Wednesday, 2025-07-02, 2:29 AM
Welcome Guest | Sign Up | Login
|
My site |
Statistics |
---|
Total online: 1 Guests: 1 Users: 0 |
|
Blog
Main » 2012 » December » 26 » "আল্লাহর পুত্র" এই কথা শুনে পাহাড়-পর্বতের ফেটে পড়ার উপক্রম হয়
7:35 AM "আল্লাহর পুত্র" এই কথা শুনে পাহাড়-পর্বতের ফেটে পড়ার উপক্রম হয় |
তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন। তোমরা তো এক বীভৎস কথার অবতারণা করেছ। এতে যেন আকাশসমূহ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী খন্ড-বিখন্ড হবে ও পর্বতসমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে আপতিত হবে। যেহেতু তারা দয়াময়ের উপর সন্তান আরোপ করে। অথচ সন্তান গ্রহণ করা দয়াম...য়ের জন্য শোভনীয় নয়। আকাশসমূহে এবং পৃথিবীতে এমন কেউ নেই, যে দয়াময়ের নিকট উপস্থিত হবে না বান্দারূপে।" (সূরা মারইয়াম-৮৮-৯৩)
"আল্লাহর পুত্র" এই কথা শুনে পাহাড়-পর্বতের ফেটে পড়ার উপক্রম হয়, পৃথিবী খন্ড-বিখন্ড হবার উপক্রম হয় আর আমরা বেয়াক্কলের মত হেসে বলি, "বন্ধু, মেরি ক্রিসমাস"
এটা তাদের কাছে ঈসা (আ) এর জন্মদিন নয় বরং ইশ্বর পুত্র ক্রিস্টের জন্ম দিন, যা নাকি কোন মুসলমান বিশ্বাস বা সমর্থন করলে সংগে সংগে কাফের হয়ে যাবে, কিন্তু নিজের অজান্তেই আমরা এই কাজটা করে ফেলি। আমরা এমনিতেই অনেক অসাপ্রদায়িক, আমাদের দেশে ক্রিস্টান বা বৌদ্ধরা দশমিকের ঘরে মানে শতকরা 0.7% তা সত্বেও তাদের ক্রিসমাসে বা বৌদ্ধ পূর্ণিমাতে সরকারি ছুটি থাকে
আর অসাপ্রাদায়িকতা বুলি আওড়ানো ইউরোপ আমেরিকার অনেক দেশে শতকরা 5-10% মুসলিম থাকার পরও ২ ঈদের দিনে সরকারী ছুটি থাকে না ও অনেক দেশে পশু কুরবানীও করতে পারেনা । আবার তারাই মুখে অসাম্প্রদায়িকতার বুলি আওরায় । কাজেই অতি অসাপ্রদায়িকতা প্রদর্শন করে নিজের ঈমান ঝুঁকির মাঝে ফালার কোন প্রয়োজন নেই। (collected)
|
Views: 314 |
Added by: Jahir
| Rating: 0.0/0 |
|