Tuesday, 2025-07-01, 11:30 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 21 » অজুর পানি নিজেদের গায়ে মাখতে শুরু করেন। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
7:05 PM অজুর পানি নিজেদের গায়ে মাখতে শুরু করেন। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন |
আবদুর রাহমান বিন আবি কারাদ থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন। কিছু সংখ্যক সাহাবী তাঁর অজুর পানি নিজেদের গায়ে মাখতে শুরু করেন। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "কোন জিনিস তোমাদেরকে এ কাজ করতে উদ্বুদ্ধ করেছে?” তাঁরা বললেন, "আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি ভালবাসা।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবেসে পরিতৃপ্ত হয় অথবা আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসা পেতে চায় তারা যেনো সদা সত্য কথা বলে। সঠিক অর্থে আমানতের হিফাজত করে এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করে।”
- মিশকাত
ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধার কারণে বরকত লাভের আশায় তাঁর ওজুর পানি হাতে ও মুখে মাখা কোন মন্দ কাজ ছিলনা হিসেবেই তিনি সাহাবাগণকে তিরস্কার করেননি। বরং তিনি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের উন্নত পন্থার প্রতি ইঙ্গিত করে বলেছেন, আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ নির্দেশ প্রতিপালন করো। রাসূল যে জীবন বিধান নিয়ে এসেছেন তাকে নিজের জীবনে পূর্ণরূপে মেনে চলা এবং রাসূলের পূর্ণ অনুসরণ করাই হলো তাঁর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের সর্বোত্তম পন্থা। তবে শর্ত এই যে, রাসূলের সহিত আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে।
## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।
|
Views: 321 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|