Tuesday, 2025-07-01, 8:15 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 24 » আমরা প্রতিদিন সালাত আদায় করছেন তহ?
3:27 AM আমরা প্রতিদিন সালাত আদায় করছেন তহ? |
কেউ জানে না আগামিকাল কি হবে, কখন যে মৃত্যু চলে আসবে কেউ জানে না? আমরা আর কতকাল এইভাবে জীবনযাপন করব। আজ অনেকেই সালাত আদায় করার ব্যাপারে চিন্তা করে না, সব কাজ করতে পারে কিন্তু এক ওয়াক্ত সা...লাত আদায় করার ইচ্ছে হয় না। পরকালে কি জবাব দিতে হবে না, অনেকের ধারনা যে বয়স বেশি হলে সালাত আদায় করে ক্ষমা চেয়ে নিব। এটা আসলেই ভুল কথা আপনি যে কালকে বাঁচবেন এর নিশ্চয়তা বা কি? মুসলিম এবং কাফেরের মধ্যে তফাৎ হল সালাত। তাই সালাত পরলে আপনি মুসলিম না পরলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কে না জান্নাত পেতে চায়, তাই সেই জান্নাত পেতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ আমারা সালাতের ব্যাপারে মনযোগী হব। এবং ৫ ওয়াক্ত সালাত আদায় করব। এমন যেন না হয় ৪ ওয়াক্ত পরি কিন্তু ফজর পরি না। ৫ ওয়াক্ত পরতে হবে কারন আমাদের জন্য ৫ ফরজ করা হয়েছে, ৪ নয়। ইনশাল্লাহ আমরা এখন থেকে সব সময় সালাত আদায় করব। সালাত পরিত্যাগের কারনে আগুনে দগ্ধ করা হবে। কারন কুরআনে বলা আছে, তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবেঃ আমরা নামায পড়তাম না। [আল-মুদ্দাসিরঃ ৪১-৪৩] হাদিসে এসেছে, "ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে নামায বর্জন করাই হচ্ছে ব্যবধান।" (সহীহ মুসলিম, কিতাবুল ঈমান, হাদিস নং ১৫৫)
বর্তমান সমাজে জাহান্নামের আলোচনা প্রাণহীন বে-রস বিষয় বস্তুর ন্যায় পরিত্যক্ত হয়ে আছে। যে কারণে জাহান্নামের নাম শুনে অন্তরসমূহে ভীতির সৃষ্টি হয় না, চক্ষুসমূহ অশ্রু বিসর্জন করে না। যা সর্বগ্রাসী আত্মীক অবক্ষয়ের করুন চিত্র। যেন জাহান্নাম সম্পর্কে আল্লাহর কোন সতর্কবাণী আমরা শুনিনি। অথবা আমাদের অন্তরসমূহ শুষ্ক,উষর ও কঠিন হয়ে গেছে।
|
Views: 306 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|