Tuesday, 2025-07-01, 9:37 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 21 » স্বামীর প্রতি একজন মুসলিম বোনের এটা কেমন ভালবাসার নমুনা???
7:17 PM স্বামীর প্রতি একজন মুসলিম বোনের এটা কেমন ভালবাসার নমুনা??? |
একজন মুসলিম বোন যিনি তার স্বামীকে এত ভালবাসেন অথচ সেই স্বামীর আমলনামায় সর্বদা গুনাহ লিখা হচ্ছে দাড়ি শেভ করার কারনে। আর সেই বোন তার স্বামীকে দাড়ি রাখার জন্য বলা তো দূরের কথা বরং দাড়ি শেভ করার জন্য বলছে অথবা স্বামী দাড়ি রাখতে চাইলেও উল্টা বাঁধা দিচ্ছে।
* একজন মুসলিম নারীর হবার কথা এরকম যে, নিজে পর্দা রক্ষা করে চলবেন, নিজে ৫ ওয়াক্...ত নামায আদায় করবেন এবং শামী-সন্তান ও পরিবারের সদস্যদের নামাযের ব্যাপারেও খেয়াল রাখবেন ইত্যাদি।
* একজন অবিবাহিত মুসলিম বোনের হবার কথা এরকম যে, তিনি এমন একজন পুরুষকে স্বামী হিসেবে আশা করবেন যে নাকি ৫ ওয়াক্ত নামায আদায় করেন এবং কুরআন ও সহীহ সুন্নাহ মেনে অর্থাৎ সৎ চরিত্রবান, দাড়িওয়ালা, টাখনুর উপর প্যান্ট পড়েন এবং হালালভাবে রোজগার করেন।
আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন। তবে নিজেরা হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহ্ তা'আলার কাছে দু'আ করতে হবে।
|
Views: 311 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|