Tuesday, 2025-07-01, 8:39 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 2 Guests: 2 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 26 » নিশ্চিত জাহান্নামী তিন শ্রেণীর লোকঃ
7:34 AM নিশ্চিত জাহান্নামী তিন শ্রেণীর লোকঃ |
নিশ্চিত জাহান্নামী তিন শ্রেণীর লোকঃ
আবূ হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত। আল্লাহর রাসূল(সাঃ) বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক ব্যক্তি- যার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি আছে, অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে, অন্য একজন সে ব্যক্তি, যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়’আত হয়। যদি ই...মাম তাকে কিছু দুনিয়াবী সুযোগ দেন, তাহলে সে খুশি হয়, আর যদি কিছু না দেন তবে সে অসন্তুষ্ট হয়। অন্য একজন সে ব্যক্তি,যে আসরের সালাত আদায়ের পর তার জিনিজপত্র(বিক্রির উদ্দেশ্যে) তুলে ধরে আর বলে যে, আল্লাহর কসম, যিনি ছাড়া অন্য কোন মা’বুদ নেই, আমার এই দ্রব্যের মূল্য এত এত দিতে আগ্রহ করা হয়েছে। (কিন্তু আমি বিক্রি করিনি) এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে(তা ক্রয় করে নেয়)। এরপর নাবী(সাঃ)এই আয়াতটি তিলাওয়াত করেনঃ "যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে” –(সূরা আলে ইমরান ৭৭) [সহীহ বুখারী, পর্ব ৪২ : পানি সিঞ্চন, অধ্যায় ৫, হাঃ ২৩৫৮ ; সহীহ মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৪৫, হাঃ ১০৯]
|
Views: 373 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|