Tuesday, 2025-07-01, 9:09 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 3 Guests: 3 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 28 » যে ব্যাক্তি কোন মুমিনের দুনিয়াবি কোন কষ্ট-বালাই দূর করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার কষ্ট দূর করবেন
6:03 PM যে ব্যাক্তি কোন মুমিনের দুনিয়াবি কোন কষ্ট-বালাই দূর করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার কষ্ট দূর করবেন |
আবু হোরাইরা [রা] থেকে বর্ণিন । রাসুলুল্লাহ [সা:] বলেন : "যে ব্যাক্তি কোন মুমিনের দুনিয়াবি কোন কষ্ট-বালাই দূর করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার কষ্ট দূর করবেন । যে ব্যক্তি কোন অভবীকে স্বচ্ছল করবে, আল্লাহ তাকে ইহকালে ও পরকালে স্বচ্ছল করবে...ন । যে ব্যক্তি কোন মুসলমনের দোষ-ত্রুটি গোপন রাখবে, দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার দোষ-ত্রুটি গোপন রাখবেন । আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে । যে ব্যক্তি দ্বীনি বিদ্যার্জনের জন্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন । আল্লাহর ঘর (মসজিদ) –সমূহের মধ্যে কোন একটি ঘরে কোন সম্প্রদায় সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করতে থাকে এবং পরস্পর এর অনুশীলন-চর্চা করতে থাকে, তখন তাদের উপর শান্তি নাযেল হয়, দয়া ও করুনা তাদেরকে আবৃত করে নেয়, ফেরেশতাগণ তাদেরকে বেষ্টন করে নেন এবং এদের উল্লেখ তাদের সামনে করেন যারা তাঁর কাছে আছেন । যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশসূত্র তাকে অগ্রগামী করতে পারে না ।" [মুসলিম – ২৬৯৯]
|
Views: 317 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|