Wednesday, 2025-07-02, 4:05 AM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 24 » রোযা রেখে) মিথ্যা কথা, মিথ্যার কারবার ও মূর্খতা পরিত্যাগ করল না, তার খানা-পিনা পরিহার করারমাঝে আল্লাহর কোন দরকার নেই।
5:40 PM রোযা রেখে) মিথ্যা কথা, মিথ্যার কারবার ও মূর্খতা পরিত্যাগ করল না, তার খানা-পিনা পরিহার করারমাঝে আল্লাহর কোন দরকার নেই। |
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ والْجَهْلَ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ যে ব্যক্তি (রোযা রেখে) মিথ্যা কথা, মিথ্যার কারবার ও মূর্খতা পরিত্যাগ করল না, তার খানা-পিনা পরিহার করারমাঝে আল্লাহর কোন দরকার নেই। [বুখারী, অধ্যায়: ছিয়াম, অনুচ্ছেদ: ছিয়াম রেখে যে ব্যক্তি মিথ্যা এবং তার কারবার পরিত্যাগ করে না। হাদীছট...ির বাক্য ইবনু মাজাহ্ থেকে নেয়া হয়েছে।] সম্মানিত ভাই ও বোনেরা, রামাযান মাসের সিয়াম সাধনার উদ্দেশ্য শুধু সারাদিন খানা-পিতা ইত্যাদি থেকে দূরে থাকা নয়। বরং এর একটি মৌলিক উদ্দেশ্য হল, মানুষকে আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ দেয়া। সেই সাথে তার নৈতিক চরিত্রকে মজবুত করা। যদি আমরা রোযা থাকার পরও মিথ্যা কথা, মিথ্যা স্বাক্ষ্য, অন্যায়-অপকর্ম, দূর্ণীতি, অশ্লীলতা এবং অন্য সব মূর্খতা সূলোভ আচরণ পরিত্যাগ করতে না পারি তবে আল্রাহ তায়ালা আমাদেরকে এই ক্ষুধা তৃষ্হা দ্বারা কষ্ট দিতে চান না। আসুন,আমরা প্রতিজ্ঞা করি, রামাযান হোক আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদের ট্রেনিং এর মাস। আল্লাহ যেন তাওফীক দান করে। আমীন
|
Views: 371 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|