Thursday, 2025-07-03, 1:58 AM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 26 » বিদআত জিনিসটাই একটা বিরাট ধোকাবাজি। আর এটা চিনে নেয়া খুবই কঠিন। কারন-
7:48 AM বিদআত জিনিসটাই একটা বিরাট ধোকাবাজি। আর এটা চিনে নেয়া খুবই কঠিন। কারন- |
আসসালামু আলাইকুম ++ বিদআত জিনিসটাই একটা বিরাট ধোকাবাজি। আর এটা চিনে নেয়া খুবই কঠিন। কারন- ১) এটা যেহেতু সুন্নাতের বিপরীত তাই হাদিসের উপর পড়াশুনা না থাকলে সুন্নাতের বিপরীত আমল স্পষ্টভাবে চিনে নেয়া যায় না। ২) নবী (সা) দুনিয়া থেকে চলে যাবার পর মানুষ কি কি বিদআতে লিপ্ত হবে তা তিনি আমাদেরকে বর্ননা করেননি। তিনি আমাদেরকে কুরআন আর সুন্নাতকে আকড়ে ধরে রাখতে বলেছেন আর বিদআত থেকে বারবার সতর্ক করেছেন...। সকল বিদআতী আমলের দিকে লক্ষ করলে দেখা যায় এটি অবৈধ বা ইসলামের বাইরের আমল মনে হবে না। অথচ এই আমলের পক্ষে যদি নবী (সা) এর হাদিস বা সাহাবী (রা) দের আমলের প্রমাণ না পাওয়া যায় তবে সেটা করা হারাম আর এটাই বিদআত (নব উদ্ভাবন)। তাই সুন্নাত জানলেই আপনি বিদআত চিনে তা বর্জন করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সুন্নাতের উপর আমল করার তৌফিক দিন।
ফরজ নামাযের পর সবাই মিলে সম্মিলিত মুনাজাত করা বিদআত। তবে একাকী তাসবিহ তাহলিল বা বিভিন্ন দুআ পড়া সুন্নাত। আপনি তাদেরকে এই সম্মিলিত মুনাজাতের পক্ষে দলীল দেখাতে বললে তারা ফরজ নামাযের পর দুআ করার দলীল দিবে কিন্তু সম্মিলিত মুনাজাতের পক্ষে কোন দলীল দেখাতে পারবে না। আপনি কোন দ্বন্দে জড়াবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে সঠিকটা বুঝেও মেনে নেয়া যায় না।
|
Views: 304 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|