Tuesday, 2025-07-01, 11:43 PM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  December 2012  »
Su Mo Tu We Th Fr Sa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
Entries archive
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Blog

    Main » 2012 » December » 26
    একজনের মৃত্যু হয়েছে । অনেকেই তার জানাযা পড়তে গেছেন । তখন দুপুর । প্রচন্ড রোদ্দুর । গরমও পড়েছে বেশ । কোথাও ছায়া নেই । সেই যুগের একজন প্রসিদ্ধ ধর্মগুরুও গেছেন জানাযা পড়তে । সকলেই তাঁকে বললেন এই দালানের ছায়ায় দাঁড়ান । এখানে ছায়া আছে ।কিন্তু বাড়িটি ছিল অন্য একজনের, যিনি এই ধর্মগুরুর কাছ থেকে কিছু ঋন নিয়ে ছিলেন । সকলের অনুরোধ সত্যেও ঐ ধর্মগুরু সেই বাড়ির দালানের ছায়ায় গেলেন না... । বরং রোদেই দাঁড়িয়ে রইলেন । যতক্ষন না জানাযা শেষ হল । সকলে এর কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, রাসুল (সা) বলেছেন কাউকে কিছু ধার দিয়ে তার কাছে উপকার না নিতে । তাই আমি এই দালানের ছায়ায় দাঁড়ায়নি । কেননা ঐ বাড়ির মালিক আমার কাছে ঋণী । ঐ দালানের ছায়ায় আরাম করলেও সুদ খাওয়া হবে’ ।

    কত ছোট ছোট ব্যাপারেও তিনি ছিলেন কত সতর্ক । একনিষ্ট ব্যক্তিটি ছিলেন নোমান ইবনে সাবেত আবু হানীফা (রহ) । ইসলামের এক মহিমান্বিত ইমাম।
    আর আমরা সুযোগ পেলেই ঋণগ্রস্তদের আপমান ও হেনস্থা করতে ছাড়িনা । আজকাল তো অনেকে সুদকে হারামই মনে করে না । আল্লাহ আমাদের সুদ থেকে বাঁচার তৌফিক দিন । আমীন !
    Views: 251 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    ►পৃথিবীর কোন শহর দুটি মহাদেশে পড়েছে? ইস্তাম্বুল(এশিয়া ও ইউরোপ)
    ►মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ৮৮৫০ মি./২৯,০৩৫ ফুট।
    ►এশিয়ার একমাত্র বৌদ্ধ রাস্ট্র কোনটি? শ্রীলংকা।
    ►এশিয়ার একমাত্র খ্রিস্টান রাস্ট্র কোনটি? ফিলিপাইন।
    ►কোন দেশে আত্মহত্যার পরিমাণ বেশি? শ্রীলংকা।
    ... ►পৃথিবীর সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? মান্দারিন।
    ►এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসিকিয়াং।
    ►প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ গভীরতা কত? ১১,০৩৩ মিটার।
    ►ফিলিস্তিনকে স্বীকৃতিদানকারি প্রথম দেশ কোনটি? আলজেরিয়া।
    ►ইসরাইল রাস্ট্রের জন্ম কবে? ১৯৪৮ সালে।
    ►ইসরাইলকে স্বীকৃতিদানকারি প্রথম দেশ কোনটি? মিশর।
    ►চীনের মোট প্রদেশ কয়টি? ২৯টি।
    ►চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত? ২৪০০ কি.মি./১৫০০ মাইল।
    ►নাসাকা কোন দেশের সীমান্ত বাহিনী? মায়ানমারের।
    ►সোয়াত উপত্যকা কোথায় অবস্থিত? পাকিস্তানে।
    Views: 364 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)


    ১) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ, এমনকি হজ্ব মউসুমে ব্যবহার ক'য়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না ।

    ২) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমানে আছে ।
    ...
    ৩) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমান অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এই পানি শুধু পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে ।

    ৪) এই পানিতে ফ্লুরাইডের পরিমান বেশী থাকার কারনে এতে কোন জীবানু জন্মায় না ।

    ৫) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায়।

    ►►রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জমজমের পানি যে যেই নিয়তে পান করবে, তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান কর, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান কর, তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্যে তা পান কর, তাহলে আ ... Read more »
    Views: 292 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)


    সাধারণ জ্ঞানের বইয়ে নিষিদ্ধ দেশ তিব্বত আর নিষিদ্ধ নগরী তিব্বতের রাজধানী লাসার কথা পড়েনি এমন কেউ নেই। কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়? কী এমন গাঢ় রহস্যের কুয়াশায় ঢাকা তিব্বতের অবয়ব?

    হিমালয়ের উত্তরে ছোট একটি দেশ হলো তিব্বত। ১৯১২ খ্রিস্টাব্দে ত্রয়োদশ দালাইলামা কর্তৃক প্রবর্তিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল এটি। মধ্য এশিয়ায় অবস্থিত এ অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল।
    ...
    তবে এখানকার অনেক তিব্বতীয় এই অঞ্চলকে গণচীনের অংশ মানতে রাজি নয়। ১৯৫৯ সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতিদের স্বাধিকার আন্দোলনে ব্যর্থ হয়। তখন দালাইলামার নেতৃত্বে অসংখ্য তিব্বতি ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন। সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয়।তিব্বতের রাজধানীর নাম লাসা। এখানকার অধিকা ... Read more »
    Views: 1353 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)


    বিশ্বে এখনো বহু এলাকা রয়েছে যেগুলো অদ্ভুত রহস্যময়তার বেড়াজালে বন্দী। এরকমই একটি রহস্যময় এলাকা মেক্সিকোর জোন অব সাইলেন্স বা নীরব ভূমি। এই নীরব মরুতে সব সময়ই অদ্ভুত অদ্ভুত রহস্যময় ঘটনা ঘটে।

    রহস্যময় "সাইলেন্স জোন"-এর কিছু বৈশিষ্ট্য :
    ...
    ► এর চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, রহস্যময় ভুতুড়ে পরিবেশ সেই সঙ্গে রাতের গুমোট আঁধারে উল্কা বৃষ্টি নামে।
    ► কেউ যদি সেখানে টেপরেকর্ডার বাজাতে থাকে তাহলে হঠাৎই সেটা থেমে যায়।
    ► এ এলাকায় হঠাৎ করেই চলন্ত গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়।
    ► মজার ব্যাপার হলো, জোন অব সাইলেন্স এবং কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গাল একই অক্ষাংশে !!
    ► এই মরুভূমির পোকার মাকড়গুলোও স্বাভাবিক পোকামাকড়ের চেয়ে দুই-তিনগুণ বড়।
    ► এখানে প্রায় নিয়মিতই রাতের বেলায় উল্কাপিণ্ড ছিটকে পড়ে।
    ► জোন অব সাইলেন্স এর পাথরগুলোও এমন ভুতুড়ে যে কম্পাস পর্যন্ত নষ্ট হয়ে যায়।
    ► এ এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলটরা অভিযোগ করেছেন, তাদের সবকিছু ক ... Read more »
    Views: 353 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿النور: ٣١﴾ ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশ ... Read more »
    Views: 287 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    লেখা ও সাক্ষী রাখার সূচনা✍✍

    124- عَنْ أَبِي هُرَيْرَةَ ( قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : « لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ، فَحَمِدَ اللَّهَ بِإِذْنِ الله، فَقَالَ لَهُ رَبُّهُ: يَرْحَمُكَ ربك يَا آدَمُ، اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فسلم عليهم, فقال: السَّلَامُ عَلَيْكُمْ، فقَالُوا: و...َعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ، ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ: هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ، وقَالَ اللَّهُ -جلا وعلا- وَيَدَاهُ مَقْبُوضَتَانِ: اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ: اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ: أَيْ رَبِّ: مَا هَؤُلَاءِ؟ فَقَالَ: هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ -أَوْ مِنْ أَضْوَئِهِمْ لَمْ يُكْتَبْ لَهُ إلَّا أَربَعُونَ سَنَةٍ- قَالَ: يَا رَبِّ مَنْ هَذ ... Read more »
    Views: 257 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    হিন্দু ধর্মে এক সৃষ্টিকর্তা বিষয়ক শ্লোক:-

    "একমেবা দ্বিতীয়াম"
    "স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই।"
    [ছান্দোগিয়া উপনিষদ, ৬ষ্ঠ অধ্যায়ঃ ২য় পরিচ্ছেদ, ১ অনুচ্ছেদ]
    ...
    "ন তস্য প্রতিমা আস্তি"
    "তার কোন আকার নাই"
    [যযুর্বেদ ৩২ নং অধ্যায়ঃ ৩নং অনুচ্ছেদ]

    "ন-কস্য কাসুজ জানিতা ন কাধিপাহ"
    "তাঁর কোন পিতা-মাতা নাই, কোন প্রভুও নাই।"
    [সেভতাসাভাতারা উপনিষদ, ৬ষ্ঠ অধ্যায়ঃ ৯নং অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ২৬৩]

    "তিনি উজ্জ্বলতায় সমাসীন। তিনি অমূর্ত নিরাকার, শরীর-বিহিন এক পবিত্র সত্তা, যাকে কোন অশুভ ভেদ করে নাই। তিনি সুদূরদর্শী, প্রজ্ঞাময়, সর্বব্যাপী সয়ম্ভু, যিনি যথার্থভাবে অনন্ত সময়ের জন্য লক্ষ্য সুনির্দিষ্ট করেছেন।" [যর্জুবেদ-৪০:৮]

    "আন্ধাতামা প্রাভিশান্তি ইয়ে অসম্ভূতি ... Read more »
    Views: 352 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    আসসালামু আলাইকুম◄

    ►ইন্টারনেট/প্রযুক্তি কারো জন্য আশীর্বাদ আবার কারো জন্য অভিশাপ◄

    একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নেক ও বদ আমল সম্পর্কে প্রশ্ন করা হলে তদুত্তরে তিনি বলেন, নেক আমল হচ্ছে উত্তম চরিত্র আর বদ আমল হচ্ছে যে কাজ তোমার বিবেকের কাছে সদ্বিগ্ন মনে হয়, মন ইতস্ততঃ করে, আর তা লোকের কাছে প্রকাশ হয়ে পড়ুক, এটা তুমি চাও না।’

    [মুসলিম, তিরমিজী]

    বাস্তবতা এই যে, ইন্টারনেট ইসল...ামিক জ্ঞান অর্জনের একটি অন্যতম সহায়ক মাধ্যম কিন্তু অধিকাংশ মানুষই ইন্টারনেট/প্রযুক্তি তাদের যৈবিক চাহিদা পূরণ করতে ব্যবহার করছে। অশ্লীলতার চরম স্তরে নিজেকে নিয়োজিত করছে। এই অশ্লীলতার নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। এতে তার ঈমান ও আমল দুই'ই বিনষ্ট হচ্ছে।

    এই অশ্লীলতা থেকে বাঁচার একান্ত নিজস্ব কিছু উপায় লিখছি, চাইলে আপনারাও কিছু যোগ করতে পারেন-

    ১) আল্লাহ্‌র কাছে সাহায্য চাওয়া,
    ২) নিয়মিত সালাত আদায় করা,
    ৩) আল্লাহ্‌ সবসময় আপনাকে দেখছে এটা মনে রাখা,
    ৪) একাকী ইন্টারনেট ব্রাউজ না করা,
    ৫) অশ্লীল সাইট গুলো সফটওয়ারের মাধ্যমে ব্লক করে দেয়া ... Read more »
    Views: 374 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    আসসালামু আলাইকুম ++
    বিদআত জিনিসটাই একটা বিরাট ধোকাবাজি। আর এটা চিনে নেয়া খুবই কঠিন। কারন-
    ১) এটা যেহেতু সুন্নাতের বিপরীত তাই হাদিসের উপর পড়াশুনা না থাকলে সুন্নাতের বিপরীত আমল স্পষ্টভাবে চিনে নেয়া যায় না।
    ২) নবী (সা) দুনিয়া থেকে চলে যাবার পর মানুষ কি কি বিদআতে লিপ্ত হবে তা তিনি আমাদেরকে বর্ননা করেননি। তিনি আমাদেরকে কুরআন আর সুন্নাতকে আকড়ে ধরে রাখতে বলেছেন আর বিদআত থেকে বারবার সতর্ক করেছেন...।
    সকল বিদআতী আমলের দিকে লক্ষ করলে দেখা যায় এটি অবৈধ বা ইসলামের বাইরের আমল মনে হবে না। অথচ এই আমলের পক্ষে যদি নবী (সা) এর হাদিস বা সাহাবী (রা) দের আমলের প্রমাণ না পাওয়া যায় তবে সেটা করা হারাম আর এটাই বিদআত (নব উদ্ভাবন)।
    তাই সুন্নাত জানলেই আপনি বিদআত চিনে তা বর্জন করতে পারবেন।
    আল্লাহ আমাদেরকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দিন।
    ফরজ নামাযের পর সবাই মিলে সম্মিলিত মুনাজাত করা বিদআত। তবে একাকী তাসবিহ তাহলিল বা বিভিন্ন দুআ পড়া সুন্নাত। আপনি তাদেরকে এই সম্মিলিত মুনাজাতের প ... Read more »
    Views: 303 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    হযরত ঈসা (আঃ) ছিলেন বনু ইস্রাঈল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ‘ইনজীল’(BIBLE) প্রাপ্ত হয়েছিলেন। ক্বিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে হযরত ঈসা (আঃ) আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদী শরী‘আ...ত অনুসরণে ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদীর সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তাঁর সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত যরূরী বিবেচনা করে আল্লাহ পাক শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন।

    উল্লেখ্য যে, মূসা (আঃ)-এর অনুসারী হওয়ার দাবীদার ইহুদীরা তাঁকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাষ্করভাবে তারা তাঁকে জনৈক ইউসুফ মিস্ত্রীর জারজ সন্তান বলে আখ্যায়িত করেছে (নাঊযুবিল্লাহ)। অন্যদিকে ঈসা (আঃ)-এর ভক্ত ও অনুসারী হবার দাবীদার খৃষ্টানরা বাড়াবাড়ি করে তাঁকে ‘আল্লাহর পুত্র’ (তওবাহ ৯/৩০) বানিয়েছে’। বরং ত্রিত্ববাদী (trinity) খৃষ্টানরা তাঁকে সরাসরি ‘আল্লাহ’ সাব্যস্ত করেছে এবং বলেছে যে, তিনি হ’লেন তিন আল্লাহর একজন ( ثَ الِثُ ثَلَثَةٍ =মায়েদাহ ৭৩ )।

    অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আ ... Read more »
    Views: 329 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    তারা কাফের, যারা বলে যে, মরিময়-তনয় মসীহ-ই আল্লাহ; অথচ মসীহ বলেন, হে বণী-ইসরাঈল, তোমরা আল্লাহর এবাদত কর, যিনি আমার পালন কর্তা এবং তোমাদেরও পালনকর্তা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দেন। এবং তার বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের কোন সাহায্যকারী নেই।

    নিশ্চয় তারা কাফের, যারা বলেঃ আল্লাহ তিনের এক; অথচ এক উপাস্য ছাড়া কোন উপাস্য নেই। যদি তারা স্বীয় উক্তি থেকে নিবৃত্ত না হয়, তবে তাদের মধ্যে যারা কুফরে অটল থাকবে, তাদের উপর যন্ত্রনাদায়ক শাস্তি পতিত হবে।" (সুরা মায়িদাহ্: ৭২-৭৩)
    Views: 285 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (1)

    তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক বীভৎস কথার অবতারণা করেছ। এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খন্ড-বিখন্ড হবে ও পর্বতসমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে আপতিত হবে। যেহেতু তারা দয়াময়ের উপর সন্তান আরোপ করে। অথচ সন্তান গ্রহণ করা দয়াম...য়ের জন্য শোভনীয় নয়। আকাশসমূহে এবং পৃথিবীতে এমন কেউ নেই, যে দয়াময়ের নিকট উপস্থিত হবে না বান্দারূপে।" (সূরা মারইয়াম-৮৮-৯৩)

    "আল্লাহর পুত্র" এই কথা শুনে পাহাড়-পর্বতের ফেটে পড়ার উপক্রম হয়, পৃথিবী খন্ড-বিখন্ড হবার উপক্রম হয় আর আমরা বেয়াক্কলের মত হেসে বলি, "বন্ধু, মেরি ক্রিসমাস"

    এটা তাদের কাছে ঈসা (আ) এর জন্মদিন নয় বরং ইশ্বর পুত্র ক্রিস্টের জন্ম দিন, যা নাকি কোন মুসলমান বিশ্বাস বা সমর্থন করলে সংগে সংগে কাফের হয়ে যাবে, কিন্তু নিজের অজান্তেই আমরা এই কাজটা করে ফেলি। আমরা এমনিতেই অনেক অসাপ্রদায়িক, আমাদের দেশে ক্রিস্টান বা বৌদ্ধরা দশমিকের ঘরে মানে শতকরা 0.7% তা সত্বেও তাদের ক্রিসমাসে বা বৌদ্ধ পূর্ণিমাতে সরকারি ছুটি থাকে

    আর অসাপ্রাদায়িকতা বুলি আওড়ানো ইউরোপ আমেরিকার অনেক দেশে শতকরা 5-10% মুসলিম থাকার পরও ২ ঈদের দিনে সরকারী ছুটি থাকে না ও ... Read more »
    Views: 313 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    নিশ্চিত জাহান্নামী তিন শ্রেণীর লোকঃ

    আবূ হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত। আল্লাহর রাসূল(সাঃ) বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
    এক ব্যক্তি- যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি আছে, অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে,
    অন্য একজন সে ব্যক্তি, যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়’আত হয়। যদি ই...মাম তাকে কিছু দুনিয়াবী সুযোগ দেন, তাহলে সে খুশি হয়, আর যদি কিছু না দেন তবে সে অসন্তুষ্ট হয়।
    অন্য একজন সে ব্যক্তি,যে আসরের সালাত আদায়ের পর তার জিনিজপত্র(বিক্রির উদ্দেশ্যে) তুলে ধরে আর বলে যে, আল্লাহর কসম, যিনি ছাড়া অন্য কোন মা’বুদ নেই, আমার এই দ্রব্যের মূল্য এত এত দিতে আগ্রহ করা হয়েছে। (কিন্তু আমি বিক্রি করিনি) এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে(তা ক্রয় করে নেয়)। এরপর নাবী(সাঃ)এই আয়াতটি তিলাওয়াত করেনঃ "যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে” –(সূরা আলে ইমরান ৭৭) [সহীহ বুখারী, পর্ব ৪২ : পানি সিঞ্চন, অধ্যায় ৫, হাঃ ২৩৫৮ ; সহীহ মুসলিম, পর্ব ১: ... Read more »
    Views: 373 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    কেন "অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক"? আসুন জেনে নেই, শিরকের ৯ টি বিশেষ বিশেষ প্রকাশ

    ১। আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করা

    এ বিষয়টি সাধারণত: মীলাদুন্নবী ও এ জাতীয় অনুষ্ঠানাদিতে নৃত্য-গীত ও কবিতা- কাওয়ালির মাধ্যমে প্রকাশ পায়। ...See More
    ►►► কেন "অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক"? আসুন জেনে নেই, শিরকের ৯ টি বিশেষ বিশেষ প্রকাশ

    ১। আল্লাহ ব্যতীত অন্যের কাছে প্রার্থনা করা

    এ বিষয়টি সাধ...ারণত: মীলাদুন্নবী ও এ জাতীয় অনুষ্ঠানাদিতে নৃত্য-গীত ও কবিতা- কাওয়ালির মাধ্যমে প্রকাশ পায়। (লেখক বলেন) আমি একবার কাউকে বলতে শুনেছিলাম, হে রাসূলদের ইমাম! হে আমার নেতা! আপনি আল্লাহ তাআলার দরজা এবং দুনিয়া ও আখিরাতে আমার ভরসাস্থল। হে আল্লাহর রাসূল! আমাকে নিজ হাতে ধরে নিন। আমার বিপদ দুর করে সু-দিন আনতে আপনি ছাড়া আর কেউ পারবে না। আবার কেউ কেউ বলে, হে সমস্ত হযরতদের মাথার মুকুট, ইত্যাদি। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা নিজে শুনতেন, তাহলে অবশ্যই নিজেকে তা থেকে মুক্ত বলে ঘোষণা করতেন। কারণ, দুর্দিনকে সু ... Read more »
    Views: 447 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

      হযরত আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন বলতেন
    -سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ
    (সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক )
    অর্থঃ হে আল্লাহ! তুমি পবিত্র সকল প্রশংসা তোমারই। তোমার নাম বরকতময়। তোমার মহিমা অতীব উচ্চ। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই।

    ... {আবূ দাউদ শরীফ হাদীস নং(৭৭৫) ও (৭৭৬) ইবনে মাজাহ্‌ শরীফ হাদীস নং (৮০৪) ও (৮০৬) মুসনাদে আহমাদ ৬/২৩০, সুনানে দারাকুতনী ১/২৯৮ (১১২৮) }

    Views: 482 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

     
    "হজরত রাবেয়া বছরী (রহঃ) একজন বিখ্যাত অলী ছিলেন। তিনি সারা রাত্রি নামাজে কাটাইতেন। ছোবহে ছাদেকের সময় সামান্য একটু ঘুমাইতেন। ফর্শা ...হইয়া গেলে তাড়াতাড়ি উঠিয়া নিজেকে তিরস্কার করিয়া বলিতেন আর কতকাল শয়ন করিবে? শীঘ্রই করবে সিঙ্গার ফুঁক পর্যন্ত শয়ন করিবার সময় আসিতেছে।” (ফাজায়েলে জিকির ৩৬৪)

    এ জাতীয় আরো অনেক ঘটনা তাবলীগী নিসাবে বর্ণিত আছে যা পাঠক মাত্রই ওয়াকিফহাল, যেমন- "এক সৈয়দ সাহেব সম্বন্ধে বর্ণিত আছে বারদিন পর্যন্ত একই অজুতে সমস্ত নামাজ আদায় করিয়াছেন এবং ক্রমাগত পনের বৎসর যাবত শুইবার সুযোগ হয় নাই।” (ফাজায়েলে নামায ১২৩ পৃঃ)

    এসব ঘটনা পড়লে মনে হয় নাবী ((সাঃ))-এর ‘ইবাদাতও তাদের নিকট হার মেনেছে। তারা নাবী থেকে বড় ‘ইবাদাতগুজার।

    অথচ শায়খ সাহেব নিজেই তার ফাজায়েলে তাবলীগ গ্রন্থের ৩৮ পৃষ্ঠায় উল্লেখ করেছেন :
    {قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ و ... Read more »
    Views: 303 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    আল্লামা মুতাররফ ইবনে শিখির রহ. বলেন, তোমাদের সর্বোত্তম দ্বীন হল, তোমাদের পরহেজগারি ও দ্বীনদারি । তাফসীরে তাবারী: ১৭/১৬.
    দ্বীনদারি ছাড়া দ্বীনদারির কোন দাম নাই। একজন ব্যক্তি তখন ঈমানদার হতে পারবে যখন তার মধ্যে দ্বীনদারি থাকবে।
    তিনি আরও বলতেন, তোমরা দুইজন লোকের সাথে সাক্ষাৎ করলে দেখবে, একজন অনেক সালাত ও সাওম আদায় করে এবং বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে। আর অপর ব্যক্তি যে বেশি সালাত বা সাওম আদায় করে না এবং বেশি বেশি সদকাও করে না। সে তার থেকে উত্তম। তাকে জিজ্ঞাসা করা হল তা কিভাবে সম্ভব? তখন সে বলল, লোকটি তার অপর ভাইয়ের তুলনায় আল্লাহ রাব্বুল আলামীন যেসব বিষয়ে নিষেধ করছেন, সে বিষয়ে অধিক সতর্ক ও পরহেজগার । তাফসীরে তাবারী: ১৭/১২ এবং মুসান্নাফে ইবনে আবি শাইবাহ ৩৫৪৯১
    Views: 281 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    জাবের(রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন, "শয়তান তোমাদের সমস্ত কাজ কর্মে তোমাদের নিকট উপস্থিত হয়; এমনকি তোমাদের খাবারের সময়েও উপস্থিত হয়। সুতরাং যখন কারো খাবারের লোকমা(থালার বাইরে) পড়ে যায়, তখন সে যেন তা তুলে তা থেকে ময়লা পরিস্কার কর...ে খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে। আর খাবারের শেষে সে যেন তার আঙ্গুলগুলো চেটে নেয়। কারণ, তার জানা নেই যে, তার খাবারের কোন অংশে বারাকাত রয়েছে।” [সহীহ মুসলিম ১০৩৮; তিরমিযী ১৮০১; মুসনাদে আহমাদ ৮২৯৪, ৯১০৫]
    Views: 287 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)

    ; জাহান্নমকে রুখতে হবে ;;;;
    মোহাম্মদ আব্দুর রহিম

    কোর'আনের কথা যদি
    যুগে যুগে সত্য প্রমানিত হয় ,
    ... বল সত্য মানতে তোমার
    মনে আছে কিসের ভয় ?

    ভয় কর কি মা--বাবা বা
    পরিবার নাকি সমাজ ?
    সত্য না মানলে আখেরাতে
    শুনবেনা তুমি মুক্তির আওয়াজ !

    আমাদের ভয় করা উচিৎ
    শুধু মাত্র এক আল্লাহ্'কে ,
    মা-বাবা পরিবার সমাজ
    পারবেনা জাহান্নামকে দিতে রুখে ।

    জাহান্নামকে রুখতে হবে আমাদের-
    মেনে কোর'আন হাদীসের কথা ,
    মা-বাবা পরিবার সমাজের দোহাই-
    দিয়ে নষ্ট করোনা সময় অযথা ।

    সময় নষ্ট করলে যেমন-
    সময় ফিরে পাওয়া যায়না ,
    মিত্যার সাথে একত্থতা করলে পেতে হবে
    নিশ্চয় জাহান্নামের অসয্য যন্ত্রনা ।

    যন্ত্রনা থেকে মুক্তি পেতে
    চলতে হবে সত্য মেনে ,
    আহবান আমার এসো
    কোর'আন শিখি প্রতি জনে জনে ।

    কোর'আনে উল্লেখ আছে মানুষের-
    প্রয়োজনিয় সকল বিধান ,
    কোর'আনকে মেনে চললে
    পৃথিবীতে ছড়াবে শান্তির জয়গান ।

    শান্তির জন্য কোর'আন
    মোহাম্মদ ( সাঃ ) সারা পৃথিবীর রহমত ,
    সর্ব উত্তম চরিত্র দিয়ে
    দেখিয়ে গেছেন ... Read more »
    Views: 284 | Added by: Jahir | Date: 2012-12-26 | Comments (0)