Tuesday, 2024-04-30, 5:28 AM
Welcome Guest | Sign Up | Login

My site

Site menu
Calendar
«  April 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
282930
Entries archive
Site friends
  • Create a free website
  • Online Desktop
  • Free Online Games
  • Video Tutorials
  • All HTML Tags
  • Browser Kits
  • Statistics

    Total online: 1
    Guests: 1
    Users: 0

    Blog

    হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত __ ঃ রাসূলুল্লাহ (সঃ) বলেন,,,""যখন জেহাদ লব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিনত করা হবে,,, যখন গচ্ছিত বস্তুকে লুটের মাল গন্য করা হবে,,, যাকাতকে জরিমানার মত কঠিন মনে করা হবে,,, যখন পার্থিব সম্পদ লাভের উদ্দেশ্যে শিক্ষা করা হবে,,, যখন মানুষ স্ত্রীর আনুগত্য ও মাতার অবাধতা শুরু করবে,,, যখ্ন বন্ধুকে নিকটে টেনে নেবে ও পিতাকে দূরে সরিয়ে রাখবে,,, যখন মসজিদ সমূহে হট্টগোল হব...ে,,, যখন পাপাচারী কুকর্মী ব্যেক্তি গোত্রের নেতা হবে,,, যখন নিচতম ব্যক্তি সম্প্রদায়ের প্রধান হবে,,, যখন দুষ্ট লোকের সম্মান করা হবে তাদের অনিষ্টের ভয়ে,,, যখন গায়িকা নারী ও বাদ্য যন্ত্রের ব্যাপকপ্রচলন হবে,,, যখন মদ্যপান পানির মত খাওয়া হবে,,, যখন মুসলিম সম্প্রদায়ের পরবর্তী লোকগন পূর্ববর্তীগনকে অভিসম্পাত করবে,,, তখন তোমরা প্রতীক্ষা কর একটি লাল বর্নময় বায়ুর ভূমিকম্পের, ভূমি ধংসের, আকার আকৃতি বিকৃত হয়ে যাওয়ার এবং কিয়ামতের এমননিদর্শন সমুহের যে গুলো একের পর এক প্রকাশ হতে থাকবে যেমন কোনো মালার সূতা ছিড়ে গেলে দানাগুলো একের পর এক খসে পড়তে থাকে""
    ___ উৎস মারেফুল কোরআন পৃষ্ঠা ১০৫৪
    Views: 425 | Added by: Jahir | Date: 2013-02-25 | Comments (0)

    আপনি কি জানেন মানুষের চোখের মেগা পিক্সেল কত?

    মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল !! অবাক হবার কিছুই নেই- আল্লাহ্‌ রাব্বুল আলামিন এর উপরে কোন মানুষ এখনো কিছু করে দেখাতে পারেনি আর পারবেনাও কারণ আমরা মানুষই তো তাঁর সৃষ্টি!

    Views: 1343 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    মানব শরীরের মজার তথ্য - ১

    ১. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘন্টায় যা করে:
    (ক) ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়
    (খ) ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে
    ... (গ) প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে
    (ঘ) হৃৎপিণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়
    (ঙ) গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে
    (চ) ১ সের ২ ছটাক পানি পান করে
    (ছ) মাথার মগজের ৭০ লক্ষ কোষ কোন না কোন কাজ করে
    (জ) মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে
    (ঝ) সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়
    ২. মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে
    ৩. একজন মানুষের হৃৎপিন্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান
    ৪. হৃৎপিন্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়. এটা মাঝখানেই তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত.
    ৫. মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি.
    ৬. চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
    ৭. মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়।
    ৮. সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
    ৯. একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।
    ১০. স্বাভাবিক জ়ীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে। ... Read more »
    Views: 542 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (1)

    প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানিপান। খুব উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা। ভারতবর্ষে প্রাণায়ম ও যোগব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে।
    বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকরী দিক খুঁজে পেয়েছেন।
    মাথা ধরা, শরীর ব্যথা, হূদ্যন্ত্রের সমস্যা, আর্থ্রাইটিস, দ্রুত হূৎস্পন্দন, মৃগীরোগ, স্থূলতা, ব্রংকাইটিস, হাঁপানি, কিডনি ও প্রস্রাবের রোগ, বমি, গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, পাইলস, ডায়াবেটিস,... কোষ্ঠবদ্ধতা, চোখের রোগ, নাক ও গলার রোগ ঋতুস্রাব সমস্যা— সবগুলোতে এই জলপান চর্চা বড় উপকারী।
    জাপানে চিকিৎসা অঙ্গনে এ চিকিৎসা বহুল প্রচলিত।

    কীভাবে করবেন?
    সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে ১৬০ মিলিলিটার চার গ্লাস পানি পান করুন। (৪:১৬০ মিলিমিটার পরিমাণ জল)
    এরপর দাঁত ব্রাশ করুন ও মুখ পরিচ্ছন্ন কর ... Read more »
    Views: 499 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    The Bangladesh National Museum (বাংলাদেশ জাতীয় যাদুঘর), মূল ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল মার্চ এর ২০ তারিখ ১৯১৩ সালে, যার আরেকটি নাম ছিল যদ্যপি এটি ৭ আগস্ট ১৯১৩ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। ১৭ নভেম্বর ১৯৮৩ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর নামে নামকরণ করা হয়। এটি ঢাকার শাহবাগে অবস্থিত। যাদুঘর এ প্রদর্শন নৃকুলবিদ্যা ডিপার্টমেন্ট,আলংকারিক শিল্প, ইতিহাস বিভাগ এবং শাস্ত্রীয় শিল্প, প্রাকৃতিক ইতিহাস... বিভাগ, এবং সমকালীন এবং বিশ্ব সভ্যতার মতামত বিভিন্ন বিভাগের মধ্যে রাখা হয়েছে. এছাড়াও এখানে একটি যাদুঘর সংরক্ষণ পরীক্ষাগার আছে। জাদুঘরটি কয়েকটি তলায় বিভক্ত।


    নিচতলায় অনুপ্রবেশ হল যেখানে মানুষ তাদের টিকেট সংগ্রহ করে থাকে এবং পুরনো বন্দুক নিয়ে গঠিত হল এছাড়াও একটি গ্র্যান্ড সিড়ি রয়েছে।

    প্রথম তলাকে ২২ ট ... Read more »
    Views: 529 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    The National Parliament Of Bangladesh(জাতীয় সংসদ ভবন) হলো বাংলাদেশের জাতীয় সংসদ বা জাতীয় পরিষদ, যা ঢাকার শেরে ই বাংলা নগর এ অবস্থিত। এটির ডিজাইন করেছিলেন মি: লুইস কান। ভবনটি যা সমস্ত বাংলাদেশ এর সাত সংসদে এর মেনে নেয়া বিশ্বের একমাত্র বৃহত্তম ভবন এটি যা ২০০ একর নিয়ে গঠিত এবং বিল্ডিংটি ২০০৩ ফিল্ম এ স্থপতি যা স্পষ্টরূপে বৈশিষ্ট্যযুক্ত, কর্মজীবন এবং তার স্থপত্তির মধ্যে লুইস কান এর অন্বয়যুক্ত রবা...র্ট ম্চকার্তের বলেন বিংশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন হিসাবে জাতীয় সংসদ ভবন।

    বাংলাদেশে নয়টি জাতীয় নির্বাচন আছে। প্রথম এবং দ্বিতীয় পার্লামেন্ট ওল্ড সংসদ ভবন ভবন যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে।
    ১৯৬১ সালে নির্মাণ কাজ শুরু হয় পাকিস্তান সরকার দ্বারা একটি উভয় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান ... Read more »
    Views: 479 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    বাংলাদেশ এর রাজধানী ঢাকার কেন্দ্রে অবস্থিত এই মসজিদটি ১৯৬৮ সালে সম্পূর্ণ হয়। টি আব্দুল থারিয়ানি দ্বারা ডিজাইন করা হয়েছিল বায়তুল মুকাররম মসজিদটি। এর নির্মান কাজ শুরু হয় ২৭ জানুয়ারী ১৯৬০ সালে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কাজ চলছিলো। প্রথমে আব্দুল হুসেন থারিয়ানি এই বৃহত মসজিদ নির্মানের প্রস্তাবে এসেছিলেন। পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল দোকান, অফিস, লাইব্রেরি এবং পার্কিং এলাকা। যদিও তখন কার সময়...ে গম্বুজ মসজিদ নিয়ে ঐতিহ্য ছিল কিন্তু এই মসজিদ এ তখনকার এই প্রথাগত রীতি বজায় রাখা হয় নি।
    বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ এবং শ্রদ্ধেয় স্থান এটি। এর ধারণ ক্ষমতা আছে ৩০,০০০ এর মতো। যাইহোক ক্রমাগত মসজিদ শুরু হয় জনাকীর্ণ বিশেষত পবিত্র রমজান মাসে, যার ফলে বাংলাদেশী সরকার এক্সটেনশান যুক্ত করে অন্তত ৪০,০০০ ক্ষমতা বৃদ্ধি করা হয়। মসজিদটি নির্মান হয়ে ছিল যখন দেশ ছিল ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ... Read more »
    Views: 440 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    Jatiyo Sriti Soudho (জাতীয় স্মৃতি সৌধ) বা জাতীয় শহীদদের স্মারক হলো বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ যা বীরত্ব মেমরির প্রতিক এবং যারা বাংলাদেশ লিবারেশন ওয়ার ১৯৭১ সালে জীবন দিয়েছেন ও স্বাধীনতা এবং পাকিস্তান থেকে বাংলাদেশকে বিভক্ত করেছিলেন তাদের উৎসর্গে। স্মৃতি সৌধটি রাজধানী ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিম এ সাভার অবস্থিত, এর ডিজাইন করেছিলেন সৈয়দ মাইনুল হোসেইন।
    স্মৃতিস্তম্ভ জন্য পরিকল্পনা ১৯৭৬... সালে শুরু হয়েছিল। সাইট নির্বাচন, সড়ক ও ভূমি উন্নয়ন এর নকশা প্রতিযোগিতা জুন, ১৯৭৮ সালে অনুষ্ঠিত হয়। ৫৭ টি ফাইল জমা অবস্থায় সৈয়দ মাইনুল হোসেন এর নকশা নির্বাচন করা হয়েছিল। মূল কাঠামো এবং কৃত্রিম হ্রদ এবং অন্যান্য সুবিধা ১৯৮২ সালে সম্পন্ন হয়.
    স্মৃতিস্তম্ভ সাত সমদ্বিবাহু ত্রিভূজ ও পিরামিড আকৃতির স্ট্রাকচার মধ্যমে লম্বা এক সঙ্গে গ্রথিত হয়। স্মৃতিস্তম্ভ সর্বোচ্চ পয়েন্ট ১৫০ ফুট. সেখানে একটি কৃত্রিম হ্রদ এবং বিভিন্ন স্মৃতিস্তম্ভের সমাধি দ্বারা সাজানো হয়েছে। ... Read more »
    Views: 530 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    WORLD'S LARGEST AQUARIUM :-
    বিশ্বের বৃহত্তম aquarium যার নাম GEORGIA AQUARIUM. এটি মার্কিনের আটলান্টা, জর্জিয়ায় অবস্থিত। বৃহত্তম অ্যাকোয়ারিয়ামটিতে ৮.৫ মিলিয়ন মার্কিন গ্যালনের অধিক সমুদ্রের ও মিনারেল পানি আছে। এখানে ৫০০ বিভিন্ন প্রজাতির মাঝে ১২০ হাজারেরও বেশি প্রাণী আছে। এটা প্রথম খোলা হয় জনগনদের জন্য ২৩ নভেম্বর, ২০০৫।
    Views: 459 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    খুব ছোট কাল থেকেই আমার নতুন কিছু জানার উপর আগ্রহটা একটু বেশিই। খেলার জিনিস একটাও নেই যে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে দেখি নাই। বড় হয়েও একই অবস্থা সমান্য এক এন্টেনার প্রবলেমকে কেন্দ্র করে ঘরের TV টাও খুলে সর্বনাশ ঘটিয়েছি। বাদ পরেনি ঘরের ভিডিও CD প্লেয়ার টাও। নিজের কম্পিউটার টাতো নিজেই ঠিক করতাম, কতবার যে মাদার বোর্ড,হার্ড ড্রাইভ,রেম,কুলিং ফেন খুলছি আর লাগাইছি। কূতুহলি সকল বিষয় নিয়েই ছিল আমার মাথা বেথা। দেশের বা বিদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়েও জানার আগ্রহ কম ছিল না। এ সকল আগ্রহকে কেন্দ্র করে আমার এই ।। জানার আছে অনেক কিছু ।। পেজ টা ওপেন করা। কিছু লাইক বা কমেন্ট যা আমাকে প্রচুর উত্সাহিত করে নতুন কিছু জানার এবং আপনাদেরকে জানানোর। নিজে জানুন এবং শেয়ার করে অন্যকেও জানান।
    THANKS
    Views: 479 | Added by: Jahir | Date: 2013-02-20 | Comments (0)

    1 2 3 ... 21 22 »