Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 20
তুমি কত বড় প্রকৌশলি হয়েছ? খুঁটি ছাড়া তোমার জন্য একটি ছোট ঘর বানিয়ে দেখাও তো? আল্লাহ বলেছেনঃ
***বিসমিল্লাহির রহমানির রহিম*** ... خَلَقَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء فَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ(10 তিনি খুঁটি ব্যতীত আসমান/আকাশমন্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর তাতে উদগত করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদরাজি। ***সুরা লোকমানঃ আয়াত-১০। He has created the heavens without any pillars, that you see and has set on the earth firm mountains, lest it should shake with you. And He has scattered therein moving (living) creatures of all kinds. And We send down water (rain) from the sky, and We cause (plants) of every goodly kind t
...
Read more »
Views:
342
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
"[দয়া করে পড়বেন]
এই পোষ্টটি আমাদের মুসলিম বোনদের জন্য "পর্দা সম্পর্কে"। পর্দা সম্পর্কে অনেক সময় আমাদের সামনে সূরা আহযাবের ৫৯নং আয়াতটি পেশ করা হয়। কিন্তু আমরা এর ব্যাখ্যাটা অনেকে জানিনা। ... মহান আল্লাহ পবিত্র কুরআনে বলছেনঃ يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا(59 হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ***সুরা আহযাবঃ আয়াত-৫৯। এই আয়াতে ‘‘তাদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়ার’’ - অর্থ হলোঃ চাঁদর দিয়ে যেন নিজেদের শরিরের উপর থেকে ঢেকে নেয় এবং মুখমন্ডল ও বক্ষদেশ অনাবৃত রেখে যেন বের না হয়। অনুরূপ ‘‘এতে তাদেরকে চেনা সহজ হবে’’ এর অর্থ হ
...
Read more »
Views:
259
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
ও এবং "আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম উচ্চারণে বাধাদানকারি এবং সেগুলোকে উজাড়ের চেষ্টাকারি সবচেয়ে বড় যালেম" وَلِلّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجْهُ اللّهِ إِنَّ اللّهَ وَاسِعٌ عَلِيمٌ(115 ... পূর্ব ও পশ্চিম আল্লাহরই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। ***সুরা বাকারাহঃ আয়াত-১১৫। And to Allâh belong the east and the west, so wherever you turn yourselves or your faces there is the Face of Allâh (and He is High above, over His Throne). Surely! Allâh is All-Sufficient for His creatures’ needs, All-Knowing. وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُوْلَـئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلاَّ خَآئِفِينَ لهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ(114 যে ব্যাক্তি আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় যালেম আর কে? এদের প
...
Read more »
Views:
345
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
وَقَالُواْ لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلاَّ مَن كَانَ هُوداً أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُواْ بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ(111 ওরা বলে, ইহুদী অথবা খ্রীস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না। এটা ওদের মনের বাসনা। বলে দিন, তোমরা সত্যবাদী হলে, প্রমাণ উপস্থিত কর। ***সুরা বাকারাহঃ আয়াত-১১১। And they say, ”None shall enter Paradise unless he be a Jew or a Christian.” These are their own desires. Say (O Muhammad Peace be upon him ), ”Produce your proof if you are truthful.”
Views:
301
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
একজন সাহাবী (রাঃ) নবী (সাঃ) কে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, নাজাত (পরিত্রান, মুক্তি) পাওয়া কিভাবে সম্ভব? তিনি বললেন, তোমার জিহ্বা'কে নিয়ন্ত্রনে রাখ, তোমার ঘর প্রশস্ত হোক (অপ্রয়োজনে ঘরের বাইরে যেও না), নিজ পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন কর। ***তিরমিযীঃ ২৪০৭।
Views:
339
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
যখন সে কন্যা, তখন সে জান্নাতের দরজা খুলে তার বাবার জন্য। যখন সে স্ত্রী, সে দ্বীন ইসলামের অর্ধেক পূর্ণ করে তার স্বামীর জন্য। আর যখন সে মা, জান্নাত তার পায়ের নিচে-- যদি সবাই জানত ইসলামে নারীর মর্যাদা, পুরুষরাও চাইতো নারী হতে"। ***শাইখ আকরাম নাদভী।
Views:
273
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
" "বিসমিল্লাহির রহমানির রহিম"
কিয়ামতের দিন/বিচারের দিন মহান আল্লাহ যার যার আমলনামা তার তার হাতে দিয়ে বলবেনঃ ... اقْرَأْ كَتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا(14 "পাঠ কর তুমি তোমার কিতাব। আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট"। *** সুরা বনি ইসরাইলঃ আয়াত-১৪। (It will be said to him): ”Read your book. You yourself are sufficient as a reckoner against you this Day.” [17:14]
মন্তব্যঃ ঐ ভয়াবহ দিবসে কি হবে আমাদের? আমরা কি আমলনামা ডান হাতে পাওয়ার জন্য সঠিকভাবে কাজ করছি? হে আল্লাহ! আপনি ঐ কঠিন দিবসে আমাদেরকে সাহায্য করুন। আমিন।See More
Views:
310
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
প্রশ্ন : আমরা অফিসে ও কর্মস্থলে বলতে গেলে ইবাদত ও ভাল কাজের কোন সময়ই পাই না। কীভাবে আমরা দিনের এই অল্প সময় কাজে লাগাব? আর কীভাবেই বা আমরা এর থেকে উপকৃত হতে পারি?
উত্তর : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ... নিশ্চয়ই সময় হল মানুষের জীবন। যা কখনই অপচয় ও অবহেলা হতে দেয়ার নয়। বুদ্ধিমান ও অভিজ্ঞ সেই , যে তার সময়ের সদা সদ্ব্যবহার করে। তাই সে তা অহেতুক কাজ ও অর্থহীন কথায় ব্যয় করে না বরং তা (সময়) সীমাবদ্ধ রাখে প্রশংসনীয় প্রচেষ্টা ও কল্যাণমূখী কাজে, যা আল্লাহকে সন্তুষ্ট করে এবং মানুষের উপকার বয়ে আনে। তাই আপনার জীবনের প্রতিটি মিনিটে আপনি একটি করে প্রস্তর স্থাপন করতে পারেন যা আপনার মর্যাদার ভবনকে উচ্চকিত করবে এবং তা দিয়ে আপনার জাতি সৌভাগ্যের পথ পাড়ি দেবে।
যদি আপনি আপনার সর্ব্বোচ্চ মর্যাদা ও আপনার জাতীর জন্য শ্রেষ্ঠতম ও সুমহান সৌভাগ্য অর্জনে সচেষ্ট হন, তবে আরাম আয়েশকে বিদায় জানান এবং আপনার ও ক্রীড়া কৌতুকের মাঝে প্রাচীর স্থাপন করুন।
এক মিনিট সময়ের মাঝে অনেক কল্যাণ করা যেতে পারে এবং বিশাল সাওয়াব (প্রতিদান) অর্
...
Read more »
Views:
357
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
"ফযর, মাগরিব ও এশা নামায"
وَأَقِمِ الصَّلاَةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّـيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ(114 ... আর দিনের দুই প্রান্তেই নামায ঠিক রাখবে, এবং রাতের প্রান্তভাগে পূর্ণ কাজ অবশ্যই পাপ দূর করে দেয়, যারা স্মরণ রাখে তাদের জন্য এটি এক মহা স্মারক। ***সুরা হুদঃ আয়াত-১১৪। And perform As-Salât (Iqâmat-as-Salât), at the two ends of the day and in some hours of the night [i.e. the five compulsory Salât (prayers)]. Verily, the good deeds remove the evil deeds (i.e. small sins). That is a reminder (an advice) for the mindful (those who accept advice). [11:114 - Fajr,Magrib,Isha]
"যুহর নামায"
أَقِمِ الصَّلاَةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى غَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا(78 সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামায কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও। নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হ
...
Read more »
Views:
1225
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
"কবীরা গুনাহ" [সালাত পরিত্যাগ করা]:
সালাত পরিত্যাগ করার কারনে যে সকল শাস্তি হবে তা হলঃ
যে ব্যাক্তি সালাতের প্রতি উদাসিন ও অবজ্ঞা প্রদর্শন করবে, আল্লাহ তা’আলা তাকে ১৪টি শাস্তির সম্মুখীন করবেন। এর ৫টি শাস্তি হবে দুনিয়াতে, ৩টি হবে মৃত্যুকালে, ৩টি কবরে এবং ৩টি হবে কবর থেকে বের হবার সময়। ... দুনিয়ার শাস্তিগুলোর মধ্যে রয়েছেঃ
১. তার জীবনকাল থেকে বারকাত উঠে যাবে; ২. তার চেহারা থেকে নেক্কার বান্দাদের নূরানী দীপ্ত চলে যাবে; ৩. আল্লাহ তা’আলা তার কোন আমালেরই প্রতিদান দিবেন না; ৪. তার দু’আ আসমানে পৌঁছাবে না এবং ৫. নেক্কার লোকদের দু’আয় তার অংশ থাকবে না ।
মৃত্যুর সময়ের শাস্তিগুলো হলোঃ
১. সে অপমানিত এবং অপদস্থ হয়ে মারা যাবে; ২. ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে এবং ৩. এমন তৃষার্ত অবস্থায় মারা যাবে যে, দুনিয়ার সকল সমুদ্রের পানি পান করানো হলেও তার পিপাসা মিটবে না।
কবরে যেসব শাস্তি হবেঃ
১. তার কবর সংকুচিত হবে এবং এমনভাবে চাপ দিবে যে, এক পাঁজরের
...
Read more »
Views:
316
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
বিনা অজুতে কি কুরআন স্পর্শ /ছোয়া/ধরা যাবে বা পড়া যাবে?" ***দয়া করে মন্তব্য করুন***
আল্লাহ বলেছেনঃ لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ(79 যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। *** সুরা ওয়াকিয়াঃ আয়াত-৭৯।
Views:
381
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
"আমরা আকাশে একটি সংরক্ষিত ও নিরাপত্তার ছাদ বানিয়েছি।" (সূরা আম্বিয়া : ৩২)। আয়াতটি বলছে আকাশে এমন কিছু আছে যা পৃথিবীকে নিরাপত্তা দেয়। ১.আমাদের পৃথিবীল বায়ুমন্ডলের উপরিভাগ কোটি উল্কাপাত থেকে হামেশা রক্ষা করছে। এটা এমন কিছু যা পৃথিবীকে নিরাপত্তা দেয়। ২. বায়ুমন্ডলের একেবারে উপরিভাগে ভ্যান-এলেন-বেল্ট নামের একটি অতিরিক্ত স্তর রয়েছে। এই স্তরটি প্রায় ৬০,০০০ কিলোমিটার উপরে অবস্থিত। এই স্...তর শুধুমাত্র সেই সমস্ত রশ্মিই পৃথিবীতে আসতে দেয় যা আমাদের জন্য ক্ষতিকর নয়। এটা সত্যি বিষ্ময়কর যে শুধু রেডিও ওয়েভ বা আল্ট্রা ভায়োলেট রে এর মত ক্ষতিকর রশ্মিগুলোই পৃথিবীতে আসতে পারে না। যা আমাদের জন্য ক্ষতিকর। একইসাথে এই স্তর সূর্যের ক্ষতিকর কসমিক রে কে পৃথিবীকে আসতে বাধা দেয়। অতিরিক্ত কম ঘনত্বের কারণে, এই স্তরটি আয়োনিত বা প্লাজমা অবস্থায় আছে। এই প্লাজমা মেঘ প্রায় ১০০ বিলিয়ন আনবিক বোমার (হিরোসিমায় মাত্র ১ টা ফেলা হয়েছিল) সমান পরিমান ক্ষতিকর শক্তি বিশিষ্ট রশ্মিকে আটকিয়ে দিতে পারে! ৩. আবার এই স্তর পৃথিবীকে মহাকাশের অতিরিক্ত ঠান্ডা থেকে র
...
Read more »
Views:
466
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
‘আল্লাহ্র বান্দারা প্রতিদিন প্রভাতে উপনীত হলেই দু’জন ফেরেশ্তা নাযিল হয়ে দো‘আ করতে থাকে। তাদের একজন বলতে থাকেঃ হে আল্লাহ ! দানকারীকে এর বিনিময় প্রদান কর। অপর জন বলতে থাকেঃ হে আল্লাহ্! কৃপণকে বিনষ্ট করে দাও।’
[বুখারী : ১৪৪২, মুসলিম : ১০১০]
Views:
315
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
আসসালামুআলাইকুম শুভ সকাল
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘যখন কোন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দো‘আ করে তখনই ফেরেশতা বলে যে, ‘তোমার জন্যও অনুরূপ হউক’ ।
[ মুসলিম : ২৭৩২] হযরত আলী [রাযি] থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রসূলুল্লাহ [সা] কে বলতে শুনেছি, "যদি কোনো মুসলমান অপর অসুস্থমুসলমানকে সকালে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতাতাঁর জন্য দোয়া করতে থাকে। আর যদি সন্ধ্যা বেলা দেখতে যায় তাহলে সকাল পর্যন্ত দোয়া করতে থাকে এবং জান্নাতে তাকে দেয়া হবে বাচাই করা ফলের অংশ।" {মুসলিম}
Views:
292
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমার বর্ণনা করেছেন। তিনি বলেন: "আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: তোমাদের প্রত্যেকেই রক্ষণাবেক্ষণকারী(বা দায়িত্বশীল) এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরুষ তার পরিবার ও সংসারের জন্য দায়িত্বশীল এবং তাকে তার রক্ষণাবেক্ষণ ও ... দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণকারিনী এবং তাকে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। খাদেম তার মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী এবং তাকে তার সে দায়িত্বপালন সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন সম্পর্কে জবাবদিহি করতে হবে।” [বুখারী: ৭/ ৪১(৫২০০) ও মুসলিম: ৬/৭(১৮২৯)]
Views:
373
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
আসসালামুআলাইকুম শুভ সকাল একদা কোন এক লোক আমিরুল মুমিনীন হযরত ওমর (রাঃ)-এর কাছে স্বীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকলেন ওমর রা. এর অপেক্ষায়। হঠাৎ ভিতর থেকে ওমর রা. এর স্ত্রীর কণ্ঠ শুনতে পেলেন যে, তিনি ওমর রা. কে এটা সেটা বলছেন। ওদিকে ওমর রা. কোন জবাব না দিয়ে চুপ করে বসে আছেন। এটা দেখে লোকটি চলে যাচ্ছিলেন। ভাবলেন, ওমর রা. এত কঠোর স্বভ...াবের মানুষ, তারপর আবার আমিরুল মুমিন; তাঁর যদি হয় এ অবস্থা, আমি আর কে! ইতিমধ্যে ওমর রা. বের হয়ে লোকটিকে দেখে ফেললেন। ডেকে জিজ্ঞেস করলেন, হে ভাই! তুমি কী প্রয়োজনে এসেছ? লোকটি বললেন, হে আমিরুল মুমিনীন! এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে।বড্ড জ্বালায় সে আমাকে। কিন্তু আপনার স্ত্রীর অবস্থা দেখে ফিরে যাচ্ছি।ভাবলাম এই যখন আমিরুল মুমিনীনের অবস্থা, আমি আর কে! তখন হযরত ওমর (রাঃ) বললেন, ভাই! আমি এসব হাসিমুখে সহ্য করি। কারণ আমার উপর অনেক হক রয়েছে তার। উপরন্তু সে আমাকে রান্না করে খাওয়ায়, আমার কাপড় ধুয়ে পরিস্কার করে দেয়, আমার সন্তানকে দুধ পান করায়। অথচ এসব তার উপর ওয়াজিব নয়। আর তারই কারণে হারাম
...
Read more »
Views:
309
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
হযরত আবু আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি বলেনঃ "আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ।তিনি বললেনঃ ঠিক সময়ে নামায পড়া ।
আমি আবার বললাম, অতঃপর কোনটি ?তিনি বললেনঃ পিতামাতার সাথে সদ্ব্যবহার করা ।
আমি পুনরায় জিজ্ঞেস করলাম, অতঃপর কোন কাজটি ?তিনি বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা ।”
[বুখারী ও মুসলিম] । #রিয়াদুস সলিহীন : ৩১২
Views:
345
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
★ সূরাহ ইয়াসীনঃ সকালে সূরাহ ইয়াসীন পাঠ করলে উদ্দেশ্য পূরণ হয়। বেহেশতে প্রবেশ সহজ হয়।
★সূরাহ ওয়াক্বিয়াহঃ রাতের বা মাগরিবের নামাজের পরে পড়লে রিযিকবাড়ে।
★সূরাহ মূলুকঃ রাতে শোবার পূর্বে পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তিপাওয়ার ব্যবস্থা হয়।
Views:
402
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
আসসালামুয়ালাইকুম হজরত আবু মালেক আশআরি (রা.) হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন বালাখানা আছে , যার ভিতরের সব কিছু বাহিরে থেকে এবং বাহিরের সবকিছু ভিতর থেকে দেখা যায়। এ সকল বালাখানা আল্লাহ্ তা'আলা এমন লোকদের জন্য তৈরি করেছেন যাঁরা অন্যকে খাওয়ায়, অধিক পরিমাণে সালাম প্রচার করে এবং রাতের এমন ভাগে নামাজ পড়ে যখন সবাই ঘুমিয়ে থাকে।
ইবনে হিববান-২৬২/২
Views:
323
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
হযরত ওমর (রাঃ) বলেনঃ
নবীজী একদিন আমাদের সদকার আদেশ দিলেন। সে সময় আমার সম্পদের পরিমাণও ভালো ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি ছওয়াবের কাজে আবু বকরের চেয়ে অগ্রগামী হতে পারব। অতএব আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এলাম।
নবীজী আমাকে বললেনঃ তোমার পরিবার-পরিজনের জন্য কী রেখেছ? আমি বললাম, এর সমপরিমাণ।
এরপর বলেনঃ হযরত আবু বকর তাঁর সমুদয় সম্পদ নিয়ে হাযির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাস...া করলেন, পরিবারের জন্য কী রেখে এসেছ? তিনি বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি।
হযরত ওমর (রাঃ) বলেন, আমি বললাম, খোদার কসম! আমি কখনো তাঁকে অতিক্রম করতে পারব না।
* ইমাম তিরমিযী বলেন, হাদীসটি সহীহ-হাসান পর্যায়ের।
{জামে তিরমিযী হাদীস ৩৯২১}
Views:
314
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ‘যে ব্যক্তি কোন জানাযায় সালাত শেষ হওয়া পর্যন্ত শরীক হয়, তার জন্য রয়েছে এক ক্বীরাত পরিমাণ সওয়াব; আর যে ব্যক্তি দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত শরীক হয়, তার জন্য রয়েছে দু’ ক্বীরাত্’ পরিমাণ সওয়াব। একজন প্রশ্ন করল, ‘দু’ ক্বীরাত্ কী?’ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন: (২ কিরাত হলো) ‘দুইটি বড় পাহাড়ের সমান’।’ [বুখারী : ১৩২৫ ও মুসলিম : ৯৪৫]
Views:
287
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
|
ফজর নামাজ না পরলে আমাদের চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যাবে।
#যোহরের নামাজ না পরলে রুজির বরকত হবে না।
... #আসরের নামাজ না পরলে শক্তি কমে যাবে।
#মাগরিব এর নামাজ না পরলে ,সন্তানাদি কোনো উপকারে আসবে না।
#এশার নামাজ না পরলে নিদ্রায় পরিতৃপ্তি হবে না।
হে আল্লাহ আমাদের নামাজ পরার জন্যে সাহায্য কর।
Views:
321
|
Added by:
Jahir
|
Date:
2012-12-20
|
| |
|