আবূ হুরায়রা(রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল(সাঃ) বলেছেন, যে লোক একশ বার এ দু’আটি পড়বেঃ "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর” অর্থঃ আল্লাহ ব্যাতীত প্রকৃত কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই; রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁরই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান- তাহলে দশটি গোলাম আযাদ করার সমান সওয়াব তার হবে। তার জন্য একশটি সওয়াব লেখা হবে এবং একশটি গুনাহ মিটিয়ে ফেলা হবে। ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের নিকট হতে মাহফুজ থাকবে। কোন লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ঐ ব্যাক্তি সক্ষম হবে, যে এর চেয়ে ঐ দু’আটির আমল বেশি পরিমাণ করবে। [সহীহ বুখারী, পর্ব ৫৯ : সৃষ্টির সূচনা, অধ্যায় ১১, হাঃ ৩২৯৩ ; সহীহ মুসলিম, পর্ব ৪৮ :আল্লাহ তা’আলার যিকিরের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১০, হাঃ ২৬৯১]