Tuesday, 2025-07-01, 9:07 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 4 Guests: 4 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 21 » “শবে বরাত”
|
ইসলামের সাথে শবে বরাতের কোন সম্পর্ক নাই, নেছফে শা’বান শিয়ারা ইমাম মেহদীর জন্ম উৎসব পালন করে এবং এই দিনে তারা হালুয়া (মিষ্টি) খাবার বিতরন করে অনেক ইবাদত বন্দেগী করে, আর শিয়ারা কিছু জাল (মিথ্যা)হাদীস বানিয়ে আমাদের উপমহাদেশে চালিয়ে দিয়েছে এটাকে পুঁজি করে আমাদের দেশের কিছু কাটমোল্লারা যাদের ব্যাবসা মিলাদ পড়ানো,কবর পুজা, মাযার পুজা, পীর মুরীদি,কুলখানী, চল্লিশা ইত্যাদী, তারাই শবে বরাত ...পালন শুরু করেছে। আমরা জানি দুনিয়ার একটা দেশ ইরান, যে দেশটা শিরক, বেদা’আত, মাযহাব, মাজার পুঁজা, কবর পুঁজা, পীর মুরীদির কারখানা, আর ইরানের ভাষা হচ্ছে ফার্সি এবং শবে বরাত আসছে ফার্সি ভাষা থেকে এতেই প্রতীয়মান হয় শবে বরাত ইসলামের কোন কিছুই না। আমরা অনুসরণ করব নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ (সঃ)কে এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেনঃ وَمَآ ءَاتَٮٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَانَہَٮٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ অর্থ; "রসুল (সঃ)যা তোমাদেরকে দেন তা গ্রহণ কর এবং যা কিছু নিষেধ করেন তা থেকে বিরত থাক।” (সূরা আল-হাশর:৭) তাই আসুন আমরা সকলে বিদা’আতকে বর্জন করি আর সুন্নাত কে আঁকড়ে ধরি
|
Views: 297 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|