Wednesday, 2025-07-02, 11:20 PM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  December 2012  »
Su Mo Tu We Th Fr Sa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031
Entries archive
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Blog

    Main » 2012 » December » 31 » মু’মিন নারী -পুরুষের ওপর কাফের মুশরিক কিংবা মুনাফিকরা অপবাদ চাপাতে চেষ্টা করলে করনীয় সম্পর্কে সুষ্পষ্ট ও বিস্তারিত নির্দেশনা রয়েছে কুরআনের
    8:06 AM
    মু’মিন নারী -পুরুষের ওপর কাফের মুশরিক কিংবা মুনাফিকরা অপবাদ চাপাতে চেষ্টা করলে করনীয় সম্পর্কে সুষ্পষ্ট ও বিস্তারিত নির্দেশনা রয়েছে কুরআনের
     ..মুমিন নারী -পুরুষের ওপর কাফের মুশরিক কিংবা মুনাফিকরা অপবাদ চাপাতে চেষ্টা করলে করনীয় সম্পর্কে সুষ্পষ্ট ও বিস্তারিত দিক নির্দেশনা রয়েছে কুরআনের সূরা নুর এ। সবার উচিত তাফসির ও শানে নুজুলসহ সূরাটি পড়ে নেয়া এবং বিবেক বুদ্ধি খাটিয়ে করনীয় ঠিক করে নেয়া। হযরত আয়েশা রাঃ কে যখন মুনাফিকরা অপবাদ দিয়েছিল, রাসূল সাঃ কষ্ট নিয়ে পরম ধৈর্য্যের সাথে আল্লাহর ফায়সালার অপেক্ষায় ছিলেন, কেননা বিষয়টি এমন সেনসিটিভ ছিলো যা নিয়ে ঘাটাঘাটি করা ইমানদারের মর্যাদার সাথে মানায় না। মুনাফিকরা চাচ্ছিলো এটা ব্যাখ্যা বিশ্লেষন ও খোঁজখবর নিতে গিয়ে হলেও যেন ইমানদারদের মাঝে অশ্লীলতার চর্চা হয়। রাসূল সাঃ নীরবে ইগনোর করে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামীন চিড়দিনের জন্য এমন ষড়যন্ত্রে মুমিনদের করনীয় সম্পর্কে জানিয়ে দিলেন সুরা নূর এ!

    ১১) যারা এ মিথ্যা অপবাদ তৈরী করে এনেছে তারা তোমাদেরই ভিতরের একটি অংশ ৷ এ ঘটনাকে নিজেদের পক্ষে খারাপ মনে করো না বরং এও তোমাদের জন্য ভালই৷ যে এর মধ্যে যতটা অংশ নিয়েছে সে ততটাই গোনাহ কামাই করেছে আর যে ব্যক্তি এর দায়দায়িত্বের বড় অংশ নিজের মাথায় নিয়েছে তার জন্য তো রয়েছ...ে মহাশাস্তি ৷

    ১২) যখন তোমরা এটা শুনেছিলে তখনই কেন মু’মিন পুরুষ ও মু’মিন নারীরা নিজেদের সম্পর্কে সুধারণা করেনি এবং কেন বলে দাওনি এটা সুস্পষ্ট মিথ্যা দোষারোপ?

    ১৫) (একটু ভেবে দেখো তো¸ সে সময় তোমরা কেমন মারাত্মক ভুল করেছিলে) যখন তোমরা এক মুখ থেকে আর এক মুখে এ মিথ্যা ছড়িয়ে বেড়াচ্ছিলে এবং তোমরা নিজেদের মুখে এমন সব কথা বলে যাচ্ছিলে যা সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিল না ৷ তোমরা একে একটা মামুলি কথা মনে করেছিলে অথচ আল্লাহর কাছে এটা ছিল্ গুরুতর বিষয়৷

    ১৬) একথা শোনার সাথে সাথেই তোমরা বলে দিলে না কেন, ‘‘এমন কথা মুখ দিয়ে বের করা আমাদের শোভা পায় না , সুব্হানাল্লাহ! এ তো একটি জঘন্য অপবাদ৷’’

    ১৭) আল্লাহ তোমাদের উপদেশ দেন, যদি তোমরা মু’মিন হয়ে থাকো,

    ১৮) তাহলে ভবিষ্যতে কখনো এ ধরনের কাজ করো না ৷ আল্লাহ তোমাদের পরিষ্কার নির্দেশ দেন এবং তিনি সবজ্ঞ ও বিজ্ঞানময়৷

    ১৯) যারা চায় মু’মিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক তারা দুনিয়ায় ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে৷ আল্লাহ জানেন এবং তোমরা জানো না ৷

    ২০) যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর করুণা তোমাদের প্রতি না হতো এবং আল্লাহ যদি স্নেহশীল ও দয়ার্দ্র না হতেন (তাহলে যে জিনিস এখনই তোমাদের মধ্যে ছড়ানো হয়েছিলো তার পরিণাম হতো অতি ভয়াবহ)

    ২১) হে ঈমানদানগণ ! শয়তানের পদাংক অনুসরণ করে চলো না ৷ যে কেউ তার অনুসরণ করবে তাকে সে অশ্লীলতা ও খারাপ কাজ করার হুকুম দেবে৷ যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও করুণা না থাকতো তাহলে তোমাদের একজনও পবিত্র হতে পারতো না ৷ কিন্তু আল্লাহই যাকে চান তাকে পবিত্র করে দেন এবং আল্লাহ শ্রবণকারী ও জ্ঞাত৷
    Views: 397 | Added by: Jahir | Rating: 0.0/0
    Total comments: 0
    Name *:
    Email *:
    Code *: