Wednesday, 2025-07-02, 10:21 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 24 » হে মুসলিম ভাই বোনেরা! একটি আকুল আবেদনঃ
2:54 AM হে মুসলিম ভাই বোনেরা! একটি আকুল আবেদনঃ |
আসুন আমরা যথাযথভাবে যাকাত আদায় করি। যাকাত দিলে সম্পদ কমেনা, বরং বৃদ্ধি পায়। যদি আমাদের হাতে নগদ অর্থের পরিমাণ কম থাকে, তবুও আমাদের উপর ফরয হিসেবে যা যাকাত আসে, আল্লাহর উপর ভরসা করে তা আদায় করলে, ইন শা আল্লাহ, তিনি আমাদের সম্পদ আরো বাড়িয়ে দেবেন। হাদীসে কুদসীতে আল্লাহ বলেন, "হে আদম সন্তান, তুমি আমার রাস্তায় ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করবো।”
পক্ষান্তরে,... যাকাত না দেওয়া আল্লাহ মুশরিকদের গুণ হিসেবে চিহ্নিত করেছেন। আল্লাহ তা’আলা বলেন - "আর মুশরিকদের জন্য রয়েছে দুর্ভোগ। (মুশরিক হলো তারাই) যারা যাকাত দেয়না ও পরকালকে অস্বীকার করে।” সুরা হা-মীম-সাজদাহ, আয়াত ৬-৭।
ইসলামের প্রথম খলীফা ও সমস্ত নবী ও রাসুলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আবু বকর সিদ্দীক (রাঃ) বলেন, "আল্লাহর কসম! যে ব্যক্তি সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি অবশ্যই তার সাথে যুদ্ধ করবো। কারণ, যাকাত হচ্ছে সম্পদের হক্ক। আল্লাহর কসম, তারা যদি আমাকে একটা উটের রশি দিতেও অস্বীকার করে যা তারা রাসুলুল্লাহ (সাঃ) এর যামানা পর্যন্ত দিয়ে এসেছে, তাহলে আমি তাদের এ অস্বীকৃতির জন্য তাদের সাথে যুদ্ধ করবো।” সহীহ বুখারী ও মুসলিম।
অতএব, হে মুমিন মুসলিম ভাই ও বোনেরা একবার চিন্তা করুন, আপনি যদি যাকাত দিতে অস্বীকার করেন, তাহলে আবু বকর (রাঃ) আজকে বেঁচে থাকলে আপনার শত্রু হয়ে যেতো এবং আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন।
আল্লাহ আমাদের সকলকে বোঝার তোওফিক দান করুন।
|
Views: 256 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|