Tuesday, 2025-07-01, 10:08 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 31 » কুরআনের সুর দিয়ে আপনার মনের সুরের তৃষ্ণা মেটাবেন?
3:02 AM কুরআনের সুর দিয়ে আপনার মনের সুরের তৃষ্ণা মেটাবেন? |
 ● ► আপনিও কি সেই মানুষের দলে যে ঘণ্টার পর ঘণ্টা গান শুনে কাটিয়ে দিতে পারেন, কিন্তু কুরআন তেলাওয়াত কিছুক্ষন শোনার পর একঘেয়ে লাগতে শুরু করে? আপনার মনে কি এই একঘেয়েমি নিয়ে অপরাধবোধ কাজ করে, কিন্তু বুঝতে পারছেন না কি করে কুরআনের সুর দিয়ে আপনার মনের সুরের তৃষ্ণা মেটাবেন? আগে নিজেকে প্রশ্ন করুন সত্যিই আপনি এটা চান কিনা। তাহলে আজ থেকেই শুরু করুন নিজের বিরুদ্ধে জিহাদ। আল্লাহ্র কাছে সাহায্য চাইতে চাইতে ধা...পে ধাপে শুরু করুন। মনে রাখবেন এই পরিবর্তন এক রাতেই হয়ে যাবে না। ধৈর্যহারা হবেন না। আল্লাহ্ আপনার নিয়ত সম্পর্কে জানেন।
প্রথম ধাপ > আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আইপড সবকিছু থেকে আপনার সংগ্রহের গান গুলো মুছে ফেলুন। সিডি গুলো ভেঙ্গে ফেলুন। জানি এটাই জিহাদের সবচেয়ে কঠিন অংশ।
দ্বিতীয় ধাপ > প্রতিজ্ঞা করুন, গান শোনার উদ্দেশ্যে ‘প্লে’ বাটনটি আর কখনও চাপবেন না। অনলাইনেও না।
তৃতীয় ধাপ > বিভিন্ন ক্বারীর তেলাওয়াত শুনুন, তুলনা করে দেখুন আপনার কাছে কোন সুরটি সবচেয়ে ভাল লাগে। তার তেলাওয়াতগুলো সংগ্রহ করতে থাকুন।
চতুর্থ ধাপ > আপনি যে সুরা গুলো মুখস্ত জানেন, সেগুল প্রিয় ক্বারীর সুরটি দিয়ে আবার বুকে বেধে নিন। নামাজে সেগুলো ওইভাবেই তেলাওয়াত করুন।
নিজেকে গানের মোহ থেকে মুক্ত করতে পারলে, ইন শা আল্লাহ্, কুরআনের সুর আপনার হৃদয়ের তৃষ্ণা মেটাবেই। কিন্তু মনে রাখবেন, গান ও কুরআন কখনও আপনার একই অন্তরে একই সাথে স্থান নিতে পারবে না।See More
|
Views: 384 |
Added by: Jahir
| Rating: 2.0/1 |
|