Main » 2012»December»23 » অনেক অবিবাহিত ভাইয়েরা চিন্তা করেন, বিয়ে = সুখ-শান্তি ।
2:00 AM
অনেক অবিবাহিত ভাইয়েরা চিন্তা করেন, বিয়ে = সুখ-শান্তি ।
কিন্তু এই ব্যাপারটা সঠিক নয়। আপনি বিবাহিত বা অবিবাহিতই হোন না কেন, আপনি সুখী হতে পারেন। আপনার লক্ষ্য যদি কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা হয়, তাহলে আপনার জীবনের ঘটনাগুলো যতই কঠিন হোক না কেন, তিনি আপনাকে যেকোন অবস্থাতেই সন্তুষ্ট থাকার যোগ্য করে দিবেন।
নিঃসন্দেহে, অবিবাহিত থাকার চাইতে দ্বীনদার কাউকে বিয়ে করা অনেক উত্তম। কিন্তু দ্বীনদার এবং উত্তম চরিত্রের মানুষ পাওয়া বেশ কঠিন। অস্থির হয়ে ভুল সিদ্ধান্ত নিবেন না, নইলে হয়ত জীবনের বাকি সময় আপনাকে তার ফল ভোগ করতে হতে পারে।”