Wednesday, 2025-07-02, 7:34 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 16 » মুসলমানের বাচ্চাও শহীদ মিনার বা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাত না
3:31 AM মুসলমানের বাচ্চাও শহীদ মিনার বা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাত না |
যদি আমাদের দেশের মানুষ সর্বপ্রথম কিভাবে শিরকের উত্পত্তি হয় তা জানত, যদি তাদের মিনিমাম ইসলামী জ্ঞান থাকত তাহলে একটা মুসলমানের বাচ্চাও শহীদ মিনার বা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাত না । তারা ইট পাথর বালি দ্বারা তৈরী মূর্তি, অগ্নিশিখার সামন... ে খালি পায়ে হেটে শ্রদ্ধাঞ্জলি জানাত না । নিশ্চয়ই শহীদগণ জান্নাতি, তারা আপনার আমার এই বিধর্মীয় তরীকায় শ্রদ্ধাঞ্জলীর মূখাপেক্ষী নয় ।
সত্যিই যদি তাদের প্রতি ভালবাসা থাকে তাহলে শহীদদের জন্য দুআ করুন, তাদের কবর যিয়ারত করুন, তাদের নামে দান-খয়রাত করুন । এটাই একমাত্র ইসালামী তরীকা মুসলিমদের জন্য । এছাড়া ইসলামে আর কিছুই জায়েয নেই । যেখানে মূর্তি, সৌধ, মিনার নির্মাণ করাই ইসলামে সম্পূর্ণ হারাম সেখানে যেকোন পদ্ধতিতে শ্রদ্ধা হোক পূজা হোক তা হারাম হবে তা বলার অপেক্ষা রাখেনা ।
রাজাকার, দেশদ্রোহী বা যা ইচ্ছা বলে গালি দিতে পারেন কিন্তু হাশরের ময়দানে জানিনা, জানতাম না বলে পার পাবেন না ইনশাআল্লাহ । আমাদের দায়িত্ব হক্ব প্রচার করা কিন্তু হেদায়াতের মালিক আল্লাহ । রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘একটি আয়াত হ’লেও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও" বিদায় হজ্জের ভাষণেও রাসূলুল্লাহ (ছাঃ) একই নির্দেশ প্রদান করেছেন, أَلَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ ‘উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিতদের নিকট পৌঁছিয়ে দেয়’।
যদি এই পেইজের একজন সদস্যকেও আমরা বুঝাতে সক্ষম হই তাহলেই আমরা সার্থক । রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি হেদায়াতের দিকে মানুষকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ ছওয়াব রয়েছে, যে পরিমাণ ছওয়াব পাবে তাকে অনুসরণকারীগণ। এতে অনুসরণকারীগণের ছওয়াব সামান্যতম কমবে না।
খায়বার যুদ্ধের সেনাপতি আলী বিন আবু তালিবকে নছীহতের পর রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, فَوَاللهِ لَأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلاً وَاحِداً خَيْرٌ لَكَ مِنْ حُمُرِ النَّعَمِ ‘আল্লাহর কসম! তোমার মাধ্যমে আল্লাহ যদি একজন লোককেও হেদায়াত দান করেন, তবে সেটা তোমার জন্য লাল উটের (কুরবানীর) চেয়েও উত্তম হবে।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাওফিক দান করুন -আমীন
|
Views: 375 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|