Wednesday, 2025-07-02, 7:55 AM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  December 2012  »
Su Mo Tu We Th Fr Sa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
Entries archive
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Blog

    Main » 2012 » December » 18
    একটি গুরুত্বপূর্ণ পোস্ট, সবাইকে ফটোটা পড়ার অনুরোধ করছি। এটা আমাদের অনেকের অজানা, অনেক বোন আছেন যারা অভিভাবক ছাড়া নিজে নিজে পালিয়ে বিয়ে করেন, কিন্তু একটু ভাবছেন কি? নবীজি (সাঃ) কি বলেছেন? পড়ে নিন। আল্লাহ আপনাদেরকে বুঝদান করুক, আমীন।
    আয়েশা রযি আল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন : রসূল ছল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন : " যে কোন মেয়ে তার অভিবাবকের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ হল তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল তিনবার বলেছেন "। অবূ দাউদ, হাদীছ নং ২০৮৩।
    Views: 392 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    Views: 675 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    যুলম শব্দটি আরবী। বাংলায় এর অর্থ অত্যাচার করা, অবিচার করা, নির্যাতন করা বা সীমা অতিক্রম করা। অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা, কারো চরিত্র হনন করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা, কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা, মিথ্যা সাক্ষ্য প্রমাণ করার ব্যবস্থা... করা, মিথ্যা মামলা দেয়া, কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, কারো জমি দখল করা, অন্যায়ভাবে চাকরীচ্যুত করাসহ ইত্যাদি কাজ যুলুমের অন্তর্ভুক্ত।

    যুলম এমন একটি ভয়ানক বিষয় যে, আল্লাহ তা‘আলা যালেমকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটি একটি জঘন্য অপরাধ, মানবতাবিরোধী কাজ, গুরুতর পাপকাজ। কোন ইমানদার ব্যক্তি কারো উপর যুলম করতে পারে না। যুলুমের কারণে দুনিয়া এবং আখেরাতে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে। আল্লাহ তা‘আলা বলেন,

    ‘অতঃপর তোমরা যা বল তারা তা মিথ্যা বলেছে। অতএব তোমরা আযাব ফেরাতে পারবে না এবং কোন সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে যুলম করবে তাকে আমি মহা আযাব আস্বাদন করাব।’ [সূরা আল-ফুরকান-১৯]

    আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিকে যুলুম এমনভাবে ব্যাপকতা লাভ করেছে, যা থেকে উত্তরণ হওয়া খুবই জরুরী।
    ... Read more »
    Views: 296 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    ভাল কাজে মানত করে তা পুরা না করে ভঙ্গ করলে কাফফারা দিতে হবে। এর কাফফারা হল, (১) ১০ জন মিসকীনকে মাঝারি মানের খাদ্য দেওয়া (২) অথবা তাদেরকে পোষাক দেওয়া (৩) অথবা গোলাম আযাদ করা। (৪) এগুলো করতে অক্ষম হলে ৩টি ছিয়াম পালন করা (মায়েদাহ ৮৯)। আর যদি অন্যায় ও পাপ কাজে মানত করে তাহলে তা পূরণ করতে হবে না (মুসলিম, মিশকাত হা/৩৪২৮)।
    Views: 325 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    রাসুলুল্লাহ (স:)বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ১০০ বার ''সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি'' বলবে, সে ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকীর অধিকারী হবে। (বুখারী , মুসলিম, মিশকাত-২২৯৭) আপনিও হোন ইসলামের প্রচারক'।আপনার একটি ক্লিক আপনারবন্ধুদেরকে এটি পড়তে ও জানতে সাহায্য করবে।
    তাই Share/Tag/Like করুন।
    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।আমিন।
    Views: 624 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক।

    অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না।

    যদি খাতক অভাবগ্রস্থ হয়, তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেয়া উচিত। আর যদি ক্ষমা করে দাও, তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি কর।
    ...
    ঐ দিনকে ভয় কর, যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোন রূপ অবিচার করা হবে না।

    [বাক্বারাঃ ২৭৮-২৮১]

    Views: 354 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত...



    রুহান এসেই আমাকে বলল...
    ... -hey dude what's up?
    = আরে মামা তুই কখন আইলি? ওই তোর কাসে সিগারেট আসে?
    - হ আসে। এই নে। মামা মাইয়াডারে দ্যাখ, ঐযে রাস্তা দিয়া হাইটা যাইতেসে, joss...

    = আসলেই জোস তো।... জানিস তোরে তো আসল কথাই কই নাই, কালকে আমারে ওই সুন্দরি ফোন দিসিল।
    - কি মামা, কার কথা কও? কত মাইয়াই তো তোমারে ফোন দেয়।
    = আরে শম্পার কথা কইতাসি। ও ফোন দিয়া আমারে প্রপোজ করসে।
    - কও কি মামা!! তোর কপালটা আসলেই অনেক ভাল। আমরা সারাদিন কাইন্দাও একটা মাইয়া পটাইতে পারি না, আর তুই মামা একলগে কতডিরে ঘুরাস। কিরে, এইডাও কি টাইম পাস ? নাকি সিরিয়াস?

    = সিরিয়াস হমু আমি তাইলেই হইসে। চল কালকে একটা পার্টি দেই। কই যাবি ক?
    - তাই নাকি? চরম হইব তাইলে। চল সাভারে আমাদের ফার্মহাউজে যাই। কেউ থাকে না সেখানে।
    = ওকে নো প্রবলেম। সবাইরে ইনভাইট করা শুরু করি, তোর কেয়ারটেকার রে ফোন কইরা খাবার এর এরেঞ্জ করতে ক। যা খরচ আসে আমি দিমু যা।
    - সাউন্ড সিস্টেম, লেটেস্ট মিউজিক এর চিন্তা করিস না। এগুলোর ব্যবস্থা হয়ে যাবে।

    = এখনি সবাইরে ড ... Read more »
    Views: 333 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমার
    বর্ণনা করেছেন। তিনি বলেন:
    "আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু
    ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি:
    তোমাদের প্রত্যেকেই
    ... রক্ষণাবেক্ষণকারী(বা দায়িত্বশীল)
    এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের
    রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ
    করা হবে। পুরুষ তার পরিবার ও সংসারের জন্য
    দায়িত্বশীল এবং তাকে তার রক্ষণাবেক্ষণ ও
    দায়িত্বপালন সম্পর্কে জিজ্ঞাসাবাদ
    করা হবে। স্ত্রীলোক তার স্বামীর ঘরের
    রক্ষণাবেক্ষণকারিনী এবং তাকে সে সম্পর্কে
    জবাবদিহি করতে হবে। খাদেম তার মনিবের
    সম্পদের রক্ষণাবেক্ষণকারী এবং তাকে তার
    সে দায়িত্বপালন
    সম্পর্কে জবাবদিহি করতে হবে। অতএব
    তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল
    এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন
    সম্পর্কে জবাবদিহি করতে হবে।” [বুখারী: ৭/
    ৪১(৫২০০) ও মুসলিম: ৬/৭(১৮২৯)]


    Views: 285 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    Some of the souls of the martyrs reside inside green birds in Paradise, while others are held at the gates of Paradise. Ibn ‘Abbaas reported that Allaah’s Messenger (PBUH) said: "When your brethren were killed [on the day of Uhud], Allaah placed their souls inside green birds which drink from the rivers of Paradise and eat from its fruits. Then they retire to the golden lamps hanging from the shade of the throne.” Collected by Aboo Daawood, Ahmad and al-Haakim and authenticated by al-Albaanee in Sharh al-‘Aqeedah at-Tahaawiyyah, p. 455, ftn. 3. On another occasion a man came to the Prophet (PBUH) and asked, "O Messenger of Allaah, what will I get if I am killed in the path of Allaah?” He replied, "Paradise.” When the man turned to walk away, the Prophet (PBUH) added, "Except [if you have a] debt. Jibreel just confided it to me.” Collected by an-Nasaa’ee and Ahmad and authenticated by al-Albaanee in Sharh al-‘Aqeedah at-Tahaawiyyah, p. 455, ftn. 1.
    Views: 308 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    আসালামু আলাইকুম,


    কেউ জানে না আগামিকাল কি হবে, কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না? আমরা আর কতকাল এইভাবে জীবনযাপন করব। আজ অনেকেই সালাত আদায় করার ব্যাপারে চিন্তা করে না, সব কাজ করতে পারে কিন্তু এক ওয়াক্ত সালাত আদায় করার ইচ্ছে হয় না। পরকালে কি জবাব দিতে হবে না, অনেকের ধারনা যে বয়স বেশি হলে সালাত আদায় করে ক্ষমা চেয়ে নিব। এটা আসলেই ভুল কথা আপনি যে কালকে বাঁচবেন এর নিশ্চয়তা বা কি? মুসলিম এবং কাফেরের মধ্যে তফাৎ হল সালাত। তাই সালাত পরলে আপনি মুসলিম না পরলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কে না জান্নাত পেতে চায়, তাই সেই জান্নাত পেতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে।
    ... ইনশাল্লাহ আমারা সালাতের ব্যাপারে মনযোগী হব। এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করব। এমন যেন না হয় ৪ ওয়াক্ত পরি কিন্তু ফজর পরি না। ৫ ওয়াক্ত পরতে হবে কারন আমাদের জন্য ৫ ফরজ করা হয়েছে, ৪ নয়। ইনশাল্লাহ আমরা এখন থেকে সব সময় সালাত আদায় করব।
    সালাত পরিত্যাগের কারনে আগুনে দগ্ধ করা হবে।
    কারন কুরআনে বলা আছে,
    তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবেঃ আমরা নামায পড়তাম না। [আল-মুদ্দাসিরঃ ৪১-৪৩] হাদিসে এসেছে, "ব্ ... Read more »
    Views: 303 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    সন্তান দুনিয়াতে আসার পর গোসল দিয়ে পরিষ্কার করে তার ডান কানে আযান দেয়া, তা ছেলে হোক বা মেয়ে হোক। এটি পিতা-মাতার উপর এজন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্বযে, শিশুর কানে সর্বপ্রথম আল্লাহর শ্রেষ্ঠত্বের আওয়াজ পৌঁছে দেয়া এবং ওত পেতে থাকা শয়তান যাতে তার কোন ক্ষতি না করতে পারে। হাদিসে এসেছে,
    আবূ রাফে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান ইবনে আলীর কানে আযান দিতে দেখেছি ।

    [সুনান আবূ দাউদ:৫১০৫]
    Views: 337 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    : শিশু যখন কথা বলা আরম্ভ করবে তখন থেকেই আল্লাহর তাওহীদ শিক্ষা দতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন,
    হে বৎস! আমি তোমাকে কয়েকটি বাক্য শিখাতে চাই। তুমি আল্লাহর অধিকারের হেফাযত করবে, আল্লাহও তোমার হেফাযত করবেন। তুমি আল্লাহর অধিকারের হেফাযত করবে, তুমি তাঁকে সর্বদা সামনে পাবে। যখন কোন কিছু চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। আর যখন সহযোগিতা চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে। আর জেনে রাখ! যদি পুরো জাতি যদি তোমার কোন উপকার করার জন্য একতাবদ্ধ হয়, তবে তোমার কোন উপকার করতে সমর্থ হবে না, শুধু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি পুরো জাতি যদি তোমার কোন ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়, তবে তোমার কোন ক্ষতি করতে সমর্থ হবে না, শুধু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। কলমের লিখা শেষ হয়েছে এবং কাগজসমূহ শুকিয়ে গেছে। [তিরমিযী: ২৫১৬]
    Views: 271 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)



    আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: "আমি দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি, আল্লাহর কসম! তিনি কখনও আমাকে ‘উহ্’ শব্দও বলেন নি এবং কখনও কোনো বিষয়ে আমাকে বলেন নি: তুমি কেন এটা করলে? কেন ওটা করলে না?”
    [মুসলিম, আস-সহীহ: ফাদায়েল / ১৩, হাদিস নং- ২৩০৯, ৪ / ১৮০৪]
    Views: 246 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)

    আবদুর রহমান ইবন যিয়াদ আল-ইফরিকী বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,"তিন শ্রেণীর মানুষের সালাত আল্লাহ তা‘আলা কবুল করবেন না; এক ব্যক্তি হলেন যিনি কোন সম্প্রদায়ের ইমামতি করেন, অথচ ঐ সম্প্রদায়ের লোক তাকে অপছন্দ করে। আরেক ব্যক্তি হল যে সালাতের ওয়াক্ত অতিবাহিত হলে সালাত আদায় করতে আসে এবং তৃতীয় আরেক ব্যক্তি হল যে স্বাধীন ব্যক্তিকে ধরে গোলামে পরিণত করে।”
    — [আবূ দাউদ, হাদিস নং- ৫৯৩ ; ইবনু মাজাহ, হাদিস নং- ৯৭০]
    Views: 320 | Added by: Jahir | Date: 2012-12-18 | Comments (0)