Wednesday, 2025-07-02, 4:02 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 24 » নতুন নাম হলো আবু হানিফা। অর্থাৎ হানিফার পিতা, কন্যার নাম ছিল হানিফা
5:04 PM নতুন নাম হলো আবু হানিফা। অর্থাৎ হানিফার পিতা, কন্যার নাম ছিল হানিফা |
একবার কয়েকজন মহিলা এলেন এক সুবিখ্যাত ইমামের কাছে, তারা এলেন একটি গুরুত্বপুর্ণ প্রশ্ন নিয়ে, প্রশ্নটি হলো, একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রী রাখার অনুমোদন আছে, কিন্তু একজন স্ত্রী একসঙ্গে দুজন স্বামী গ্রহন করতে পারে না, এর কারণ কি? গুরুতর প্রশ্ন, ইমাম সাহেব সে মুহুর্তে এর উত্তর দিতে পারলেন না, তিনি ঘরে এলেন, আর তাঁর বিদুষী ও বুদ্ধিমতী কন্যার কাছে প্রশ্নটি উথ্থাপন করলেন, কন্যা বললেন, আপনি যদি আপনার নামের সঙ্গে আমার নামটি যুক্ত করেন, তাহলে আমি এর সন্তোষজনক উত্তর দিতে পারি, পিতা তাঁর প্রস্তাবে রাজি হয়ে গেলেন, বললেন, মহিলাদের তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি মা, তুমি তাদের বিষয়টি বুঝিয়ে দেবে, তাই হলো মহিলারা তাঁর কাছে এলেন, তিনি তাঁদের সবাইকে একটি করে পেয়ালার কিছু দুধ আনতে বললেন, দুধ আনা হলো, এবার অন্য একটি বড় পেয়ালার প্রত্যেকের আনা দুধ ঢালতে বললেন, এরপর সব দুধ মিশে যাবার পর বললেন আপনারা আপনাদের দুধগুলো এবার আলাদা করে দিন, তাঁরা বললেন, তা কি সম্ভব? তিনি বললেন, তা যদি সম্ভব না হয়, তাহলে আপনারা বলুন, কোন মহিলার একাধিক স্বামী থাকলে আর সন্তান ভুমিষ্ট হলে তা কোন স্বামীর সন্তান তা চেনবার উপায় কী? এ প্রশ্নের আর উত্তর দেবার দরকার হল না, মহিলারা বললেন আমরা আমাদের উত্তর পেয়ে গেছি, উত্তর পেয়ে খুশি ইমাম সাহেবও, তার কথামতো ঐ দিন থেকে তার প্রয় কন্যার নাম নিজের নামের সাথে জুড়ে দিলেন, তাঁর নতুন নাম হলো আবু হানিফা। অর্থাৎ হানিফার পিতা, কন্যার নাম ছিল হানিফা
|
Views: 293 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|