Tuesday, 2025-07-01, 4:56 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 24 » আল্লাহর রাসুল (সাঃ) এর জীবনী থেকে নেয়া সুন্দর একটি ঘটনাঃ
2:53 AM আল্লাহর রাসুল (সাঃ) এর জীবনী থেকে নেয়া সুন্দর একটি ঘটনাঃ |
রাসুলুল্লাহ (সাঃ) এর আল-"আদবা” নামে একটা উটনী (মাদী উট) ছিলো, যাকে অন্য কোন উট কখনো কোনো দৌড় প্রতিযোগিতায় পরাজিত করতে পারেনি। একদিন এক বেদুইন একটা উটের পিঠে চড়ে আসলো যা দৌড় প্রতিযোগ...িতায় আদবাকে হারিয়ে দিলো। এই ঘটনায় সাহাবারা খুব কষ্ট পেলো। রাসুল (সাঃ) যখন বুঝতে পারলেন, তাঁর উট হেরে যাওয়ায় সাহাবারা কষ্ট পেয়েছেন, তখন তিনি বললেন, "এটাই হলো আল্লাহর রীতি, দুনিয়াতে যা সর্বোচ্চ চূড়ায় উঠে, একসময় আল্লাহ তার পতন ঘটান।” সহীহ আল-বুখারী।
এই হাদীস থেকে দুটি শিক্ষাঃ ১। আল্লাহর রাসুল (সাঃ) কে ভালোবাসা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি (সাঃ) বলেছেন, "তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেনা, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের সন্তান, পিতা-মাতা বা দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমাকে বেশী ভালোবাসবে।” রাসুল (সাঃ) কে ভালোবাসার একটা উপায় হলো, তাঁর সীরাহ বা জীবনীর উপরে লেখা বই পড়া বা লেকচার শোনা, তাঁকে নিয়ে আলোচনা করা, তাঁর সুন্নাত কি তা জানতে চেষ্টা করা ও যতটুকু সম্ভব তার উপর আমল করা। আজকে আমাদের তরুণ-তরুণীরা কেনো মেসি, রোনাল্ডো বা হলিউড বা বলিউডের নায়ক নায়িকাদের এতো ভালোবাসে? এর কারণ একটাই, চোখের সামনে সবসময় এদের দেখতে দেখতে, টিভি স্ক্রীনে এদের সাজানো কীর্তী দেখে, এদের প্রতি মুগ্ধতা একসময় অটোমেটিক ভালোবাসায় রূপ নেয়। আফসোস, আজ আমরা "খায়রুল বাশার” বা সর্বোত্তম মানুষটিকে আমাদের তরুণ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে পারিনি, যার সুযোগে দেশী বিদেশী প্রচার মাধ্যমগুলো কাফির, ফাসিক, জিনাকারী লম্পটদেরকে আমাদের তরুণ প্রজন্মের আদর্শে পরিণত করেছে। ২। এই হাদীস দ্বারা আরেকটি গুরুত্তবপূর্ণ বিষয় জানা যায়, আর তাহলো রাসুল (সাঃ) এর অহংকারমুক্ত হৃদয়। যদিও আদবা এর আগে কোনো প্রতিযোগিতায় হারেনি, তার পরেও রাসুল (সাঃ) এর এই নিয়ে বিন্দু মাত্র গর্ব বা অহংকার ছিলোনা। আমরা সাধারণ মানুষ হলে এইরকম জায়গায় কি করতাম? সাহাবাদের মতো আমরাও কষ্ট পেতাম বা আমাদের "ইগোতে” লাগতো এবং নানা রকম এক্সকিউজ দেওয়ার চেষ্টা করতাম, বলতাম উটের বয়স হয়ে গেছে ব্লা ব্লা…. কিন্তু রাসুল (সাঃ) কোনোরকম দ্বিধা না করেই তাঁর উটের পরাজয় স্বীকার করে, আমাদেরকে আল্লাহর রীতি সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন। আর এই জন্য, ইমাম বুখারী (রহঃ) এই হাদীসটাকে তাঁর গ্রন্থে "বিনয়” অধ্যায়ে বর্ণনা করেছেন।
বিঃ দ্রঃ রাসুল (সাঃ) সীরাহর উপরে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি বইয়ের নাম হলো, "আর রাহীখুল মাকতুম”। আমাদের দেশে এটি অনুবাদ হয়ে মার্কেটে পাওয়া যাচ্ছে, আর ইন্টারনেটে ফ্রীও পাওয়া যাচ্ছে।
|
Views: 380 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|