Tuesday, 2025-07-01, 10:25 PM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 23 » সুরা ফাতিহা'র শেষ তিন আয়াত]
1:45 AM সুরা ফাতিহা'র শেষ তিন আয়াত] |
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি)
ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ (আমাদেরকে সরল পথ দেখাও)
صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ (সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এ...বং যারা পথভ্রষ্ট হয়েছে)
প্রতি ওয়াক্তের নামাজে সূরা ফাতিহা পাঠে অন্যান্য আয়াতের মত উপরোক্ত তিন আয়াত পড়ার সময় ভয়ে লোম কাঁটা দিয়ে উঠে , যেমন টা হয় শেষের তিন সূরা পাঠের সময় । মনে হয় , চোখের সামনে জাহান্নাম ভেসে উঠতেছে বা কেউ একজন আমাকে পাহারা দিচ্ছে , যে কিনা নামাজ আদায়ে আমার ১৯-২০ হলেই আমাকে মেরে ফেলবে । আমি বোঝাতে পারবো না ফিলিংসটা কেমন থাকে । এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আখেরাতের কথা মনে উঠতেই যদি শরীর এইভাবে কাঁপুনি দিয়ে উঠে , জানিনা ভয়াবহ হাশরের ময়দান আমার কি হবে............ "হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও।" [তিরমিযি ২১৪০]
আল্লাহ ! তোমার কাছে আমরা জীবনে এমন কিছু চাই না যার কারনে আমরা আখেরাত ভুলে দুনিয়াবি হয়ে যায় । আমরা শুধু মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই । তুমি এক মুহূর্তের জন্যও আমাদের কে শইতানের ফাঁদে ছেড়ে দিও না এবং আমাদের সহজ-সুন্দর জীবন দান করে তোমার সন্তুষ্টিতে পরিপূর্ণ করে দাও ।
আমীন , আমীন , আমীন
|
Views: 456 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|