Wednesday, 2025-07-02, 10:17 AM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 20 » নবীজী একদিন আমাদের সদকার আদেশ দিলেন।
8:42 AM নবীজী একদিন আমাদের সদকার আদেশ দিলেন। |
হযরত ওমর (রাঃ) বলেনঃ
নবীজী একদিন আমাদের সদকার আদেশ দিলেন। সে সময় আমার সম্পদের পরিমাণও ভালো ছিল। আমি মনে মনে বললাম, আজ আমি ছওয়াবের কাজে আবু বকরের চেয়ে অগ্রগামী হতে পারব। অতএব আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে এলাম।
নবীজী আমাকে বললেনঃ তোমার পরিবার-পরিজনের জন্য কী রেখেছ? আমি বললাম, এর সমপরিমাণ।
এরপর বলেনঃ হযরত আবু বকর তাঁর সমুদয় সম্পদ নিয়ে হাযির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাস...া করলেন, পরিবারের জন্য কী রেখে এসেছ? তিনি বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি।
হযরত ওমর (রাঃ) বলেন, আমি বললাম, খোদার কসম! আমি কখনো তাঁকে অতিক্রম করতে পারব না।
* ইমাম তিরমিযী বলেন, হাদীসটি সহীহ-হাসান পর্যায়ের।
{জামে তিরমিযী হাদীস ৩৯২১}
|
Views: 315 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|