Tuesday, 2025-07-01, 8:58 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 2 Guests: 2 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 16 » তোমরা কোন প্রশংসাকারীকে প্রশংসা করতে দেখলে, তার মুখে মাটি নিক্ষেপ করবে।
7:38 PM তোমরা কোন প্রশংসাকারীকে প্রশংসা করতে দেখলে, তার মুখে মাটি নিক্ষেপ করবে। |
হযরত মিকদাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন প্রশংসাকারীকে প্রশংসা করতে দেখলে, তার মুখে মাটি নিক্ষেপ করবে।
– – মুসলিম
ব্যাখ্যাঃ প্রশংসাকারী বলে তাদেরকে বুঝানো হয়েছে যাদের পেশাই হচ্ছে কোন ব্যক্তির সামনে প্রশংসা করা। এরা স্বার্থ আদায়ের জন্য লোকের প্রশংসায় আকাশ বাতাস মুখরিত করে। যে গুণ তার মধ্যে নেই তা প্রকাশ করে। এ স্তুতি বাক্য গদ্য পদ্য সঙ... ্গীতও হতে পারে। জাহেলী যুগ থেকে শুরু করে সকল যুগে এ ধরনের লোকের আবির্ভাব দেখা যায়। এ সকল লোকের ক্ষেত্রে বলা হয়েছে যখন এরা স্বার্থ আদায়ের উদ্দেশ্যে এরূপ সত্য মিথ্যা কবিতা ও গানসহ আগমন করে, তখন তাদের মুখে মাটি নিক্ষেপ কর। অর্থাৎ তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দাও। এ ধরণের ব্যক্তি আমাদের সমাজেও বিরল নয়। বিশেষ করে রাজনীতিবিদ ও কবি-সাহিত্যিক।
হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্যের শক্তি প্রদান করবেন। আর ধৈর্য্যধারন হতে অধিক উত্তম ও ব্যাপক কল্যাণকর আর কিছুই কাউকে দান করা হয়নি।
– বুখারী, মুসলিম
ব্যাখ্যাঃ বিপদের পরীক্ষায় অবতীর্ণ হয়ে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করতে সক্ষম হয় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ... র প্রতি তার সুদৃঢ় বিশ্বাস না জন্মে। এমনিভাবে সে ব্যক্তিও কখনো ধৈর্য ধারণ করতে সক্ষম হয় না, যার মধ্যে কৃতজ্ঞতার গুণ বৈশিষ্ট্য বিদ্যমান না থাকে। এভাবে চিন্তা করলে দেখা যাবে যে, ধৈর্যধারণ গুণ মানব জীবনে অনেক সদগুণের সমাবেশ ঘটায়।
|
Views: 354 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|