইটে বৃত্তি পাইলাম না, আব্বা বললো "ব্যাড লাক ! পরেরবার ভালো করতে হবে", এসএসসি-এইচএসসিতে গোল্ডেন পাইলাম না, আব্বা বললো " পরেরবার ভালো করতে হবে"। আব্বারও চোখ ভিজেছে। কিন্তু গলার স্বরের কোন পরিবর্তন আমাকে ধরতে দেয় নাই। আমি ভাবতাম, সবার আব্বা-আম্মাই বুঝি এমন। না, এখন বাপ-মারা অনেক স্ম ... Read more »
    Views: 314 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)

    যখন ইসলাম বলে মানুষকে হত্যা করার শাস্তি শিরুছেদ তখন মানুষ বলে এতা কোন মধ্যযুগীয় বর্বরতা আর যখন বিশ্বজিত কিংবা যুদ্ধাপরাধির বিষয় আসে তখন বলে এদেরকে সর্বচ্চ শাস্তি দেয়া হক।

    যখন ইসলাম বলে ধর্ষণের শাস্তি CRUCIFY তখন মানুষ বলে এটা নির্মম। যখন নিজের বোনের Rape হয় তখন বলে ধর্ষকদের শূলে চরান উচিৎ।

    যখন ইসলাম বলে চুরির শাস্তি হাত কাটা, তখন মানুষ বলে এটা অযথা রক্তপাত। আর যখন সুরনঞ্জিত বাবু, মন্ত্রিপুত্ররা ...কোটি কোটি টাকা চুরি করে তখন আবার লোকে বলে এদেরকে গুলি করে মারা উচিৎ।

    যখন ইসলাম বলে যেনা এর শাস্তি ১০০ দোররা বা Stoning তখন লোকে বলে এটা backdated এবং নির্মম। যখন আবার কেউ যেনা করতে গিয়ে ধরা খায় তখন লোকেরা দেয় গণপিটুনি, অনেকের পরিনতি মৃত্যু,আত্মহত্যা।

    এরপরও তারা বলে ইসলাম এর আইন কড়া। ইসলামের আইন মানি না।
    Views: 345 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)

    আবু হোরাইরা [রা] থেকে বর্ণিন । রাসুলুল্লাহ [সা:] বলেন :
    "যে ব্যাক্তি কোন মুমিনের দুনিয়াবি কোন কষ্ট-বালাই দূর করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার কষ্ট দূর করবেন । যে ব্যক্তি কোন অভবীকে স্বচ্ছল করবে, আল্লাহ তাকে ইহকালে ও পরকালে স্বচ্ছল করবে...ন । যে ব্যক্তি কোন মুসলমনের দোষ-ত্রুটি গোপন রাখবে, দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার দোষ-ত্রুটি গোপন রাখবেন ।
    আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে । যে ব্যক্তি দ্বীনি বিদ্যার্জনের জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন । আল্লাহর ঘর (মসজিদ) –সমূহের মধ্যে কোন একটি ঘরে কোন সম্প্রদায় সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করতে থাকে এবং পরস্পর এর অনুশীলন-চর্চা করতে থাকে, তখন তাদের উপর শান্তি নাযেল হয়, দয়া ও করুনা তাদেরকে আবৃত করে নেয়, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে নেন এবং এদের উল্লেখ তাদের সামনে করেন যারা তাঁর কাছে আছেন । যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশসূত্র তাকে অগ্রগামী করতে পারে না ।"
    [মুসলিম – ২৬৯৯]

    Views: 316 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)

    আমরা দুনিয়ার প্রয়োজনে অর্ধ লক্ষ+ টাকা দামের আই ফোন কিনি যার ভ্যালু আমাদের কাছে মাত্র ২-৩ বছর থাকে কিন্তু মাত্র ২+ হাজার টাকা দিয়ে একটা কুরানের তাফসীর ফুল খন্ড কিনতে গেলে বা কাওকে কিনে দিতে গেলে চিন্তা করি , আহ ! এতোগুলো টাকা ! অথচ যার ভ্যালু কিয়ামত পর্যন্ত থাকবে ।

    ঠিক তেমনি ফাস্টফুড শপে ৪-৫জন খেয়ে কিছুক্ষনের মধ্যেই ১০০০-১২০০ টাকা বিল করে ফেলতে পারি , কিন্তু আমারই পাশের আরেক মুসলিম ভাই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে । যে কিনা সামান্য টাকার জন্য পড়ালেখা করতে পারতেছেনা বলে আজকের পথশিশু , তাকে এক বেলা পেট ভরিয়ে খাওয়াতে গেলে চিন্তা করি , উহ ! কয়েক শত টাকা কম টাকা না ।

    প্রতিমাসে জাহেলিয়াতি হলিউড-বলিউড মুভি ডিস্ক কিনে-রাতের ঘুম ১২টা বাজিয়ে হারাম ফোনালাপ করে অনেক টাকায় উড়ানো হয় , ব্র্যান্ডের কাপড় গায়ে না জড়ালে ইজ্জতের প্রশ্ন হয়ে যায় , কিন্তু একবারও ভাবার অবকাশ পায় না আল্লাহ আমাকে যে সম্পদটুকু দিয়েছেন তা শুধু আমার একার নয় । আমার সম্পদের উপর অসহায় মানুষগুলোর একটা হক আছে । একবার চেষ্টা করে একটা দিন একজন পথশিশুর সাথে কাটিয়ে দেখুন , তাহলে বুঝতে প...ারবেন ওরা কতোই না কষ্টে ... Read more »
    Views: 386 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)

    হে নাম না জানা নারী! ধন্য তোমার কুরবানী !! (পর্ব -১)

    এ কাহিনী ফেরাউন কন্যার এক পরিচারিকার। কেশবিন্যাসকারীনীর ইতিহাস আমাদের জন্যে তাঁর নামটা সংরক্ষন করে রাখে নি, তবে তাঁর কর্ম সংরক্ষন করে রেখেছে। তাঁর ত্যাগ সংরক্ষন করে রেখেছে। তাঁর কুরবানী সংরক্ষন করে রেখেছে। সে ত্যাগের কাহিনীই এখন আপনাদের নিবেদন করছি।
    তিনি ছিলেন এক সতী মহিলা। তিনি এবং তাঁর স্বামী ফেরাউনের আশ্রয়ে থাকতেন। তাঁর স্বামী ছিলো ফেরাউনের প্রিয়ভাজন। নিকটজন। ফেরাউনের আশ্রয়ে থাকলেও তাঁরা ঈমান কবুল করে ধন্য হয়েছিলেন গোপনে গোপনে। হঠাৎ কী উপায়ে যেনো ফেরাউন মহিলাটির স্বামীর ঈমান আনার কথাটা জেনে ফেলে। আর যায় কোথায়। সাথে সাথে ডেকে এনে তাঁকে হত্যার নির্দেশ দিলো ফেরাউন। কিন্তু মহিলার বিষয়টি গোপনই থাকে। ফেরাউনের মহলেতার মেয়েদের কেশবিন্যাস করে করে তারঁ সময় চলছিলো। বিনিময়ে যা পেতেন তা দিয়ে পাঁচ সন্তানের ভরণ-পোষন চালাতেন বেশ কষ্টে। বড় ভালবাসতেন তিনি তাঁর সন্তানদেরকে।

    নিত্যদিনের মতো একদিন তিনি ফেরাউন তনয়ার কেশ বিন্যাশ করছিলেন। অসতর্কতার মুহুর্তে হঠাৎ তাঁর হাত থেকে চিরুনিটা পড়ে গেলো। তখন হৃদয়ের গভীরে প্রোথিত তাঁর ঈমান ক ... Read more »
    Views: 1656 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (1)

                 --আমাদের নবী মুহম্মদ (সা) যখন ১৪০০ বছর আগে মুশরিক আরবদেরকে কু’রআন তিলাওয়াত করে শোনাতেন, তখন তা শুনে আরবদের দুই ধরণের প্রতিক্রিয়া হতঃ
    কি অসাধারণ কথা! এভাবে তো আমরা কখনও আরবি ব্যবহার করার কথা ভেবে দেখিনি! এত অসাধারণ বাক্য গঠন, শব্দ নির্বাচন তো আমাদের সবচেয়ে বিখ্যাত কবি সাহিত্যিকেরাও করতে পারে না! এমন কঠিন বাণী, এমন হৃদয় স্পর্শী করে কেউতো কোন দিন বলতে পারেনি! এই জিনিস তো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়! এটা নিশ্চয়ই আল্লাহর বাণী! আমি সাক্ষি দিচ্ছি , লা ইলাহা
    ইল্লালাহ…
    অথবা, --সর্বনাশ, এটা নিশ্চয়ই যাদু! এই জিনিস মানুষের পক্ষে বানানো সম্ভব না। এটা তো মনে হচ্ছে সত্যি সত্যি কোন দৈব বাণী। কিন্তু এই জিনিস আমি মেনে নিলে তো আমি আর মদ ... Read more »
    Views: 424 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)

    আবূ হুরায়রা(রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল(সাঃ) বলেছেন, যে লোক একশ বার এ দু’আটি পড়বেঃ "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর” অর্থঃ আল্লাহ ব্যাতীত প্রকৃত কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই; রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁরই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান- তাহলে দশটি গোলাম আযাদ করার সমান সওয়াব তার হবে। তার জন্য একশটি সওয়াব লেখা হবে এবং একশটি গুনাহ মিটিয়ে ফেলা হবে। ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের নিকট হতে মাহফুজ থাকবে। কোন লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ঐ ব্যাক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ঐ দু’আটির আমল বেশি পরিমাণ করবে। [সহীহ বুখারী, পর্ব ৫৯ : সৃষ্টির সূচনা, অধ্যায় ১১, হাঃ ৩২৯৩ ; সহীহ মুসলিম, পর্ব ৪৮ :আল্লাহ তা’আলার যিকিরের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১০, হাঃ ২৬৯১]
    Views: 5765 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (1)

    সূরা আছর (সময়) সূরা-১০৩, মাক্কী :

    পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

    অনুবাদ : (১) কালের শপথ! (২) নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। (৩) তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম সম্পাদন করেছে এবং পরস্পরকে ‘হক’-এর উপদেশ দিয়েছে ও পরস্পরকে ধৈর্য্যের উপদেশ দিয়েছে।
    ...
    بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
    وَالْعَصْرِ (1) إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ (2)إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ (3)

    উচ্চারণ : (১) ওয়াল ‘আছর (২) ইন্নাল ইনসা-না লাফীখুস্র (৩) ইল্লাল্লাযীনা আ-মানু ওয়া ‘আমিলুছ ছা-লেহা-তে, ওয়া তাওয়া-ছাও বিল হাকক্বে ওয়া তাওয়া-ছাও বিছ্ ছাব্র ।
    Views: 1342 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)

    Views: 693 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)

    আসসালামু আলাইকুম,
    একজন ভাইও কি আছেন এই ওয়াদা করার মত যে, আজ থেকে টাখনুর নিচে আর কখনোই প্যান্ট বা ট্রাউজার পরবেন না?

    আজকাল অধিকাংশ পুরুষকে দেখা যায় যে, তারা ত...াদের প্যান্ট পায়ের পাতা পর্যন্ত ঝুলিয়ে রাখে। এর মধ্যে যারা নামাজি তারা নামাজের সময় তাদের প্যান্ট টাকনু পর্যন্ত গুটিয়ে নেয়। আসলে টাখনুর উপরে প্যান্ট/ট্রাউজার পরা পুরুষদের সব সময়ের জন্য আবশ্যক, শুধু নামাজের সময় নয়।

    আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম) বলেছেনঃ ইযারের যে পরিমান টাকনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে। (বুখারী শরীফ, পোশাক অধ্যায়, হাদিস নং- ৫৩৭১)

    আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে একদা নবী (সাঃ) বললেন, তিন প্রকার মানুষ আছে, যাদের সঙ্গে আল্লাহ তা’আলা ক্বিয়ামতের দিন কোন কথা বলবেন না, তাদের প্রতি ... Read more »
    Views: 473 | Added by: Jahir | Date: 2012-12-28 | Comments (0)