Tuesday, 2025-07-01, 10:21 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 28 » কুরানের তাফসীর ফুল খন্ড কিনতে গেলে বা কাওকে কিনে দিতে গেলে চিন্তা করি
6:00 PM কুরানের তাফসীর ফুল খন্ড কিনতে গেলে বা কাওকে কিনে দিতে গেলে চিন্তা করি |
আমরা দুনিয়ার প্রয়োজনে অর্ধ লক্ষ+ টাকা দামের আই ফোন কিনি যার ভ্যালু আমাদের কাছে মাত্র ২-৩ বছর থাকে কিন্তু মাত্র ২+ হাজার টাকা দিয়ে একটা কুরানের তাফসীর ফুল খন্ড কিনতে গেলে বা কাওকে কিনে দিতে গেলে চিন্তা করি , আহ ! এতোগুলো টাকা ! অথচ যার ভ্যালু কিয়ামত পর্যন্ত থাকবে ।
ঠিক তেমনি ফাস্টফুড শপে ৪-৫জন খেয়ে কিছুক্ষনের মধ্যেই ১০০০-১২০০ টাকা বিল করে ফেলতে পারি , কিন্তু আমারই পাশের আরেক মুসলিম ভাই খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে । যে কিনা সামান্য টাকার জন্য পড়ালেখা করতে পারতেছেনা বলে আজকের পথশিশু , তাকে এক বেলা পেট ভরিয়ে খাওয়াতে গেলে চিন্তা করি , উহ ! কয়েক শত টাকা কম টাকা না ।
প্রতিমাসে জাহেলিয়াতি হলিউড-বলিউড মুভি ডিস্ক কিনে-রাতের ঘুম ১২টা বাজিয়ে হারাম ফোনালাপ করে অনেক টাকায় উড়ানো হয় , ব্র্যান্ডের কাপড় গায়ে না জড়ালে ইজ্জতের প্রশ্ন হয়ে যায় , কিন্তু একবারও ভাবার অবকাশ পায় না আল্লাহ আমাকে যে সম্পদটুকু দিয়েছেন তা শুধু আমার একার নয় । আমার সম্পদের উপর অসহায় মানুষগুলোর একটা হক আছে । একবার চেষ্টা করে একটা দিন একজন পথশিশুর সাথে কাটিয়ে দেখুন , তাহলে বুঝতে প...ারবেন ওরা কতোই না কষ্টে আছে । আমরা তো অনেক ভেজাল সপ্ন দেখি যা অহংকার-প্রতিহিংসা ও বড়ত্ব প্রকাশ নিয়ে দুনিয়াবিপুর্ণ কিন্তু ওদের সপ্নগুলো জেনে দেখুন কতোই না সুন্দর , সাধারণ এবং সাজানো-গোছানো । ভুলে গেলে ভুল হবে আল্লাহ চাইলে আমাকে - আপনাকে ওদের জায়গায় রাখতে পারতেন , রাখে নাই কারন আমরা যেন ওদের দিকে ফিরে তাকাই।
এই অসহায় মানুষগুলোর জন্য সামান্য ত্যাগ যে কাওকে অনেক মানসিক প্রশান্তি যোগাবে যার মূল্য অসীম । সাদকা দেওয়া মুসলিমদের জন্য (ডান হাতের খবর বাম হাত জানবে না) এমন একটা তাৎপর্যপূর্ণ আমল যার সওয়াব মানুষ মারা যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত বহন করে।
কথাগুলো শুনতে অনেকের কাছে খ্যাঁত মনে হতে পারে কিন্তু এগুলোই হচ্ছে আল্লাহ'র সাথে উত্তম সওদা !!
|
Views: 387 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|