Main » 2012»December»24 » "লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।"
5:45 PM
"লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।"
এই কালিমার সঠিক অর্থ অনুধাবন করা জরুরী। এর মর্মার্থ না বুঝে শুধু মুখে মন্ত্রের মত উচ্চারণ করায় কোন স্বার্থকতা নেই বরং তার শর্তাবলীকে সামনে রেখে তা মুখ উচ্চারণের সাথে সাথে তা বাস্তবায়ন করা অপরিহার্য। সেই সকল শর্তসমূহ প্রত্যেক মুসলমানের জানা জরুরী। তাই আসুন, আমর াএ বিষয়টি নিম্নের লিংক থেকে জানার চেষ্টা করি
মালিক আল হারিস আল আশয়ারী রা. হতে বর্ণিত। তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: والحمد لله تملأ الميزان "আল হামদুলিল্লাহ (আমলনামা মাপার) দাঁড়িপাল্লাকে ভরে দেয়।" (সহীহ মুসলিম, হাদীস নং ২১৩)