Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 25
আসসালামুয়ালাইকুম.................................। আজকে হঠাৎ আমল এর ব্যাপার নিয়ে লিখতে ইচ্ছা হল। আমাদের সবার মুখে একটি হাদিস সব সময় শুনে থাকি ... ""ইন্নামাল ...আমালে বিন্নিয়াত" সকল কাজের ফলাফল নির্ভর করে তার নিয়াতের উপর (সাহিহ আল বুখারি) এখন প্রশ্ন হচ্ছে আসলে কি আমল করছি? ১)কেও ইসলাম প্রচার করছেন আবার গিটার হাতে ছবি ট্যাগ করেন, ২) কেও অনেক তফসির করতে পারেন আবার নায়ক এর মত করে ফ্যাশন করে ছবি পোষ্ট করেন। ৩) আবার ইসলামকে এমন ভাবে আমল করতে চান যেন কারও মন যেন খারাপ না হয়। (মানে ২ সুরে কুথা বলা) ৪) কেও আবার কয়েকটা হাদিস শিখে নিজেকে ফতোয়া দেওয়ার মত মনে করছেন। ৫) কেও আবার ইসলামি মনের মেয়েদের সাথে রাত দিন চ্যাট করছেন।মনে করছেন ইসলাম প্রচার করছেন। ৬) কেও আছেন নিজেরটা সহিহ প্রমানের জন্য পৃথিবীর সব বড় বড় কিতাবের দলিল নিয়ে আসেন। কিন্তু নিজে আমল করেনা। ৭) কেও আবার ফিত্না ফিত্না চিল্লাই কিন্তু নিজের বেলাই ফিত্না শব্দের অন্য অর্থ হয়ে যায়। 8) ..................এই ভাবে হাজার রখমের কথা বলা যাবে। এখন আমি যেই বিষয় বলার জন্য এই ব্যাখ্যা তা হচ
...
Read more »
Views:
367
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
‘মোর স্বামীর পরানডা কি আছে? আমনেগো পায় ধরি, মোর স্বামীরে আইন্যা দেন। মোরে এটটু ঢাকা লইয়াযান। মুই যামু।’ আজ বিকালে দৈনিক নয়া দিগন্তের পক্ষ থেকে ফোন করা হয় অপহরণের শিকার সাক্ষী সুখরঞ্জন বালীর স্ত্রী আরতী রানী বালীর কাছে। সুখরঞ্জন বালীর কোনো খোঁজ পেলেন কি-না, আপনাদের এখন কি অবস্থা এসব প্রশ্ন করতেই কান্নার সুর ভেসে আসতে থাকে ফোনের অপর প্রান্ত থেকে। কান্না আস্তে আস্তে বিলাপে পরিণত হয়। বিলাপ করতে করতে আরতী রানী বারবার একটা কথাই বলতে লাগল ‘মোর স্বামীরে আইন্যা দেন, মোর স্বামীরে আইন্যা দেয়ার ব্যবস্থাকরেন। মোর স্বামীর পরানডা কি আরআছে? মোরে এটটু খবর দেন।’ আরতী রানী কাঁদতে কাঁদতে আরো বলেন, ‘ক্যান যে হে সাক্ষ্য দেতে গেল। আগেই বাড়ি আইয়া লোকজন কইছিলসাঈদীর পক্ষে সাক্ষ্য দেলে তোরা বাঁচতে পারবি না। শেষ পর্যন্ত কিহেইয়্যাই (তাই) আইল। ৩ তারিখ গেল ঢাকা। ৫ তারিখ ধইর্যা লইয়া গেল।আর কোনো খবর পাইলাম না।’ আপনারা কোনোভাবে খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছিলেন কি-না বা কেউ কোনো খবর দিয়েছে কি-না জানতেচাইলে আরতী রানী বলেন, ‘মোরা মুর্খ মানুষ। কোথায় কার কাছে কি খোঁজ নিমু। কারে জিগামু। কে দেবে মোর স্বা
...
Read more »
Views:
269
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
১২. মুত্তাকী তার তাকওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদব প্রদর্শনে সক্ষম হয়, অর্থাৎ তার সামনে তার আওয়াজ অনুচ্চ থাকে। জীবিত অবস্থায় তো বটেই, মৃত্যুর পরও তার নির্দেশ অতিক্রম করে না। আল্লাহ তা‘আলা বলেন: "নিশ্চয় যারা আল্লাহর রাসূলের নিকট নিজদের আওয়াজ অবনমিত করে, আল্লাহ তাদেরই অন্তরগুলোকে তাকওয়ার জন্য বাছাই করেছেন।” [সূরা হুজুরাত: (৩)]
Views:
298
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
জাবের(রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন, "শয়তান তোমাদের সমস্ত কাজ কর্মে তোমাদের নিকট উপস্থিত হয়; এমনকি তোমাদের খাবারের সময়েও উপস্থিত হয়। সুতরাং যখন কারো খাবারের লোকমা(থালার বাইরে) পড়ে যায়, তখন সে যেন তা তুলে তা থেকে ময়লা পরিস্কার কর...ে খেয়ে নেয় এবং শয়তানের জন্য তা ফেলে না রাখে। আর খাবারের শেষে সে যেন তার আঙ্গুলগুলো চেটে নেয়। কারণ, তার জানা নেই যে, তার খাবারের কোন অংশে বারাকাত রয়েছে।” [সহীহ মুসলিম ১০৩৮; তিরমিযী ১৮০১; মুসনাদে আহমাদ ৮২৯৪, ৯১০৫]
Views:
311
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
আল্লামা মুতাররফ ইবনে শিখির রহ. বলেন, তোমাদের সর্বোত্তম দ্বীন হল, তোমাদের পরহেজগারি ও দ্বীনদারি । তাফসীরে তাবারী: ১৭/১৬. দ্বীনদারি ছাড়া দ্বীনদারির কোন দাম নাই। একজন ব্যক্তি তখন ঈমানদার হতে পারবে যখন তার মধ্যে দ্বীনদারি থাকবে। তিনি আরও বলতেন, তোমরা দুইজন লোকের সাথে সাক্ষাৎ করলে দেখবে, একজন অনেক সালাত ও সাওম আদায় করে এবং বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে। আর অপর ব্যক্তি যে বেশি সালাত বা সাওম আদায় করে না এবং বেশি বেশি সদকাও করে না। সে তার থেকে উত্তম। তাকে জিজ্ঞাসা করা হল তা কিভাবে সম্ভব? তখন সে বলল, লোকটি তার অপর ভাইয়ের তুলনায় আল্লাহ রাব্বুল আলামীন যেসব বিষয়ে নিষেধ করছেন, সে বিষয়ে অধিক সতর্ক ও পরহেজগার । তাফসীরে তাবারী: ১৭/১২ এবং মুসান্নাফে ইবনে আবি শাইবাহ ৩৫৪৯১
Views:
320
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
আল্লাহ্ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, "আল্লাহ্ তাআলা এ থেকে অনেক পবিত্র যে তাঁর কোন সন্তান থাকবে, এ আকাশ ও ভুমন্ডলের সব কিছুর মালিকানাই তো তাঁর, আর অভিভাবক ...হিসেবে আল্লাহ্ তাআলাই যথেষ্ট" [সূরা আন নেসা, আয়াত-১৭১]
"তাঁর থেকে কেউ জন্ম নেয়নি, আর তিনিও কারো থেকে জন্ম গ্রহণ করেননি" [সুরা আল এখলাস, ৩]
মুসলমান হিসেবে আমরা অন্য ধর্মাবলম্বীদের সাথে সদ্ভাব বজায় রাখব। কিন্তু কোনক্রমেই আল্লাহর সাথে কউকে শরিক করব না।
আসুন আমরা নিজেরা এর থেকে বিরত থাকি এবং আমাদের মুসলিম ভাই, বোনদের বিষয়টি জানিয়ে দেই।
Views:
349
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
আল্লাহ তায়ালা বলেন: মুমিনগণ, -কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে -এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, ...সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। -তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না -এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম। (সূরা হুজুরাত: ১১)
এই আয়াতটি একটি সুস্থ সমাজ গঠনের জন্য যথেষ্ট নয় কি?
প্রিয় ভাই ও বোন, সূরা হুজুরাতটি আমাদের সমাজ জীবনকে সুন্দর করে তাকে ঈমানের রঙ্গে রঙ্গীণ করে দেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা।
তাই আসুন আমরা কুরআনের আলোকে জীবন, সমাজ ও পরিবেশ গড়ে তুলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন। সূরা হুজুরাতটির বাংলা অনুবাদ পড়ুন এখান থেকে http://tanzil.net
...
Read more »
Views:
377
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
উসামা ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত; রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "যে ব্যক্তির কিছু উপকার করা হয় এবং এর জবাবে সে উপকারকারীকে বলে "জাযাকাল্লাহু খাইরান” (আল্লাহ্ তোমাকে ভালো প্রতিদিন দিন), সে পুরোপুরি তার প্রশংসা ও প্রতিবদল দিতে পারল।” [তিরমিযী]
রাসুল (সাঃ) বলেছেনঃ "কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা বা ঘৃণা করে। প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের রক্ত, মান-মর্যাদা ও ধন সম্পদ হরণ করা হারাম। আল্লাহ্ তোমাদের শরীর ও চেহারার দিকে তাকাবেন না, বরং তোমাদের অন্তর ও কার্যকলাপের প্রতি তাকাবেন।" [বুখারী]
Views:
488
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত; রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ "যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতকে বিশ্বাস করে, তার হয় উত্তম কথা বলা উচিত অথবা চুপ থাকা উচিত। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতকে বিশ্বাস করে, আপন প্রতিবেশীর প্রতি তার সদয় হওয়া উচিত। আর যে ব্যক্তি আল্লাহকে ও আখেরাতকে বিশ্বাস করে, আপন অতিথিকে তার সম্মান করা উচিত।” [বুখারীঃ ৬০১৮]
আনাস (রাঃ) থেকে বর্ণিত; রাসূলুল্লাহ (সাঃ) অধিকাংশ সময় এই দোয়া করতেনঃ "আল্লাহুমা আতিনা ফিদদুনয়া হাসানাতাঁও ওয়াফিল আখিরাতে হাসানাতাঁও ওয়াকিনা আযাবান নার” (হে আল্লাহ্! আমাকে দুনিয়াতে কল্যাণ ও আখেরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও)। [বুখারী ও মুসলিম]
Views:
305
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
আবু হোরায়রা (রা:) থেকে বর্ণিত। রাসুল (সা:) বলেছেনঃ "যে ব্যক্তি মারামারিতে অন্যকে ধরাশায়ী করে সে শক্তিশালী নয়; বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখে।” [বুখারী ও মুসলিম]
ইসলামে জাতি, শ্রেণীভেদ ও বর্ণবৈষম্য নেই। আরবের ওপর কোনো অনারবের, কিংবা অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি সাদার ওপর কালোর বা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠ ও মর্যাদার ভিত্তি হলো কেবল তাকওয়া। [বিদায় হজ্জের ভাষণে রাসুল (সাঃ)]
আবু হোরায়রা (রা:) থেকে বর্ণিত; রাসুল (সা:) বলেনঃ "যে বান্দাই অন্য বান্দার দোষ-ত্রুটি এ পার্থিব জগতে গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন|" [মুসলিম]
আবু হোরায়রা (রা:) থেকে বর্ণিত। রাসুল (সা:) বলেছেনঃ "যে ব্যক্তি মারামারিতে অন্যকে ধরাশায়ী করে সে শক্তিশালী নয়; বরং শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে রাগে
...
Read more »
Views:
2900
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
সামনে ও আড়ালে গীবতকারী প্রত্যেকের জন্য আযাব। যে শুধু অর্থ জমা করে ও বারবার গুনতে থাকে, সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন, পিষ্টকারী কি? এটা আল্লাহর কাছে প্রজ্জ্বল...িত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌছে যাবে। এর মধ্যে তাদেরকে বেঁধে দেয়া হবে, লম্বা লম্বা খুঁটিতে। [আল কুরআনঃ সূরা হুমাযাহ]
Views:
352
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি কোরো না এবং মহান আল্লাহর প্রসঙ্গে নিতান্ত প্রয়োজনীয় বিষয় ছাড়া কোন কথা বলো না। নিঃসন্দেহে মরিয়ম পুত্র ঈসা আল্লাহর রসূল এবং আল্লাহ-র বাণী যা আল্লাহ প্রেরণ করেছেন মরিয়মের নিকট এবং রূহ; আল্লাহ-র-ই কাছ থেক...ে আগত। অতএব, তোমরা আল্লাহকে এবং তার রসূলগণকে মান্য কর। আর একথা কখনোই বোলো না যে, আল্লাহ তিনের এক; একথা বলা পরিত্যাগ কর; তোমাদের মঙ্গল হবে। নিঃসন্দেহে আল্লাহ একক উপাস্য। সন্তান-সন্ততি হওয়াটা আল্লাহ-র জন্য যোগ্য বিষয় নয়। যা কিছু আসমান সমূহ ও যমীনে রয়েছে সবই তার মালিকানাধীন। আর সিদ্ধান্ত গ্রহণে আল্লাহ-ই যথেষ্ট। [আল কুরআনঃ সুরা নিসাঃ ১৭১]
Views:
292
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
|
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "এমন দু’টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন-দণ্ডের পরিমাপে খুবই ভারী, দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয়। (বাক্য দু’টি হলো-) ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল ‘আযীম’। (অর্থ: মহা পবিত্র আল্লাহ্, তাঁর জন্য সমস্ত প্রশংসা। মহা পবিত্র আল্লাহ্, তিনি মহামহিম।)” বুখারী আসুন আমরা এই তাসবিহ বেশি বেশি পড়ি । আল্লাহ আমাদের তৌফিক দিন । আমিন।
Views:
1276
|
Added by:
Jahir
|
Date:
2012-12-25
|
| |
|