Friday, 2025-07-04, 4:49 AM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 26 » রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নেক ও বদ আমল সম্পর্কে প্রশ্ন করা হলে তদুত্তরে তিনি বলেন
8:15 AM রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নেক ও বদ আমল সম্পর্কে প্রশ্ন করা হলে তদুত্তরে তিনি বলেন |
আসসালামু আলাইকুম◄
►ইন্টারনেট/প্রযুক্তি কারো জন্য আশীর্বাদ আবার কারো জন্য অভিশাপ◄
একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে নেক ও বদ আমল সম্পর্কে প্রশ্ন করা হলে তদুত্তরে তিনি বলেন, নেক আমল হচ্ছে উত্তম চরিত্র আর বদ আমল হচ্ছে যে কাজ তোমার বিবেকের কাছে সদ্বিগ্ন মনে হয়, মন ইতস্ততঃ করে, আর তা লোকের কাছে প্রকাশ হয়ে পড়ুক, এটা তুমি চাও না।’
[মুসলিম, তিরমিজী]
বাস্তবতা এই যে, ইন্টারনেট ইসল...ামিক জ্ঞান অর্জনের একটি অন্যতম সহায়ক মাধ্যম কিন্তু অধিকাংশ মানুষই ইন্টারনেট/প্রযুক্তি তাদের যৈবিক চাহিদা পূরণ করতে ব্যবহার করছে। অশ্লীলতার চরম স্তরে নিজেকে নিয়োজিত করছে। এই অশ্লীলতার নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারছে না। এতে তার ঈমান ও আমল দুই'ই বিনষ্ট হচ্ছে।
এই অশ্লীলতা থেকে বাঁচার একান্ত নিজস্ব কিছু উপায় লিখছি, চাইলে আপনারাও কিছু যোগ করতে পারেন-
১) আল্লাহ্র কাছে সাহায্য চাওয়া, ২) নিয়মিত সালাত আদায় করা, ৩) আল্লাহ্ সবসময় আপনাকে দেখছে এটা মনে রাখা, ৪) একাকী ইন্টারনেট ব্রাউজ না করা, ৫) অশ্লীল সাইট গুলো সফটওয়ারের মাধ্যমে ব্লক করে দেয়া, ৬) অশ্লীলতা প্রচার করে এমন কাউকে বন্ধু না বানানো, ৭) কুরআন ও হাদিস চর্চা বেশী বেশী করা
আল্লাহ্ আমাদের এই ভয়ঙ্কর নেশা থেকে মুক্ত হতে সবাইকে সাহায্য করুন। আমিন।
|
Views: 375 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|