Tuesday, 2025-07-01, 5:06 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 24 » বান্দা যখন দুই হাত তুলে আল্লাহ্র কাছে দুয়া করেন--
3:49 AM বান্দা যখন দুই হাত তুলে আল্লাহ্র কাছে দুয়া করেন-- |
আল্লাহ তোমার ভয়ে নিজেকে পবিত্র রেখেছি , তোমার ভয়ে দীনের হুকুম-আহকাম মানতে নিজেকে সচেষ্ট রেখেছি , তুমি সকল প্রকার বিপদ-আপদ ও ফিতনা থেকে আমাকে হেফাজত কর , আমার জীবন কে সহজ ও সুন্দর করে দিয়ে তোমার সন্তুষ্টিতে পরিপূর্ণ করে দাও । আল্লাহ তখন বান্দার অশ্রুজরিত ওই দুই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। যদি বান্দার দুনিয়াবি চাওয়া আল্লাহ দুনিয়ায় পূরণ না করেন ত...খন বুঝতে হবে তা ওই বান্দার জন্য পরম সৌভাগ্য । আখেরাতে ক্ষমা ও আল্লাহ্র সন্তুষ্টির বিনিময়ে বান্দার দুনিয়াবি কিছু চাহিদা আল্লাহ অপূর্ণ রেখেছেন । এর চাইতে 'মহা-সাফল্য' একজন মুসলিমের জন্য আর কি হতে পারে ।
তাই আল্লাহ থেকে কি চেয়ে কি পেলাম সেটা মুখ্য বিষয় নয় , আসল ব্যাপার হচ্ছে চাওয়া-পাওয়া নিয়ে আল্লাহ কত্রিক কতোটুকু সন্তুষ্টি নিহিত ছিল । আল্লাহ বলেন , "হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।" -- [সূরা আল বাক্বারাহ - ১৫৩] হুযায়ফা (রা) হতে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে সালাতে মশগুল হয়ে যেতেন। -- (হাদীস নং-১৩১৯) [সুনান আবু দাউদ হতে চয়িত "হাদীস সংকলন"]
সুতরাং আল্লাহ্র কাছে চাইতে হবে প্রতি ওয়াক্তের সলাত আদায়ের মাধ্যমে...... আল্লাহ আমাদের তওফিক দান করুন । আমীন
|
Views: 314 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|