Tuesday, 2025-07-01, 10:27 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 25 » আজকে হঠাৎ আমল এর ব্যাপার নিয়ে লিখতে ইচ্ছা হল।
8:47 PM আজকে হঠাৎ আমল এর ব্যাপার নিয়ে লিখতে ইচ্ছা হল। |
আসসালামুয়ালাইকুম.................................। আজকে হঠাৎ আমল এর ব্যাপার নিয়ে লিখতে ইচ্ছা হল। আমাদের সবার মুখে একটি হাদিস সব সময় শুনে থাকি ... ""ইন্নামাল ...আমালে বিন্নিয়াত" সকল কাজের ফলাফল নির্ভর করে তার নিয়াতের উপর (সাহিহ আল বুখারি) এখন প্রশ্ন হচ্ছে আসলে কি আমল করছি? ১)কেও ইসলাম প্রচার করছেন আবার গিটার হাতে ছবি ট্যাগ করেন, ২) কেও অনেক তফসির করতে পারেন আবার নায়ক এর মত করে ফ্যাশন করে ছবি পোষ্ট করেন। ৩) আবার ইসলামকে এমন ভাবে আমল করতে চান যেন কারও মন যেন খারাপ না হয়। (মানে ২ সুরে কুথা বলা) ৪) কেও আবার কয়েকটা হাদিস শিখে নিজেকে ফতোয়া দেওয়ার মত মনে করছেন। ৫) কেও আবার ইসলামি মনের মেয়েদের সাথে রাত দিন চ্যাট করছেন।মনে করছেন ইসলাম প্রচার করছেন। ৬) কেও আছেন নিজেরটা সহিহ প্রমানের জন্য পৃথিবীর সব বড় বড় কিতাবের দলিল নিয়ে আসেন। কিন্তু নিজে আমল করেনা। ৭) কেও আবার ফিত্না ফিত্না চিল্লাই কিন্তু নিজের বেলাই ফিত্না শব্দের অন্য অর্থ হয়ে যায়। 8) ..................এই ভাবে হাজার রখমের কথা বলা যাবে। এখন আমি যেই বিষয় বলার জন্য এই ব্যাখ্যা তা হচ্ছে নিজের আমল কেমন এই বিষয় কেও দেখছেন না কেন? আগে নিজে আমল করুন তারপর অন্যকে বলার চেষ্টা করুন। যদি নিজে শয়তানের পদাঙ্ক অনুসরন করেন তাহলে মুখে ইসলামের বুলি উড়িয়ে লাব নায় । কারন উপরের হাদিসটা অন্যকে বলার জন্য না ,নিজে আমল করার জন্য... হাদীসে এসেছেঃ
উসামা ইবনে যায়েদ থেকে বর্ণিত তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেছেন: কেয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার পেটের নাড়িভুরিগুলো ঘুরপাক খেতে থাকবে। ফলে সে গাধার মত ঘুরতে থাকবে। গাধা যেমন চরকার পাশে ঘুরে থাকে। জাহান্নামের অধিবাসীরা তাকে দেখার জন্য জড়ো হবে। তারা তাকে বলবে, এই! তোমার এ অবস্থা কেন? তুমি কি সৎ কাজের আদেশ করতে না আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে: হ্যা, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু তা নিজে করতাম না। আর অন্যায় ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম কিন্তু নিজে তাতে লিপ্ত হতাম। (বর্ণনায় : বুখারী ও মুসলিম) হে আল্লাহ! তুমি আমাদেরকে ইসলামের সঠিক পথে চলার তওফিক দান কর।
|
Views: 368 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|