Tuesday, 2025-07-01, 9:56 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 21 » স্বাধীনতা বিষয়ক নাটক সিনেমায় দেখতে দেখতে ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকে গেছে রাজাকার মানেই হুজুর
2:29 AM স্বাধীনতা বিষয়ক নাটক সিনেমায় দেখতে দেখতে ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকে গেছে রাজাকার মানেই হুজুর |
স্বাধীনতা বিষয়ক নাটক সিনেমায় দেখতে দেখতে ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকে গেছে রাজাকার মানেই হুজুর অর্থাৎ মুখে দাড়ি , মাথায় টুপি , চোখে সুরমা , হাতে তসবি । একজন তরুণ যুবক নিয়মিত ইসলাম প্র্যাকটিস করলে , বন্ধুদের মাঝে দীনি দাওয়া নিয়ে উপস্থিত হলে তাকে রাজাকার বলা হচ্ছে । অথচ এই দীনি যুবকদের মধ্যে এমন অনেকে আছে তখনকার মুক্তিযুদ্ধের সময়ে যাদের মায়ের জন্মও হয় নি ।
এটা রাজাকার ও ইসলাম কে মিলিয়ে ফেলা ধর্ম বিদ্বেষীদের একটা কূটকৌশল মাত্র । ইসলাম বিরোধী কত্রিক তাদের দোসরের মাধ্যমে সুকৌশলে আমাদের ভিতরে ধর্ম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে , আর আমরা তাদের পাতানো ফাঁদে পা দিয়ে তাদের শিখানো মন্ত্রগুলো সেইভাবে গিলতেছি যেইভাবে তারা চাইতেছে । যারা ইসলামী জ্ঞান অর্জনের সহিত বিবেক ও বোধশক্তি দিয়ে ইসলাম না বুঝে ইসলামের বিরুদ্ধে ধর্ম বিরোধীদের কার্যক্রমে সমর্থন যোগায় তারা কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে ।
[বিশেষ দ্রষ্টব্য : এখানে কেউ যদি ভাবেন এডমিন সুকৌশলে যুদ্ধপরাধীর পক্ষ নিতে চেয়েছে , তাহলে বুঝতে হবে আপনার অন্তরে সমস্যা আছে । আমি একজন মুসলিম , আ...মি ইসলামের সাথে সাংঘর্ষিক যেকোনো অন্যায়ের বিরুদ্ধে এবং আমি বিচার চাই সেইসব হায়ানাগুলোর যারা ইসলামের আদর্শের বিপরীতে মুক্তিযুদ্ধের সময় কর্মকাণ্ডে জড়িত ছিল , সেই আমার অতি নিকট আপনজন হলেও । আমি অবশ্যই সুষ্ঠ বিচার দাবী করি , সুনির্দিষ্ট প্রমাণের ভিক্তিতে প্রকৃত অপরাধীর শাস্তি হোক । কিন্তু একজন বিধর্মীর ব্যাপারে হলেও অন্যায় ভাবে বিচারের নামে প্রহসনকে আমি সমর্থন করিনা ।
আর , প্রমাণ পাওয়া এতোটা দুষ্কর বলে আমি মনে করিনা । তৎকালীন অনেক বিদেশী সাংবাদিক কাজ করেছিল যারা অতি দুর্লভ কিছু ব্যাপার কালেক্ট করেছিল(যেমনটা করেছিল মুক্তিযুদ্ধের পর নিখোঁজ 'জহির রায়হান') , তারা কালেকশন গুলোর ব্যাপারে বিভিন্ন সময় বিবৃতিও দিয়েছিল । সরকারের উচিত , জোরপূর্বক বিচার করে জাতির সাথে প্রতারনা না করে তৎকালীন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের অবস্থা বহিঃবিশ্বে জানানোর জন্য যারা কাজ করেছিল তাদের এবং সকলের সহযোগিতা নিয়ে একটি নিরপেক্ষ প্রকাশ্য বিচারের ব্যবস্থা করা যাতে আমরা বলতে পারি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনের ইজ্জত লুটে জড়িত ছিল তাদের শাস্তি হয়েছে ]
|
Views: 325 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|