Tuesday, 2024-04-30, 5:13 AM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  April 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
282930
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    ... দাড়ি রাখার জন্য রাসুল (সাঃ) এর নির্দেশ -

    আসসালামু আলাইকুম,
     
    একজন ভাইও কি আছেন এই ওয়াদা করার মত যে, আজ থেকে আর কখনোই দাড়ি শেভ করবেন না?

    আমাদের দেশে দাড়ি রাখা সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা আছে, সেটা হল ''দাড়ি রাখা সুন্নত; অতএব দাড়ি রাখলে ভাল আর না রাখলে তেমন কোন সমস্যা নেই, একটা সুন্নত পালন করা হল না এই আর কি।'' জেনে রাখুন, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা।

    ... দাড়ি রাখার জন্য রাসুল (সাঃ) এর নির্দেশ -

    ইবনে ওমর (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবেঃ দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে । (বুখারী শরীফ, নবম খণ্ড, হাদিস নং - ৫৪৭২ ইফা)

    আল্লাহ্পাক পবিত্র কুরআনে বহু আয়াতে রাসুল (সাঃ) এর নির্দেশ মেনে চলার জন্য আমাদের বলেছেন -

    রাসূলের আহবানকে তোমরা তোমাদের একে অপরকে আহ্বানের মত গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন, যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তাঁর আদেশের বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে, বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। [আন-নুরঃ ৬৩]

    আর তোমরা আনুগত্য কর আল্লাহ ও রাসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়। [আল-ইমরানঃ ১৩২]

    হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশ মান্য কর এবং শোনার পর তা থেকে বিমুখ হয়ো না। [আল-আনফালঃ ২০]

    এখন আপনি নিজেই ভেবে দেখুন, আপনি কি করবেন। আল্লাহ ও রাসুল (সাঃ) এর নির্দেশ মানবেন নাকি সমাজের মানুষের কাছে লজ্জার ভয়ে কিংবা কাফির-মুশরিকদের অন্ধ অনুসরণ করবেন?
    প্রশ্নঃ তুমি কি পার্মানেন্টলি দাঁড়ি রেখে দিসো?!
    উত্তরঃ জ্বী, আলহামদুলিল্লাহ!

    প্রশ্নঃ দাঁড়ি রাখসো কেন?!
    উত্তরঃ আলহামদুলিল্লাহ্‌, আমি ইসলাম চর্চা করছি।
    ...
    প্রশ্নঃ দাঁড়ি না রাখলে কি মুসলিম হওয়া যায় না ? (বর্ধিতঃ আমরা কি তাহলে মুসলিম না? )
    উত্তরঃ কুর'আনের বিভিন্ন আয়াত দ্বারা রাসূলাল্লাহ(সাঃ) এর আনুগত্য করার কথা স্পষ্টভাবে বলা আছে এবং গোঁফ খাটো করা ও দাঁড়ি লম্বা করা বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত মুমিন পুরুষের প্রতি রাসূলাল্লাহ (সাঃ) এর একটি নির্দেশ, মানে ওয়াজিব। এর বিপরীত করা হারাম। কিছু মনে করবেন না, তবে মুসলিম ঘরে জন্ম নিয়ে মুসলিম হওয়া আর ইসলাম চর্চা করে মুসলিম হওয়া এক না।

    প্রশ্নঃ এই বয়সে দাঁড়ি রাখছো কেন?
    উত্তরঃ আমার হায়াত কতটুক সেটা তো আমি জানি না বা আপনি জানেন না, সুতরাং এই বয়স সেই বয়স বলে কিছু নেই। এটা আমার জন্যে ওয়াজিব এবং ইসলাম পালন করে আল্লাহ্‌র পথে চলতে হলে আমার এটা পালন করতেই হবে। না করলে মৃত্যুর আগে পর্যন্ত আমি গুনাহ করতেই থাকবো।

    প্রশ্নঃ এই বয়সে দাঁড়ি রাখলে তোমার চাকরীতে/বিয়েতে পেতে সমস্যা হবে না?
    উত্তরঃরিযিকের মালিক আল্লাহ্‌, আল্লাহ্‌ আমার রিযিক যেখানে রেখেছেন সেখানেই হবে। আল্লাহ্‌ ও রাসূলের নির্দেশ না মানার শর্তসাপেক্ষে যদি কোথাও আমার চাকরী হয় তবে সেখানে নিশ্চয়ই আমার উপার্জনে বরকত নেই। বিয়ের ক্ষেত্রেও একই কথা, যে নারী আমাকে দাঁড়িসহ মেনে নেবে না, কোনদিন যদি আমার কোন অঙ্গহানি হয় তখন সে আমাকে ছেড়ে যাবে না সেটার কি নিশ্চয়তা? আর আল্লাহ্‌ যদি আমার তকদীরে কোন মু'মিনা নারী লিখে থাকেন তবে সেটা সে ভালভাবেই মেনে নিবে।