Tuesday, 2024-04-30, 10:17 AM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  April 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
282930
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    জুমুআর ছালাত সম্মন্ধে যা জানা খুবই জরুরী

    আসসালামু আলাইকুম◄ জুমুআর ছালাত সম্মন্ধে যা জানা খুবই জরুরী
    প্রশ্ন: জুম‘আর ছালাতের আগে ও পরে সুন্নাত কত রাক‘আত?
    উত্তর : জুম‘আর পূর্বে নির্দিষ্ট কোন সুন্নাত ছালাত নেই। সময় পেলে খুৎবার আগ পর্যন্ত যত খুশী নফল ছালাত আদায় করবে (বুখারী, মিশকাত হা/১৩৮১)অন্যথা মুছল্লী কেবল। ‘তাহিইয়াতুল মসজিদ’ দু’রাক‘আত পড়ে বসবে। জুম‘আর ছালাতের পরে মসজিদে চার রাক‘আত অথবা বাড়ীতে দু’রাক‘আত সুন্নাত আদায় করবে। তবে মসজিদেও চার অথবা দুই রাক‘আত পড়া যায়। এছাড়া চার এবং দুই মোট ছয় রাক‘আতও পড়া যায় (মুসলিম, মিশকাত হা/১১৬৬; মির‘আত ৪/১৪২-৪৩)।
    জুম'আর দিনের দোয়া কবুল হওয়ার সুবর্ণ সুযোগ ●|● জাবির ইবনু আব্দুল্লাহ (রা) হতে বর্ণীত, রাসূল (সা) বলেছেনঃ
    'জুমু'আহর দিনের বার ঘন্টার এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোন মুসলিম এ সময় আল্লাহ্‌র কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ্‌ তাকে তা দান করেন।
    এ মুহূর্তটি আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।' [সুনান আবূ দাউদ, ২/২০৮(১০৪৮); ইমাম হাকিম বলেনঃ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ]
    >>>>>  আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ , 'আজ জুমার নামাজ পড়তে গিয়ে রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লামের এই গুরত্বপূর্ণ আদেশটি পালন করতে আমরা অবহেলা করব না এবং ভূলে যাবো না । ইনশাআল্লাহ' ... * রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম খোত্বা দিচ্ছিলেন তখন এক ব্যক্তি মসজিদে এল; রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন: সালাত আদায় করেছ কি? সে বলল: না । রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম বললেন: "উঠ, ২ রাকআত সালাত আদায় করে নাও " । [বুখারী] * হাদীসটি জাবের বিন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত ।

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ , * আগামীকাল জুমু'আর নামায * ইনশাআল্লাহ নিম্নোক্ত এই ফজীলত প্রাপ্তিতে আমরা সকলে অগ্রগামী হবার চেষ্টা করবো । # রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম বলেছেন: ... => "যে ব্যক্তি জুমু'আর দিন নাপাকি থেকে পাক হওয়ার জন্য যেমন গোসল করা হয়,
    তেমনি ভালোভাবে গোসল করে ; * তারপর >প্রথম সময়ে< (জুমুআর নামাযের জন্য)
    মসজিদে যায়-
    >> সে যেন '১ টি উট' আল্লাহর পথে কুরবানী করলো । * অতঃপর যে ব্যক্তি মসজিদে যায়- >> সে যেন ১ টি গরু আল্লাহর পথে কুরবানী করলো ।
    * অতঃপর যে ব্যক্তি মসজিদে যায়- >> সে যেন '১ টি শিং ওয়ালা মেষ' আল্লাহর পথে কুরবানী করলো ।
    * অতঃপর যে ব্যক্তি যায়- >> সে যেন '১ টি মুরগী' আল্লাহর পথে কুরবানী করলো ।
    * অতঃপর যে ব্যক্তি মসজিদে যায়- >> সে যেন আল্লাহর পথে '১ টি ডিম' দান করলো ।
    * অতঃপর যখন ইমাম বের হন (তার হুজরা থেকে), তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য হাজির হয়ে যান
    (এবং ফেরেশতা কর্তৃক পর্যায়ক্রমে মসজিদে আগত মুসল্লীদের নাম লিপিবদ্ধকরণ বন্ধ করে দেয়া হয়)" [বুখারী, মুসলিম]
    # হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ,
    'আমরা যেন আগামীকাল নিন্মের ৩য় শ্রেনীভুক্ত হতে পারি ইনশাআল্লাহ'
    * রাসূলুল্লাহ সল্লাল্লাহুআলাই হি ওয়াসাল্লাম বলেছেন:
    => "জুম'আর সালাতে ৩ ধরনের লোক হাজির হয় ॥
    ১. এক ধরনের লোক আছে, যারা আল্লাহর মসজিদে প্রবেশের পর তামাশা করে, ... তারা বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তামাশা ছাড়া কিছুই পাবে না ॥
    ২. দ্বিতীয় আরেক ধরনের লোক আছে, যারা জুমু'আয় হাজির হয়, সেখানে কিছু দোয়া মোনাজাত করে, ফলে আল্লাহ যাকে চান তাকে কিছু দেন আর যাকে ইচ্ছা দেন না ॥
    ৩. তৃতীয় প্রকার লোক যারা জুম'আয় হাজির হয়; চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, কারো ঘাড় ডিঙিয়ে সামনে আগায় না, কাউকে কষ্ট দেয় না,
    * তাদের ২ জুম'আর মধ্যবর্তী ৭ দিন সহ আর ও ৩ দিন যোগ করে মোট ১০ দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন" [আবু দাউদ]
    জুম’আর দিনে....

    ●রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,
    "এইদিন (জুম’আর দিন) নিকটবর্তী ফেরেশতাগণ, আকাশ, পৃথিবী, বায়ু, পাহাড়, সমুদ্র সবই ক্বিয়ামত হবার ভয়ে ভীত থাকে।”-[ইবনু মাজাহ,মিশকাত;১৩৬৩ ‘জুম‘আ’ অনুচ্ছেদ-৪২]
    ●"জান্নাত...ে প্রতি জুম’আর দিনে জান্নাতীদের হাট বসবে। জান্নাতী লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত হবেন। তখন সেখানে এমন মনমুগ্ধকর হাওয়া বইবে, যে হাওয়ায় জান্নাতীদের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবে। অনুরূপ সৌন্দর্য বৃদ্ধি স্ত্রীদের বেলায়ও হবে।”-[মুসলিম;২৮৩৩, ৭১/৭৫৩]
    ●আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, "যে ব্যক্তি উত্তমরূপে উযু করার পর জুমু'আর নামাযে এলো, নীরবে মনযোগ সহকারে খুত্বা (আলোচনা) শুনলো, তার পরবর্তী জুমুআ পর্যন্ত এবং আরো অতিরিক্ত তিন দিনের গুনাহ্ মাফ করে দেয়া হয়। আর যে ব্যক্তি (অহেতুক) একটি কঙ্কর(পাথর) স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো।”-[মুসলিম;৩য় খন্ড - ১৮৬৫]
    ●হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্নিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, "ইমামের খুত্বা দেয়ার সময় যদি তুমি কাউকে চুপ থাকতেও বল তবে তুমি বেহুদা কাজ করলে।”-[বুখারী; ২য় খন্ড - ৮৮৭, মুসলিম, নাসাঈ, আবু দাউদ; ২য় খন্ড - ১১১২]
     
    আলহামদুলিল্লাহ ... আরেকটি জুম্মা - সকল দিনের শ্রেষ্ঠ দিনটি আবার ঘুরে এসছে । আপনি কি এই দিনটির অপেক্ষায় ছিলেন না ? এই দিনটিকে বৃথা নষ্ট হতে দেবেন না কারণ বহু বরকত ও ফজিলত নিহিত রয়েছে আজকের দিনটিতে ♥

    নিম্নলিখিতি সুন্নাত গুলো আদায় করতে সচেষ্ট হন : !!►►
    ১) ফজরের সালাত জামাতে আদায় করুন (আল-বায়হাকী , সহী আল-আলবানি, ১১১৯)
    ২) সালাত আল-জুম্মার পূর্বের এবং পরের করণীয় ঃ-
    ... ➲ জুম্মার দিন গোসল করা (বুখারী এবং মুসলিম : # ১৯৫১ এবং # ৯৭৭)
    ➲ জুম্মার সালাতে শীঘ্র উপস্থিত হওয়া (বুখারী এবং মুসলিম : # ৯২৯ এবং ১৯৬৪)
    ➲ পায়ে হেঁটে মসজিদে গমন করা (আল-তিরমিজি, ৪৯৬)
    ➲ মনোযোগ সহকারে জুম্মার খুৎবা শোনা (আল-বুখারী ৯৩৪ এবং মুসলিম ৮৫১)
    ৩) জুম্মার দিন আপনার দুয়া কবুল হবার সেই মুহূর্তটির অনুসন্ধান করুন (বুখারী এবং মুসলিম : # ৯৩৫ এবং # ১৯৬৯)
    ৪) সূরা কাহাফ তিলাওয়াত (আল-হাকিম, ২/৩৯৯; আল-বায়হাকী, ৩/২৪৯)
    ৫) আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর দুরদ পাঠ (ইবনে মাজাহ # ১০৮৫ , আবু দাউদ , # ১০৪৭)See More—