Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 21
فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ ﴿القلم: ٢٣﴾ তখন তারা বেরিয়ে পড়ল, আর তারা ফিসফিস করতে থাকল -- (৬৮: ২৩) (2) انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ ﴿المرسلات: ٣٠﴾ ''চলো সেই ছায়ার দিকে যার রয়েছে তিনটি স্তর, -- (৭৭: ৩০)
(3) انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ ﴿المرسلات: ٢٩﴾ ''তোমরা চলো তারই দিকে যাকে তোমরা অস্বীকার করতে, -- (৭৭: ২৯)
(4) وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ﴿البقرة: ٢٢٧﴾ আর যদি তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তালাকের, তবে নিঃসন্দেহ আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। (২: ২২৭)
(5) وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ ﴿البقرة: ٢٤١﴾ আর তালাক দেয়া নারীদের জন্যে ব্যবস্থা চাই পুরোদস্তুর মতে, ধর্মপরায়ণদের জন্য একটি কর্তব্য। (২: ২৪১)
(6) وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَىٰ هَارُونَ ﴿الشعراء: ١٣﴾ ''আমার বুক সংকুচিত হয়ে পড়েছে, আর আমার জিহ্বা বাক্পটু নয়, সেজন্য হারূনের প্রতিও ডাক পাঠাও। (২৬: ১৩)
...
Read more »
Views:
353
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
(1) لَّعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَّفْرُوضًا ﴿النساء: ١١٨﴾ ''আর আমি নিশ্চয়ই তাদের পথভ্রান্ত করবো, আর তাদের মধ্যে জাগাবো ব্যর্থ-কামনা, আর তাদের নির্দেশ দেবো -- ফলে তারা গবাদি-পশুর কর্ণচ্ছেদ করবে, আর আমি তাদের আদেশ করবো -- ফলে তারা আল্লাহ্র সৃষ্টি পাল্টে দেবে।’’ আর যে কেউ আল্লাহ্র পরিবর্তে শয়তানকে মূরব্বীরূপে গ্রহণ করে সে নিশ্চয়ই ডাহা লোকসানে ক্ষতিগ্রস্ত হবে। (৪: ১১৮) (2) قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ ﴿التحريم: ٢﴾ আল্লাহ্ তোমাদের জন্য বিধান দিয়ে রেখেছেন তোমাদের শপথগুলো থেকে মুক্তির উপায়; আর আল্লাহ্ তোমাদের রক্ষাকারী বন্ধু, আর তিনিই সর্বজ্ঞাতা, পরমজ্ঞানী। (৬৬: ২)
(3) بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ سُورَةٌ أَنزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿النور: ١﴾ একটি সূরাহ্ -- আমরা এটি অবতারণ করেছি এবং এটিকে অবশ্য-পালনীয় করেছি, আর এতে আমরা অবতারণ করেছি সুস্পষ্ট আয়াতস
...
Read more »
Views:
287
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
হযরত আবু আইয়্যুব আনসারী (রাঃ) থেকে বর্ণিত। রাসূল (সাঃ) ইরশাদ করেছেন- কোন মুসলমানের জন্য অপর মুসলমান ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করা হালাল নয় [এভাবে যে, সামনে পড়লে সালাম-কালাম করে না]। তাদের দেখা হলে একে অপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের মাঝে উত্তম সে ব্যক্তি যে আগে সালাম দিবে। অর্থাৎ আগে কথা বলবে।
আল মু’জামুল কাবীর, হাদীস নং-৩৯৪৯ মুয়াত্তা মালিক, হাদীস নং-৯১৬ সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৯১৩ সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৯৮১২
Views:
344
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
উবাদা ইবনে সামেত (রাঃ) থেকে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) বলেন, পৃথিবীর বুকে কোনো মুসলমান যখন আল্লাহ তা'আলার কাছে কোনো দুআ করে, তখন আল্লাহ তাআলা তা কবুল করে তাকে সেই বস্তু দান করেন অথবা ঐ বস্তুর সমপর্যায়ের কোন বিপদ সরিয়ে নেন। তবে শর্ত হলো সে দু'আ যেন গোনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুআ না হয়।’
{মুসনাদে আহমাদ,হাদিস নং-২২২৭৭, তিরমিযি,হাদিসঃ৩৩৯২,আল মুজামুল আওসাত,হাদিস নং-১৪৭, তাহাবী শরীফ}
Views:
305
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূলুল্লাহ (সাঃ) কয়েকজন সাহাবীকে নিয়ে একটা পড়ে থাকা মরা বকরীর বাচ্চার পাশে এসে দাঁড়ালেন। আমিও তাদের সাথে ছিলাম। তিনি বলেনঃ তোমরা কি মনে কর এই মরা বাচ্চাটিকে তার মালিক নিকৃষ্ট বলেই ফেলে দিয়েছে? সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলুল্লাহ! এর নিকৃষ্টতা ও মূল্যহীনতার কারণেই তারা এটিকে ফেলে দিয়েছে। তিনি বলেন- এটি তার মালিকের নিকট যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে এই দুনিয়া এর চেয়েও বেশী নিকৃষ্ট।
{কিতাবুয যুহুদ ওয়া রিকাক,হাদিস-৫০১, সুনান তিরমিযি,হাদিস নং-২৩২১,সুনান ইবনে মাজাহ,হাদিস নং-৪১১১,মুসনাদ আহমাদ,হাদিস নং-১৮০৩৫}
Views:
290
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
এক মহিলা জৈনিক বুযুর্গের নিকট এসে বললো! হযরত আমাকে এমন একটি তাবিজ দিন, যা ব্যবহার করলে আমার স্বামী আমার প্রতি নম্র-কোমল হয়ে যাবে। উক্ত বুযুর্গ কিছু পানি নিয়ে তাতে কোন কিছু না পড়ে তাকে দিয়ে দিলেন এবং বললেন, এ পানি বোতলে রেখে দিবে। যখন তোমার স্বামী ঘরে আসবে, তখন এ পানি হতে সামান্য কিছু মুখে নিয়ে বসে থাকবে এবং সে ঘর থেকে বের না হওয়া পর্যন্ত পানি মুখেই রাখবে। ফলে তোমার স্বামী পানির মতো হয়ে যাবে।
মহিলা তাই করলো। স্বামী যখন ঘরে আসতো, সে বোতলের মুখ খূলে কিছু পানি মুখে নিয়ে বসে থা...কতো, ফলে অল্প কিছু দিনের মধ্যেই স্বামী তার প্রতি অত্যন্ত নম্র-কোমল হয়ে গেলো।
তখন মহিলাটি কিছু নযরানা নিয়ে উক্ত বুযুর্গের কাছে গিয়ে বললো, হযরত! আমার স্বামী এখন আর আমাকে কঠিন কোন কথা বলে না। আমার প্রতি অত্যন্ত নম্র-কোমল ও সদয় হয়ে গেছে।
বুযুর্গ তখন মুচকী হেসে বললেন, সেটা তো একটা কৌশল ছিল। ঝাড়-ফুক বলতে কিছুই ছিল না। তোমার আচরণ থেকে আমি বুঝতে পেরেছিলাম যে, তুমি তোমার স্বামীর প্রতি রুক্ষ ভাষা প্রয়োগ করতে। ফলে সেও তোমার উপর কঠোরতা করতো।
...
Read more »
Views:
389
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
একজন মুসলিম বোন যিনি তার স্বামীকে এত ভালবাসেন অথচ সেই স্বামীর আমলনামায় সর্বদা গুনাহ লিখা হচ্ছে দাড়ি শেভ করার কারনে। আর সেই বোন তার স্বামীকে দাড়ি রাখার জন্য বলা তো দূরের কথা বরং দাড়ি শেভ করার জন্য বলছে অথবা স্বামী দাড়ি রাখতে চাইলেও উল্টা বাঁধা দিচ্ছে।
* একজন মুসলিম নারীর হবার কথা এরকম যে, নিজে পর্দা রক্ষা করে চলবেন, নিজে ৫ ওয়াক্...ত নামায আদায় করবেন এবং শামী-সন্তান ও পরিবারের সদস্যদের নামাযের ব্যাপারেও খেয়াল রাখবেন ইত্যাদি।
* একজন অবিবাহিত মুসলিম বোনের হবার কথা এরকম যে, তিনি এমন একজন পুরুষকে স্বামী হিসেবে আশা করবেন যে নাকি ৫ ওয়াক্ত নামায আদায় করেন এবং কুরআন ও সহীহ সুন্নাহ মেনে অর্থাৎ সৎ চরিত্রবান, দাড়িওয়ালা, টাখনুর উপর প্যান্ট পড়েন এবং হালালভাবে রোজগার করেন।
আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন। তবে নিজেরা হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহ্ তা'আলার কাছে দু'আ করতে হবে।
Views:
310
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
আসসালামু আলাইকুম...................... সকল প্রশংসা ও শুকরিয়া আল্লাহ তায়ালার জন্যে, এবং অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী রাসুল গনের উপর| বেশ কিছুদিন আগে, কুয়েতী দা’য়ী মিশারী আল-খারাজ এর উপস্থাপনায় ”كيف تتلذذ بالصلاة؟” নামে একটি আরবি প্রোগ্রাম প্রচারিত হয়েছিল যার মানে হলো: "কিভাবে নামাজের মধুরতা আস্বাদন করা যায়?” আমা...দের প্রায় সবারই নামাজের ‘খুশু’ কমবেশি হয়ে থাকে| খুশু কী? এটা আস...লে অন্তরের বা মনের একটি অবস্থা যা নামাজে প্রশান্তি, গাম্ভীর্য ও বিনম্রতা বজায় রাখে; যা হৃদয় থেকে বর্ষিত হয়ে আমাদের আল্লাহর সামনে বিনম্র ও আম্ত্মসমর্পিত করে| কোন কোন সময় নামাজে আমাদের আরাধনা এমন হয় যেনো আমরা প্রতিটা শব্দ কে ভেতর থেকে অনুভব করি; আবার অন্য সময় নামাজ শুধু নিয়ম মেনে উঠাবসা ছাড়া আর কিছুই হয় না| ইনশা-আল্লাহ, আমরা আগামী কিছুদিন নামাজের অতিগুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করব| এক আনসারী ও এক মুহাজির এর কাহিনী: সুনানে আবু দাউদ থেকে হাসান সনদে বর্ণিত; কোন একটি যুদ্ধের সময় নবী(সা দুজন পাহারাদার নিয়োগ করেন, তাদের একজন ছিলেন মুহাজি
...
Read more »
Views:
342
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
আবদুর রাহমান বিন আবি কারাদ থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। কিছু সংখ্যক সাহাবী তাঁর অজুর পানি নিজেদের গায়ে মাখতে শুরু করেন। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "কোন জিনিস তোমাদেরকে এ কাজ করতে উদ্বুদ্ধ করেছে?” তাঁরা বললেন, "আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি ভালবাসা।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবেসে পরিতৃপ্ত হয় অথবা আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসা পেতে চায় তারা যেনো সদা সত্য কথা বলে। সঠিক অর্থে আমানতের হিফাজত করে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করে।” - মিশকাত ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধার কারণে বরকত লাভের আশায় তাঁর ওজুর পানি হাতে ও মুখে মাখা কোন মন্দ কাজ ছিলনা হিসেবেই তিনি সাহাবাগণকে তিরস্কার করেননি। বরং তিনি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের উন্নত পন্থার প্রতি ইঙ্গিত করে বলেছেন, আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ নির্দেশ প্রতিপালন করো। রাসূল যে জীবন বিধান নিয়ে এসেছেন তাকে নিজের জীবনে পূর্ণরূপে মেনে চলা এবং রাসূলের পূর্ণ অনুসরণ করাই হলো
...
Read more »
Views:
320
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
কুরআন মজীদের অন্য আয়াতে আছে, ইবলিস-শয়তান আদম সন্তানকে ধোঁকা দেওয়ার আরজী পেশ করলে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, "তোর আওয়াজ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারিস পদস্খলিত কর”।-সূরা ইসরা : ৬৪ এ আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। বিখ্যাত তাবেয়ী মুজাহিদ রাহ. বলেন, ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। আল...্লামা ইবনুল কাইয়্যিম রাহ. বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে, যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান-বাদ্যই সেরা। এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে।-ইগাছাতুল লাহফান ১/১৯৯ বস্তুত গান বাজনার ক্ষতিকর প্রভাব এত বেশি যে, তা নাজায়েয হওয়ার জন্য আলাদা কোনো দলীল খোঁজার প্রয়োজন পড়ে না। এতদসত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বহু হাদীসের মাধ্যমে তা প্রমাণিত। • গান-গায়িকা এবং এর ব্যবসা ও চর্চাকে হারাম আখ্যায়িত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-তোমরা গায়িকা (দাসী) ক্রয়-বিক্রয় কর না এবং তাদেরকে
...
Read more »
Views:
618
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
আসলে তারা কুরআনকে অপব্যাখ্যা করে মুসলীম জাতিকে সঠিক বিশ্বাস থেকে সরিয়ে পথভ্রষ্টাতার মরুভূমিতে ঘুরপাক খাওয়াতে চায়। এ সম্পর্কে আল্রাহ তা’য়ালা কোরআনুল কারিমে বলেন, "নিশ্চয়ই নবী আপনি মৃত্যু বরণ করবেন এবং আপনার পূর্বে সকলেই মৃত্যু বরণ করেছে।” (সুরা যুমারঃ ৩০)
নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষ হিসেবেই প্রেরিত হয়েছিলেন। তিনি রক্তে মাংসে আমাদের মতই মাটির তৈরী। তাঁকে নূরের তৈরী বলার কোন যুক্তি নাই। এ সম্পর্কে সুরা কাহাফের সর্বষেশ আয়াতে আল্লাহ তা’য়ালা বলেন, আপনি বলুন, "আমি হুবহু তোমাদের মতই একজন মানুষ।”
Views:
750
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
ইসলামের সাথে শবে বরাতের কোন সম্পর্ক নাই, নেছফে শা’বান শিয়ারা ইমাম মেহদীর জন্ম উৎসব পালন করে এবং এই দিনে তারা হালুয়া (মিষ্টি) খাবার বিতরন করে অনেক ইবাদত বন্দেগী করে, আর শিয়ারা কিছু জাল (মিথ্যা)হাদীস বানিয়ে আমাদের উপমহাদেশে চালিয়ে দিয়েছে এটাকে পুঁজি করে আমাদের দেশের কিছু কাটমোল্লারা যাদের ব্যাবসা মিলাদ পড়ানো,কবর পুজা, মাযার পুজা, পীর মুরীদি,কুলখানী, চল্লিশা ইত্যাদী, তারাই শবে বরাত ...পালন শুরু করেছে। আমরা জানি দুনিয়ার একটা দেশ ইরান, যে দেশটা শিরক, বেদা’আত, মাযহাব, মাজার পুঁজা, কবর পুঁজা, পীর মুরীদির কারখানা, আর ইরানের ভাষা হচ্ছে ফার্সি এবং শবে বরাত আসছে ফার্সি ভাষা থেকে এতেই প্রতীয়মান হয় শবে বরাত ইসলামের কোন কিছুই না। আমরা অনুসরণ করব নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ (সঃ)কে এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেনঃ وَمَآ ءَاتَٮٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَانَہَٮٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ অর্থ; "রসুল (সঃ)যা তোমাদেরকে দেন তা গ্রহণ কর এবং যা কিছু নিষেধ করেন তা থেকে বিরত থাক।” (সূরা আল-হাশর:৭) তাই আসুন আমরা সকলে বিদা’আত
...
Read more »
Views:
296
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
 নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রামাদ্বানল মুবারাকি ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আন্তাস সামীয়ুল আলীম। অর্থঃ- আগামী কাল পবিত্র রমজার মাসের ফরজ রোজা মনস্ত করলাম,তৃমি তা গ্রহণ কর,বাস্ববিক তুমি শ্রোতা ও জ্ঞানী। প্রচলিত এই রোজার নিয়াত পড়া স্পষ্ট "বেদা’আত” রোজার এই নিয়াত পড়া হাদীস দ্বারা প্রমানিত নয়, প্রচলিত এই নিয়াত যে ব্যক্তি পড়বে অবশ্যই সে একটা তাজা... মিথ্যা বলে তার রোজা শুরু করছে, আরবি দিনপঞ্জীতে দিনের শুরু হয় মাগরিবের পর খেকে এবং ইংরেজী ও অন্যান্য দিনপঞ্জীতে দিনের শুরু রাত বারটার পর খেকে এই নিয়াতে মজার বিষয় হচ্ছে সেহরী খাইতেছে আজকের রোজা রাখার জন্য আর নিয়াত করছে আগামীকালের। কোরআন ও হাদীসে এই ধরনের অসামঞ্জস্যতা থাকতে পারেনা নিঃসন্দেহে প্রচলিত এই রোজার নিয়াত মানুষের বানানো, প্রত্যেক মুমিনের রোজার এই নিয়াত পড়া থেকে বিরত থাকা অপরিহার্য।See More
Views:
1210
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
এই ছবিটি তুলেছেন "মার্ট" নামের একজন ব্রিটিশ ফটোগ্রাফার। ছবি সম্পর্কে তিনি বলেনঃ
"আমি দেখলাম খাবারের জন্য এই কাঠবিড়ালীটি সব দিকে ছুটাছুটি করল, কিন্তু ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এভাবে আকাশের দিকে দুই হাত বাড়িয়ে দিল। যেন মনে হচ্ছে আল্লাহর কাছে সে প্রানান্তকর ভাবে খাদ্য ভিক্ষা চাইছে বেঁচে থাকার জন্য। সংগ্রহ ফেসবুকের বন্ধু Missile Man এর পোস্ট থেকে ছোট্ট একটা কাঠবিড়ালী বোঝে কোন কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হয়, কিন্তু কিছু মানুষ আছে যারা মানুষ হয়েও মৃত মানুষের কাছে,খাজা বাবার কাছে, মৃত পীরের কাছে,মাযারের কাছে চায়।
Views:
432
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
রাসুলুল্লাহ (সা:)বলেছেন, যেনাকার ও যেনাকারিনী কেয়ামত পযর্ন্ত উলঙ্গ অবস্থায় আগুনে জ্বলতে থাকবে। (বুখারী /মিশকাত ৪৬২১)  আসুন জেনে নেই যেনা কত প্রকার ও কি কি ? ব্য...ভিচারীর শাস্তি কি ? ব্যভিচারীর তওবা কবুল হয় কি ? উত্তরঃ যিনা বিভিন্ন প্রকার হতে পারে । নিজের স্ত্রী ব্যতীত অন্য মহিলার সাথে জৈবিক চাহিদা পূরণ করাকে যৌনাঙ্গের যিনা বলে । এছাড়া চোখের যিনা হচ্ছে মাহরাম ব্যতীত অন্য মহিলার দিকে কামনার দৃষ্টি নিক্ষেপ করা । মুখের বা জিহ্বার যিনা হচ্ছে কামভাবে কথা বলা (বুখারী , ফাতহুল বারী হা/৬২৪৩ , ১১/৩০) । অবিবাহিত ব্যভিচারীর শাস্তি ১০০ বেত্রাঘাত এবং বিবাহিতের শাস্তি হচ্ছে রজম (কোমর পর্যন্ত পুতে পাথর মেরে হত্যা) (ইবনু মাজাহ হা /২৫৫০ ; ইরওয়া হা/২৩৪১) । উল্লেখ্য ,ইসলামী দেশের শাসক বা তার প্রতিনিধিই কেবল এই শাস্তি কার্যকর করতে পারেন (ফাতাওয়া লাজনা দায়িমাহ , ২২/৩৫) । যিনা-ব্য
...
Read more »
Views:
3813
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
জুম’আর সালাত ফরজ; তবে ঐ সব পুরুষদের জন্য, যাদের উপর জামা’আতে সালাত আদায় করা ওয়াজিব। আল্লাহ তায়ালা বলেন, يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا نودِىَ لِلصَّلوٰةِ مِن يَومِ الجُمُعَةِ فَاسعَوا إِلىٰ ذِكرِ اللَّهِ وَذَرُوا البَيعَ ۚ ذٰلِكُم خَيرٌ لَكُم إِن كُنتُم تَعلَمونَ "হে মু’মিনগণ! জুম’আর দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর স্মরনে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ কর, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি কর।” (সূরা জুম’আঃ৯) উল্লেখ্য যে, فَاسعَوا ‘ফাস’আউ’ শব্দের অর্থ এখানে দৌড়ানো উদ্দেশ্য নয়। অর্থাৎ আযান হওয়া মাত্র সকল কাজ বাদ দিয়ে সালাত আদায়কে সবকিছুর উপর গুরুত্ব ও প্রাধান্য দিতে হবে। এখানে এই অর্থই বোঝানো হয়েছে। সালাতে দৌড়ে আসতে হবে- এটা বুঝান হয়
...
Read more »
Views:
353
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
নবী (সা) বলেনঃ
যে ব্যক্তি সৎ পথের দিকে আহ্বান জানাবে সে তার অনুসারীদের সমতুল্য নেকীর অধিকারী হবে, তাতে তার নেকীর কিছুই হ্রাস পাবে না।
[সহীহ মুসলিম, ২৬৭৪]
Views:
320
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
আর তার (মুশরেকরা) আল্লাহ ভিন্ন এমন কতিপয়ের ইবাদত করে, যারা তাদের কোন অপকারও করতে পারেনা এবং তাদের কোন উপকারও করতে পারেনা, ও তারা বলে-এরা হল আল্লাহ তায়ালার কাছে আমাদের সুপারিশকারী। (হে রাসূল!) আপনি বলে দিন, তোমরা কি আল্লাহ তায়ালাকে এমন বিষয়ের সংবাদ দিচ্ছ যা আছে বলে তিনি (নিজেও) জানেন না, না আসমানে না জমিনে! তিনি তাদের শিরকী কার্যকলাপ হতে পবিত্র ও অনেক ঊর্দ্ধে " (সূরা ইউনুস-১৮) "হে পয়গম্বর! আপনি মুশকদেরকে জিজ্ঞেস করুন যে, বল তো কে তোমাদেরকে আসমান জমিন থেকে রুযী দেন? এবং কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতের ভেতর থেকে বের করেন এবং কে মৃতকে জীবিতের মধ্য থেকে বের করেন? কে করেন কর্মসম্পাদনের ব্যবস্থাপনা? তারা পরিস্কার বলবে যে, মহান আল্লাহ।(সূরা ইউনুস-৩১) "তাঁর নিকট রয়েছে গায়েবের চাবিসমূহ, এবং এক তিনি ছাড়া এ সম্পর্কে কারও জ্ঞান নেই।” (সূরা আল আনআম, ৬ : ৫৯) ... "আজকে (কিয়ামতের দিন) তোমাদের কেউ কাউকে উপকার কিংবা ক্ষতি করতে পারবে না। আর আমি অপরাধীদেরকে বলব-জাহান্নামের আগুনের স্বাদ গ্রহণ কর দুনিয়ায় যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ। (সুরা সাবা: ৪২)
...
Read more »
Views:
346
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
আমরা ইসলাম সম্পর্কিত এমন অনেক শব্দ আরবী মনে করে বলে থাকি যা আসলে আরবী নয়, বরং বেশীরভাগই উর্দু/ফার্সি ভাষার শব্দ। যেমন, ‘খোদা’ শব্দটি কুরআন বা হাদীসে কোথাও আসেনি; এটি একটি ফার্সি শব্দ। এটি আল্লাহ্র ৯৯ নামের মধ্যেও নেই। কাজেই আমরা ‘খোদা হাফেজ’ না বলে ‘আল্লাহ্ হাফিজ’ বলব। অথবা ‘খোদার কসম’ না বলে ‘আল্লাহ্র কসম’ বলব। আসুন জেনে নেই এমন আরও কিছু শব্দ যা আমরা আরবী মনে করে ব্যবহার করে থাকি।
নামাজঃ সালাত ... রোজাঃ সাওম দুরুদঃ সালাওাত জায়নামাজঃ সাজ্জাদা তসবীহ (গননা করার জন্য দানার তৈরি মালা)ঃ মাসবাহা সওয়াব/নেকীঃ হাসানাহ গুনাহঃ খতিয়াহ শবে ক্বদরঃ লাইলাতুল ক্বদর যবরঃ ফাতহাহ যেরঃ কাসরাহ পেশঃ দামমাহ (কুরআনের) পারাঃ জুয ফেরেশতাঃ মালা-ইকা বেহেশতঃ জান্নাত দোযখঃ জাহান্নাম পাকঃ তাহারাহ নাপাকঃ নাজাসাহ ছতরঃ আওরাহ বোরখাঃ আবায়া
Views:
557
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
স্বাধীনতা বিষয়ক নাটক সিনেমায় দেখতে দেখতে ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকে গেছে রাজাকার মানেই হুজুর অর্থাৎ মুখে দাড়ি , মাথায় টুপি , চোখে সুরমা , হাতে তসবি । একজন তরুণ যুবক নিয়মিত ইসলাম প্র্যাকটিস করলে , বন্ধুদের মাঝে দীনি দাওয়া নিয়ে উপস্থিত হলে তাকে রাজাকার বলা হচ্ছে । অথচ এই দীনি যুবকদের মধ্যে এমন অনেকে আছে তখনকার মুক্তিযুদ্ধের সময়ে যাদের মায়ের জন্মও হয় নি । এটা রাজাকার ও ইসলাম কে মিলিয়ে ফেলা ধর্ম বিদ্বেষীদের একটা কূটকৌশল মাত্র । ইসলাম বিরোধী কত্রিক তাদের দোসরের মাধ্যমে সুকৌশলে আমাদের ভিতরে ধর্ম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে , আর আমরা তাদের পাতানো ফাঁদে পা দিয়ে তাদের শিখানো মন্ত্রগুলো সেইভাবে গিলতেছি যেইভাবে তারা চাইতেছে । যারা ইসলামী জ্ঞান অর্জনের সহিত বিবেক ও বোধশক্তি দিয়ে ইসলাম না বুঝে ইসলামের বিরুদ্ধে ধর্ম বিরোধীদের কার্যক্রমে সমর্থন যোগায় তারা কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে । [বিশেষ দ্রষ্টব্য : এখানে কেউ যদি ভাবেন এডমিন সুকৌশলে যুদ্ধপরাধীর পক্ষ নিতে চেয়েছে , তাহলে বুঝতে হবে আপনার অন্তরে সমস্যা আছে । আমি একজন মুসলিম , আ...মি ইসলামের সাথে সাংঘর্ষ
...
Read more »
Views:
324
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ , 'আমরা যেন আগামীকাল নিন্মের ৩য় শ্রেনীভুক্ত হতে পারি ইনশাআল্লাহ' * রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম বলেছেন: ... => "জুম'আর সালাতে ৩ ধরনের লোক হাজির হয় ॥ ১. এক ধরনের লোক আছে, যারা আল্লাহর মসজিদে প্রবেশের পর তামাশা করে, তারা বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তামাশা ছাড়া কিছুই পাবে না ॥ ২. দ্বিতীয় আরেক ধরনের লোক আছে, যারা জুমু'আয় হাজির হয়, সেখানে কিছু দোয়া মোনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না ॥ ৩. তৃতীয় প্রকার লোক যারা জুম'আয় হাজির হয়; চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কারো ঘাড় ডিঙিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না,
* তাদের ২ জুম'আর মধ্যবর্তী ৭ দিন সহ আর ও ৩ দিন যোগ করে মোট ১০ দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন" [আবু দাউদ
Views:
266
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
‘খুশূ’-এর আভিধানিক অর্থ হ’ল দীনতার সাথে অবনত হওয়া, ধীরস্থির হওয়া ইত্যাদি। ইবনু কাছীর বলেন, খুশূ অর্থ- স্থিরতা, ধীরতা, গাম্ভীর্য, বিনয় ও নম্রতা।[3] ইবনুল ক্বাইয়িম বলেন, খুশূ হ’ল হৃদয়কে দীনতা ও বিনয়ের সাথে প্রতিপালকের সম্মুখে উপস্থাপন করা।[4] প্রত্যেক ইবাদত কবুল হওয়া এবং তার প্রকৃত স্বাদ আস্বাদন করার আবশ্যিক শর্ত হ’ল খুশূ। আর শ্রেষ্ঠ ইবাদত ছালাতের ক্ষেত্রে এর আবশ্যিকতা যে কত বেশী তা বলার অপেক্ষা রাখে না। তাই আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন وَقُومُوْا لِلَّهِ قَانِتِيْنَ ‘তোমরা আল্লাহর সম্মুখে দন্ডায়মান হও বিনীতভাবে’ (বাক্বারাহ ২/২৩৮)। তিনি আরো বলেন,قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُوْنَ- الَّذِيْنَ هُمْ فِيْ صَلاَتِهِمْ خَاشِعُوْنَ- ‘ঐ সকল মুমিন সফলকাম, যারা ছালাতে বিনয়াবনত’ (মুমিনূন ২৩/১-২)। ... খুশূ বা একাগ্রতার স্থান হৃদয়ের গভীরতম প্রদেশে। কিন্তু এর প্রভাব বিকশিত হয় অঙ্গ-প্রত্যঙ্গে। অন্যমনস্ক হওয়ার দরুন আত্মিক জগতে বিঘ্ন সৃষ্টি হ’লে বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গেও তার কুপ্রভাব পড়ে। তাই হৃদয় জগতকে একাগ্রতা ও একনিষ্ঠতায় পরিপূর্ণ করতে সক্ষম হ’লেই ছালাতের প্রকৃত স্বাদ পাওয়া
...
Read more »
Views:
268
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
তাকওয়ার ফলে মুসিবত ও দুশমনের মোকাবিলার মুহূর্তে আসমান থেকে সাহায্য অবতীর্ণ হয়। আল্লাহ তা‘আলা বলেন: "আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় কর, আশা করা যায়, তোমরা শোকরগুজার হবে। স্মরণ কর, যখন তুমি মুমিনদেরকে বলছিলে, ‘তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাযিলকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন’? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধর এবং তাকওয়া অবলম্বন কর, আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন।” [সূরা আলে ইমরান: (১২৩-১২৫)]
Views:
360
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
|
বাংলাদেশীহিসাবে আমাদের অনেকের ই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলে...ন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র। আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? 1. প্রথম ২ সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬। 2. পরবর্তী ১ সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড। • সিটি কর্পোরেশনের জন্য – ৯ • ক্যান্টনমেন্ট – ৫ • পৌরসভা – ২ • পল্লী এলাকা - ১ • পৌরসভার বাইরে শহর এলাকা – ৩ • অন্যান্য – ৪ 3. পরবর্তী ২ সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড 4. পরবর্তী ২ সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য) 5. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর। বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড
...
Read more »
Views:
285
|
Added by:
Jahir
|
Date:
2012-12-21
|
| |
|