Tuesday, 2025-07-01, 9:47 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 28 » একজন ভাইও কি আছেন এই ওয়াদা করার মত যে, আজ থেকে টাখনুর নিচে আর কখনোই প্যান্ট বা ট্রাউজার পরবেন না?
1:12 AM একজন ভাইও কি আছেন এই ওয়াদা করার মত যে, আজ থেকে টাখনুর নিচে আর কখনোই প্যান্ট বা ট্রাউজার পরবেন না? |
আসসালামু আলাইকুম,
একজন ভাইও কি আছেন এই ওয়াদা করার মত যে, আজ থেকে টাখনুর নিচে আর কখনোই প্যান্ট বা ট্রাউজার পরবেন না?
আজকাল অধিকাংশ পুরুষকে দেখা যায় যে, তারা ত...াদের প্যান্ট পায়ের পাতা পর্যন্ত ঝুলিয়ে রাখে। এর মধ্যে যারা নামাজি তারা নামাজের সময় তাদের প্যান্ট টাকনু পর্যন্ত গুটিয়ে নেয়। আসলে টাখনুর উপরে প্যান্ট/ট্রাউজার পরা পুরুষদের সব সময়ের জন্য আবশ্যক, শুধু নামাজের সময় নয়।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম) বলেছেনঃ ইযারের যে পরিমান টাকনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে। (বুখারী শরীফ, পোশাক অধ্যায়, হাদিস নং- ৫৩৭১)
আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে একদা নবী (সাঃ) বললেন, তিন প্রকার মানুষ আছে, যাদের সঙ্গে আল্লাহ তা’আলা ক্বিয়ামতের দিন কোন কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পাক-সাফ করবেন না । আর তাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রয়েছে । আবু যার (রাযিঃ) এ কথা শুনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাদের জন্য তো অধঃপতন ও ধ্বংস- হে আল্লাহর রাসুল (সাঃ)! তারা কারা? রাসুল (সাঃ) বললেন- ১) যে ব্যক্তি পরিধেয় বস্ত্র পায়ের গিঁটের নীচে পৌঁছায়, ২) যে ব্যক্তি উপকারের খোঁটা দেয়, ৩) আর যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে (মুসলিম, মেশকাত হাঃ ২৬৭৩)
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেন,
আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়। [সূরা আল ইমরানঃ ১৩২]
আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়। [সূরা আল আহজাবঃ ৩৬]
জাযাকাল্লাহ খায়ের।
|
Views: 474 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|