Wednesday, 2025-07-02, 0:04 AM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 21 » মূল্যহীনতার কারণেই তারা এটিকে ফেলে দিয়েছে। তিনি বলেন- এটি তার মালিকের নিকট যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে এই দুনিয়া এর চেয়েও বেশী নিকৃষ্ট।
7:30 PM মূল্যহীনতার কারণেই তারা এটিকে ফেলে দিয়েছে। তিনি বলেন- এটি তার মালিকের নিকট যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে এই দুনিয়া এর চেয়েও বেশী নিকৃষ্ট। |
হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূলুল্লাহ (সাঃ) কয়েকজন সাহাবীকে নিয়ে একটা পড়ে থাকা মরা বকরীর বাচ্চার পাশে এসে দাঁড়ালেন। আমিও তাদের সাথে ছিলাম। তিনি বলেনঃ তোমরা কি মনে কর এই মরা বাচ্চাটিকে তার মালিক নিকৃষ্ট বলেই ফেলে দিয়েছে? সাহাবীগণ বললেনঃ ইয়া রাসূলুল্লাহ! এর নিকৃষ্টতা ও মূল্যহীনতার কারণেই তারা এটিকে ফেলে দিয়েছে। তিনি বলেন- এটি তার মালিকের নিকট যতটুকু নিকৃষ্ট, আল্লাহর কাছে এই দুনিয়া এর চেয়েও বেশী নিকৃষ্ট।
{কিতাবুয যুহুদ ওয়া রিকাক,হাদিস-৫০১, সুনান তিরমিযি,হাদিস নং-২৩২১,সুনান ইবনে মাজাহ,হাদিস নং-৪১১১,মুসনাদ আহমাদ,হাদিস নং-১৮০৩৫}
|
Views: 291 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|